"আমরা কালিও তৈরি করতাম নিজেরাই।"— প্রবন্ধ অনুসরণে কালি তৈরি পর্বের বর্ণনাটি নিজের ভাষায় লেখ ।

Submitted by avimanyu pramanik on Fri, 08/27/2021 - 12:31

প্রশ্ন:- "আমরা কালিও তৈরি করতাম নিজেরাই।"— প্রবন্ধ অনুসরণে কালি তৈরি পর্বের বর্ণনাটি নিজের ভাষায় লেখ ।

উত্তর:- 'হারিয়ে যাওয়া কালি কলম' প্রবন্ধে লেখক শ্রীপান্থ তাঁর ফেলে আসা শৈশবের কথা স্মৃতিচারণ করেছেন । লেখার জন্য কালি তাঁদের নিজেদের তৈরি করতে হত । কালি তৈরি করার পদ্ধতিটি বেশ জাঁকজমকপূর্ণ ছিল । কাঠের উনুনে রান্না করার সময়ে লোহার কড়াই এর তলায় যে কালি পড়ত, তা লাউপাতা দিয়ে ঘষে তুলে একটি পাথরের বাটিতে রাখা জলে গুলে নিতে হত । অনেকে আবার সেই জলে হরীতকী ঘসত । আবার কখনো আতপচাল ভেজে পুড়িয়ে তা ভালো করে গুড়ো করে কালির জলে মেশানো হত । তারপর খুন্তির গোড়া পুড়িয়ে লাল করে তাতে ছ্যাঁকা দিতে হত । এরপর পাতলা কাপড়ে ছেঁকে তৈরি হত কালি । লেখক শ্রীপান্থ কালি তৈরির এই অপরূপ পদ্ধতির বর্ণনা এই প্রবন্ধে তুলে ধরেছেন ।

Comments

Related Items

Madhyamik Examination (WBBSE) - 2022 Bengali (First Language)

২০২২

বাংলা - প্রথম ভাষা

সময় — ৩ ঘন্টা 15 মিনিট

বৃক্ষরোপণ-উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর ।

প্রশ্ন : বৃক্ষরোপণ-উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর

 উত্তর:- 

নারী-স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা কর ।

নারী-স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা কর 

উত্তর:-

বঙ্গানুবাদ (Translate into Bengali)

ইংরেজি ভাষা থেকে বাংলা ভাষাতে অনুবাদ করাকে বঙ্গানুবাদ বলে । মাধ্যমিক পরীক্ষায় আগত বিভিন্ন বঙ্গানুবাদ নিচে তুলে ধরা হলো --

"পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য ।" — লেখকের এমন মন্তব্যের কারণ কী ?

প্রশ্ন:- "পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য ।" — লেখকের এমন মন্তব্যের কারণ কী ?