Bengali Suggestion for Madhyamik (WBBSE) - 2021

Submitted by avimanyu pramanik on Thu, 12/09/2021 - 10:01

Bengali Suggestion for Madhyamik (WBBSE) - ২০২১

বিষয় বাংলা        শ্রেণী দশম

পূর্ণমান-৯০    সময়-৩ ঘন্টা

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ :   ১ x ১৭ = ১৭

   ১.১ তপনের লেখা গল্পটি যে পত্রিকায় ছাপা হয়েছিল সেটি হল –

         (ক) শুকতারা     (খ) সন্ধ্যাতারা     (গ) কিশোর ভারতী      (ঘ) আনন্দমেলা পত্রিকা ।

   ১.২ সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যায়-

        (ক) পাঁচ দিন     (খ) চার দিন     (গ) এক দিন     (ঘ) দু দিন ।

   ১.৩ পলিটিক্যাল সাসপেক্ট এর নাম ছিল-

         (ক) অপূর্ব রায়   (খ) সব্যসাচী মল্লিক     (গ) নিমাইবাবু     (ঘ) জগদীশবাবু ।

   ১.৪ বাঙালি সাংবাদিকদের কে ‘বাবু কুইল ড্রাইভারস’ বলতেন ?

        (ক) লর্ড মেকলে     (খ) লর্ড উইলিয়াম     (গ) লর্ড কার্জন     (ঘ) লর্ড বেন্টিঙ্ক ।

   ১.৫ ‘অভিষেক’ কবিতাটি কার লেখা ?

         (ক) রবীন্দ্রনাথ ঠাকুরের   (খ)মাইকেল মধুসূদন দত্তের    (গ) নজরুল ইসলামের   (ঘ) সুনীল গঙ্গোপাধ্যায়ের ।

   ১.৬ ‘তোরা সব জয়ধ্বনি কর’ - প্রলয়োল্লাস কবিতায় বাক্যটি কতবার উচ্চারিত হয়েছে ?

         (ক) ১০বার    (খ) ১৫ বার    (গ) ১৯ বার     (ঘ) ২০বার ।

   ১.৭  “কালির অক্ষর নাইকো পেটে চন্ডী পড়েন ______”

         (ক) কোলাঘাটে    (খ) কালীঘাটে     (গ) মাঠেঘাটে     (ঘ) পাড়ার মাঠে ।

   ১.৮ শান্ত হলুদ দেবতারা কত বছর ধরে  ধ্যানে ডুবেছিলেন ?

         (ক) দু হাজার বছর     (খ) হাজার বছর     (গ) তিন হাজার বছর     (ঘ) চার হাজার বছর ।

   ১.৯ ‘আফ্রিকা’ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের যে কাব্যে রয়েছে সেটা হল –

        (ক) চিত্রা    (খ) পত্রপুট    (গ) সোনার তরী     (ঘ) মানসী ।

   ১.১০  আমাদের পায়ে পায়ে রয়েছে –

           (ক) ভারী জুতো    (খ) কাঁটাতার     (গ) হিমানীর বাঁধ    (ঘ) তপ্ত বালুকা ।

   ১.১১  ‘মাভৈঃ মাভৈঃ’ !  মাভৈঃ শব্দের অর্থ হল –

           (ক) ভয় করো না   (খ) সাবধান     (গ) ভয়ংকর     (ঘ) ভয় দূর হয়ে গেছে ।

   ১.১২ সমাস কথার অর্থ হল –

          (ক) সংক্ষেপ     (খ) বিস্তার     (গ) ব্যাখ্যা     (ঘ) বিশ্লেষণ ।

   ১.১৩ ‘পোশাক-পরিচ্ছদ’ শব্দটি যে সমাসের অন্তর্গত সেটি হল-

          (ক) দ্বিগু সমাস     (খ) দ্বন্দ্ব সমাস     (গ) তৎপুরুষ সমাস     (ঘ) কর্মধারায় সমাস ।

   ১.১৪  ব্যাসবাক্য অন্য যে নামে প্রচলিত, তা হল-

           (ক) বিস্তার বাক্য     (খ) বিগ্রহ বাক্য     (গ) সমস্যমান      (ঘ) সমাসোক্তি ।

   ১.১৫  কারক হল –

           (ক) ক্রিয়াপদের সঙ্গে নাম পদের সম্পর্ক

           (খ) ক্রিয়াপদের সঙ্গে অব্যয়ের সম্পর্কে

           (গ) সর্বনামের সঙ্গে অব্যয়ের সম্পর্ক 

           (ঘ) সম্বন্ধ পদের সঙ্গে ক্রিয়ার সম্পর্ক ।

  ১.১৬  অনুসর্গের অপর নাম হল—

            (ক) উপসর্গ      (খ) পরসর্গ     (গ) প্রতিসর্গ     (ঘ) অতিসর্গ ।

   ১.১৭  নির্দেশকের একটি উদাহরণ হল—

            (ক) হইতে     (খ) চেয়ে      (গ) জন্য      (ঘ) গুলি ।

২। কমবেশি ২০টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর লেখ :      ১x১৯=১৯

    ২.১ তপনের লেখা যে গল্পটি ছাপা হয়েছিল তার নাম কি ?

    ২.২ ‘হারিয়ে যাওয়া কালি কলম’ প্রবন্ধে লেখক ছোটবেলার কার লেখা জ্যামিতি বই পড়েছিলেন ?

    ২.৩ বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার কত হয়েছিল ?

    ২.৪ গিরীশ মহাপাত্রের বয়স কত ছিল ?

    ২.৫ ‘অসুখী একজন’ কবিতাটি বাংলা ভাষায় কে তরজমা করেছেন ?

    ২.৬  ‘দুজন বন্ধু লোক আসার কথা ছিল ।‘- বন্ধুদের কোথা থেকে আসার কথা ছিল ?

    ২.৭  ‘এল ওরা লোহার হাতকড়ি নিয়ে ।‘ কারা লোহার হাতকড়ি নিয়ে এল ?

    ২.৮  দিগম্বরের জটায় কে হাসে ?

    ২.৯  ‘আয় আরো বেঁধে বেঁধে থাকি’ কবিতাটি কবি শঙ্খ ঘোষের কোন কাব্য থেকে নেওয়া হয়েছে ?

    ২.১০ ‘বিদায় এবে দেহ, বিধুমুখী ।‘ বিধুমুখী কে ?

    ২.১১  ‘শিশু আর বাড়িরা খুন হলো ।‘-  শিশু আর বাড়িরা খুন হয়েছিল কেন ?

    ২.১২  কর্মধারয় সমাস কাকে বলে ? উদাহরণ দাও ।

    ২.১৩  কোন সমাসে পূর্বপদ ও উত্তরপদের অর্থ অক্ষুন্ন থাকে ?

    ২.১৪ নিম্নরেখো পদটির কারক ও বিভক্তি নির্ণয় কর ।

            ভয়ে তারা পালাল ।

    ২.১৫ তির্যক বিভক্তি কাকে বলে ? উদাহরণ দাও ।

    ২.১৬ দুটি নির্দেশকের নাম লেখ ।

    ২.১৭  ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় কর –    ভোজ্যবস্তু,  সন্ধ্যাহ্নিক ।

   ২.১৮  অকারক কয় প্রকার ও কি কি ?

   ২.১৯  প্রযোজক কর্তা কাকে বলে ? উদাহরণ দাও ।

৩। কমবেশি ৬০টি শব্দে নীচের যেকোনো ২টি প্রশ্নের উত্তর লেখ :    ৩+৩=৬

   ৩.১ যেকোনো একটি প্রশ্নের উত্তর লেখ  :     ৩

       ৩.১.১ ‘খুবই গরিব মানুষ হরিদা ।” ‘বহুরূপী’ গল্প অবলম্বনে  হরিদার দারিদ্র্যের পরিচয় দাও ।    ৩

       ৩.১.২ “বুড়ো মানুষের কথাটা শুনো ।-কে কাকে উদ্ধৃত কথাটি বলেছেন ? একথা বলার কারণ কী ?  ২+১=৩

   ৩.২ যেকোনো ১টি প্রশ্নের উত্তর লেখ :     ৩  

       ৩.২.১ “সেই মেয়েটির মৃত্যু হল না ।“ - কোন মেয়েটির কথা বলা হয়েছে ? কেন তার মৃত্যু হল না ?  ১+২=৩

       ৩.২.২ “বিধি বাম মম প্রতি ।“- বক্তা কে ? তিনি কেন একথা বলেছেন ?   ১+২=৩

৪। কমবেশি ১৫০টি শব্দে ২টি প্রশ্নের উত্তর লেখ :      ৫+৫=১০

    ৪.১  “জন্ম নিল ফাউন্টেন পেন ।“   ফাউন্টেন পেনের বাংলা নাম কি ? বাংলা ভাষায় নামটি কে দিয়েছিলেন ?

           ফাউন্টেন পেনের জন্মবৃত্তান্ত আলোচনা কর ।     ১+১+৩=৫

   ৪.২ “পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে ?” কোন ঘটনাকে অলৌকিক আখ্যা দেওয়া হয়েছে ? সেই ঘটনার

          প্রতিক্রিয়া কি হয়েছিল, ‘জ্ঞানচক্ষু’ গল্প অবলম্বনে তা লেখ ।     ২+৩=৫

   ৪.৩ “পোলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল ।“ নিমাইবাবু কে ?

         সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সামনে কখন হাজির করা হয়েছিল ? সব্যসাচী মল্লিকের চেহারার বর্ণনা দাও ।    ১+১+৩=৫

৫। কমবেশি ১৫০টি শব্দে যেকোনো ১টি প্রশ্নের উত্তর লেখ ।      ৫

    ৫.১ ‘তোরা সব জয়ধ্বনি কর’ –‘তোরা’ বলতে কবি কাদের বুঝিয়েছেন ?  তাদের জয়ধ্বনি করতে বলার কারণ কী ?   ১+৪=৫

    ৫.২ “আয় আরো বেঁধে বেঁধে থাকি“ - কবি ‘বেঁধে বেঁধে থাকি’ বলতে কী বুঝিয়েছেন ? কবি কেন বেঁধে থাকার কথা বলেছেন ?    ২+৩=৫

৬। কমবেশি ১২৫টি শব্দে ১টি প্রশ্নের উত্তর লেখ :     ৪

      ৬.১  সিরাজদ্দৌলা নাট্যাংশে ঘসেটি বেগমের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা কর ।     ৪

                            অথবা

            সিরাজদ্দৌলা নাট্যাংশ অবলম্বনে সিরাজদৌলার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো ।      ৪

      ৬.২  “বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না ।“ কাদের উদ্দেশ্যে কে এই কথা বলেছেন ? কোন দুদিনের জন্য বক্তার এই আবেদন তা লেখ ।  ২+২=৪

৭। কমবেশি ১৫০টি শব্দে যেকোনো ২টি প্রশ্নের উত্তর লেখ :     ৫+৫=১০

      ৭.১  ‘কোনি’ উপন্যাস অবলম্বনে সাঁতারের প্রশিক্ষক ক্ষিতীশ সিংহের চরিত্র বৈশিষ্ট্য আলোচনা কর ।    ৫

       ৭.২  দারিদ্র ও বঞ্চনার বিরুদ্ধে কোনির যে লড়াই তা সংক্ষেপে আলোচনা কর ।    ৫

       ৭.৩ “বেঙ্গলের স্বার্থেই কনকচাঁপা পালকে টিমে রাখতে হবে ।“ উক্তিটির বক্তা কে ? কে বা কারা কনকচাঁপা পালকে টিমে রাখতে চায়নি  ?

              উক্তিটির মধ্য দিয়ে বক্তার চরিত্র সম্পর্কে আলোকপাত কর ।     ১+১+৩=৫    

৮। চলিত বাংলা ভাষায় অনুবাদ কর ।     ৪

     Education has no end . So you should keep up your reading. Many young men close their books

     when they have their degrees and learn no more. Therefore they very soon forget all they ever learnt.

৯। কমবেশি ১৫০টি শব্দে ১টি প্রশ্নের উত্তর লেখ :     ৫

     ৯.১ তোমাদের এলাকায় একটি রক্তদান শিবির হয়েছে, সে বিষয়ে একটি প্রতিবেদন রচনা কর ।      ৫

     ৯.২ মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার করা উচিত নয়  -এ বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা কর ।     ৫  

১০। কমবেশি ৪০০টি শব্দে যে কোনো ১টি বিষয়ে একটি প্রবন্ধ রচনা কর ।     ১০

    ১০.১ দৈনন্দিন জীবনে বিজ্ঞান ।

    ১০.২ পরিবেশ দূষণ ও তার প্রতিকার ।

    ১০.৩ বাংলার উৎসব ।   

     ১০.৪ মহামারী করোনা ।

                                                           :#####################:

Comments

Related Items

Madhyamik Exam (WBBSE) -2013 Physical Science Suggestion

                      Madhyamik Exam (WBBSE) -2013 Physical Science Suggestion