বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - অভিষেক

Submitted by avimanyu pramanik on Wed, 06/24/2020 - 07:58

১. ইন্দ্রজিতের স্ত্রীর নাম—            [মাধ্যমিক-২০১৭]

    (ক) ইন্দিরা      (খ) সরমা     (গ) নিকষা      (ঘ) প্রমীলা

২. ইন্দ্রজিতের কাছে ছদ্মবেশে কে এসেছিলেন ? 

    (ক) জনক সুতা     (খ) পাঞ্চাল সুতা     (গ) দানব সুতা     (ঘ) অম্বুরাশি-সুতা

৩. 'ছদ্মবেশী অম্বুরাশি-সুতা উত্তরিলা;'— 'অম্বুরাশি-সুতা' কথার অর্থ কী ? 

      (ক) সমুদ্রকন্যা     (খ) অগ্নিকন্যা      (গ) পবনকন্যা      (ঘ) রাক্ষসকন্যা ।

৪. 'হাসিবে মেঘবাহন;'— মেঘবাহন কাকে বলা হয়েছে ?

    (ক) ইন্দ্রজিৎকে     (খ) ইন্দ্রকে     (গ) বরুণকে      (ঘ) অগ্নিকে ।

৫. 'অভিষেক' কবিতাটি 'মেঘনাদবধ কাব্য' -র কোন সর্গ থেকে নেওয়া হয়েছে ?

     (ক) প্রথম সর্গ      (খ) দ্বিতীয় সর্গ         (গ) চতুর্থ সর্গ       (ঘ) ষষ্ঠ সর্গ ।

৬. "সমূলে নির্মূল করিব, পামরে আজি !"— 'পামরে' শব্দটির অর্থ কী ?

     (ক) পাপীকে      (খ) রক্ষাকর্তাকে      (গ) রাক্ষসকে      (ঘ) কোনোটিই নয় ।

৭. 'বিদায় এবে দেহ, _____  । শূন্যস্থান পূরণ করো  ।

      (ক) বিধুমুখী       (খ) কল্যাণী       (গ) গণনিধি        (ঘ) ভগবতী ।

৮. 'হৈমবতীসুত যথা নাশিতে তারকে' — 'হৈমবতীসুত' কাকে বলা হয়েছে ?   

     (ক) অর্জুন      (খ) লক্ষণ       (গ) কার্তিকেয়        (ঘ) মেঘনাদ ।

৯. 'অভিষেক করিলা কুমারে ।' কবিতাটিতে কার অভিষেক হয়েছে ?   

     (ক) বীরবাহুর       (খ) কুম্ভকর্ণের        (গ) মেঘনাদের        (ঘ) বিভীষণের ।

১০. 'কে বধিল কবে প্রিয়ানুজে ?' — প্রিয়ানুজ কে ছিলেন ?

      (ক) ইন্দ্রজিৎ        (খ) রামচন্দ্র        (গ) লক্ষ্মণ       (ঘ) বীরবাহু

১১. 'উড়িছে কৌশিক-ধ্বজ'—'কৌশিক-ধ্বজ' কথাটির অর্থ হল—

      (ক) সাদা রঙের পতাকা        (খ) চক্র চিহ্নিত পতাকা       (গ) রেশমি কাপড়ের পতাকা       (ঘ) কুশ নামাঙ্কিত পতাকা ।

১২. কুম্ভকর্ণ কোথায় ভূপতিত হয়েছিল —

       (ক) সাগরতীরে       (খ) সিন্ধু-তীরে        (গ) অশোক বনে        (ঘ) পাহাড় তলে ।

১৩. 'দশাননাত্মজ আমি'— 'দশাননাত্মজ' কে ?

      (ক) রাম       (খ) বিভীষণ       (গ) ইন্দ্রজিৎ        (ঘ) লক্ষ্মণ ।

১৪. 'উত্তরিলা বীরদর্পে অসুরারি রিপু'  — 'অসুরারি রিপু' হলেন — 

      (ক) ইন্দ্রজিৎ       (খ) বীরবাহু       (গ) গাছপালা       (ঘ) রাবণ ।

১৫. "শিঞ্জিনী আকর্ষি রোষে," — 'শিঞ্জিনী' শব্দের অর্থ হল —

       (ক) অসি       (খ) মাথার চুল      (গ) ধনুকের ছিলা       (ঘ) হাতের লাঠি ।

১৬. "কাঁপিলা লঙ্কা, কাঁপিলা জলধি ।"  — কারণ  —

       (ক) রাবণ রাজা বীরমদে সাজছেন

       (খ) ইন্দ্রজিৎ রুষ্ট হয়েছেন

       (গ) মেঘনাথ ধনুতে টঙ্কার তুলেছেন

       (ঘ) ঘোরতর রণে বীরবাহু নিহত

১৭. 'বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে ?'  — কে দৃঢ় বাঁধে ইন্দ্রজিৎকে বেঁধেছেন ?

       (ক) প্রমীলা       (খ) লঙ্কাপুরী      (গ) লঙ্কার বীর রাক্ষসবৃন্দ     (ঘ) পিতৃত্বের বন্ধন ।

১৮. 'রাক্ষস-কুল-শেখর তুমি, বৎস; তুমি রাক্ষস-কুল- ভরসা ।'  — এখানে যার কথা বলা হয়েছে তিনি হলেন —

      (ক) রাবণ       (খ) মেঘনাদ        (গ) বীরবাহু        (ঘ) কুম্ভকর্ণ ।

১৯. মেঘনাদের রথ যে বেগে যাচ্ছিল, তা হল — 

      (ক) অশ্বের বেগে      (খ) হরিণের বেগে       (গ) সিংহের বেগে       (ঘ) চিতার বেগে ।

২০. 'মেঘনাদবধ কাব্য' -র সর্গ সংখ্যা কয়টি ?  

      (ক) চারটি        (খ) পাঁচটি       (গ) আটটি        (ঘ) নয়টি

২১. 'সমরে নাশি তোমার কল্যাণে / রাঘবে' । — 'তোমার' বলতে বোঝানো হয়েছে — 

      (ক) রাবণকে        (খ) প্রমীলাকে       (গ) ইন্দ্রজিৎকে       (ঘ) ইন্দিরাকে ।

২২. বীরেন্দ্র ইন্দ্রজিৎ টংকার দিলেন —  

      (ক) ধনুকে       (খ) করতালে       (গ) ঢোলে        (ঘ) ঝুনঝুনিতে ।

২৩. 'আগে পূজ ইষ্টদেবে'  — উক্তিটির বক্তা হলেন — 

       (ক) রাবণ      (খ) মেঘনাথ       (গ) রামচন্দ্র      (ঘ) লক্ষ্মণ ।

২৪. 'মরিয়া নাকি বাঁচিয়াছে পুনঃ' — কে মরিয়া বাঁচিয়াছে ?

       (ক) লক্ষ্মণ        (খ) বীরবাহু        (গ) রাঘব       (ঘ) মহীরাবণ ।

২৫. 'কি কহিলা, ভগবতি ? কে বধিল কবে প্রিয়ানুজে ?'  — ভগবতি কাকে বলা হয়েছে ?

      (ক) প্রমীলা       (খ) ধাত্রী প্রভাষা      (গ) সরস্বতী        (ঘ) নিকষা ।

২৬. মেঘনাদ শত্রুপক্ষকে কোন অস্ত্রে ঘায়েল করার জন্য শপথ নেন ? 

       (ক) গদা      (খ) বায়ু-অস্ত্র       (গ) তলোয়ার       (ঘ) চক্র ।

২৭. মেঘনাদের রথের বর্ণ কী ছিল ? 

      (ক) লাল বর্ণের        (খ) কালো বর্ণের        (গ) মেঘবর্ণের       (ঘ) শুভ্র বর্ণের ।

২৮. ইন্দ্রজিৎ কতবার রাঘবকে হারান ? 

       (ক) তিন      (খ) চার       (গ) দুই       (ঘ) এক ।

২৯. 'নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ কর, বীরমণি !' — বীরমণি' হলেন — 

       (ক) রাবণ       (খ) ইন্দ্রজিৎ       (গ) কুম্ভকর্ণ       (ঘ) বীরবাহু ।

৩০. 'উঠিল পবন-পথে ঘোরতর রবে'  — কে উঠিল ?

      (ক) পক্ষীন্দ্র       (খ) রথবর         (গ) বীরেন্দ্র       (ঘ) কর্বুরনাদ ।

৩১. 'ছিঁড়িলা _____ রোষে মহাবলী মেঘনাদ;'  — শূন্যস্থানের নির্দিষ্ট শব্দটি হল — 

       (ক) কনক বলয়       (খ) কুসুমদাম       (গ) স্বর্ণহার      (ঘ) রৌপ্যবলয় ।

৩২. 'উত্তরিলা বীরদর্পে অসুরারি রিপু'  — 'অসুরারি রিপু' হল  —

       (ক) ইন্দ্র        (খ) বীরবাহু       (গ) ইন্দ্রজিৎ       (ঘ) রাবণ ।

৩৩. 'তব শরে মরিয়া বাঁচিল ।'  — কার কথা বলা হয়েছে ?

       (ক) বিভীষণের       (খ) রাবণের       (গ) দেবরাজ ইন্দ্রের        (ঘ) রামচন্দ্রের

৩৪. 'রত্নাকর রত্নোত্তমা' কে ? 

      (ক) সরমা        (খ) সীতা        (গ) প্রমীলা         (ঘ) লক্ষ্মী

৩৫. 'অভিষেক' কবিতায় 'রথীন্দ্রর্ষভ'  হলেন  — 

       (ক) শ্রেষ্ঠবীর        (খ) শ্রেষ্ঠরথী        (গ) শ্রেষ্ঠজীব         (ঘ) রথাসীন । 

***

Comments

Related Items

Madhyamik Examination (WBBSE) - 2022 Bengali (First Language)

২০২২

বাংলা - প্রথম ভাষা

সময় — ৩ ঘন্টা 15 মিনিট

বৃক্ষরোপণ-উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর ।

প্রশ্ন : বৃক্ষরোপণ-উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর

 উত্তর:- 

নারী-স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা কর ।

নারী-স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা কর 

উত্তর:-

বঙ্গানুবাদ (Translate into Bengali)

ইংরেজি ভাষা থেকে বাংলা ভাষাতে অনুবাদ করাকে বঙ্গানুবাদ বলে । মাধ্যমিক পরীক্ষায় আগত বিভিন্ন বঙ্গানুবাদ নিচে তুলে ধরা হলো --

"পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য ।" — লেখকের এমন মন্তব্যের কারণ কী ?

প্রশ্ন:- "পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য ।" — লেখকের এমন মন্তব্যের কারণ কী ?