সংবহন সম্পর্কিত কয়েকটি পার্থক্য

Submitted by arpita pramanik on Thu, 05/02/2013 - 12:31

সংবহন সম্পর্কিত কয়েকটি পার্থক্য

১৷ অলিন্দ ও নিলয় ( Atrium and Ventricle )

বৈশিষ্ট্য

অলিন্দ

নিলয়

১৷ অবস্থান

হৃৎপিণ্ডের উপরের প্রকোষ্ঠ।

হৃৎপিণ্ডের নীচের প্রকোষ্ঠ।

 

 

 

২৷ গঠন

(a) অলিন্দের প্রবেশ পথে কোনো কপাটিকা থাকে না।

(b) অলিন্দের সাথে মহাশিরা ও ফুসফুসীয় শিরা যুক্ত থাকে।

(c) অলিন্দের প্রাচীর পাতলা।

(a) নিলয়ের প্রবেশ পথে কপাটিকা থাকে।

(b) নিলয়ের সাথে মহা ধমনী ও ফুসফুসীয় ধমনী যুক্ত থাকে।

(c) নিলয়ের প্রাচীর পুরু।

৩৷ কাজ

সারা দেহ থেকে আগত রক্তকে গ্রহণ করে।

সারা দেহে রক্ত প্রেরন করে।

 

 

২৷ মুক্ত সংবহন ও বদ্ধ সংবহন ( Open Circulation and Close Circulation )

মুক্ত সংবহন

বদ্ধ সংবহন

১৷ এই রকম সংবহনে রক্ত দেহ গহ্বরে উন্মুক্ত হয়।

১৷ এই রকম সংবহনে রক্ত কখন দেহ গহ্বরে উন্মুক্ত হয় না, সব সময় রক্তবাহে আবদ্ধ থাকে।

২৷ এই রকম সংবহন কেবল অমেরুদণ্ডী প্রাণীদের দেখা যায়।

২৷ এই রকম সংবহন কয়েক ধরনের অমেরুদণ্ডী প্রাণীদেহে দেখা যায়।

৩৷ এই রকম সংবহনে রক্ত কলা কোষের প্রত্যক্ষ সংস্পর্শে আসে।

৩৷ এই রকম সংবহনে রক্ত প্রত্যক্ষ কলা কোষের সংস্পর্শে আসে না।

৪৷ এই রকম সংবহন তন্ত্রে জালক থাকে না। কিন্তু হিমসিল বা সাইনাস থাকে।

৪৷ এই রকম সংবহন তন্ত্রে জালক থাকে। কিন্তু হিমসিল বা সাইনাস থাকে না।

৫৷ হৃৎপিণ্ড অনুন্নত ও সরল প্রকৃতির ।

৫৷ হৃৎপিণ্ড উন্নত ও জটিল প্রকৃতির।

 

 

 

৩৷ হিমোগ্লোবিন ও হিমোসায়ানিন (Himoglobin and Himosayanin)

বৈশিষ্ট্য

হিমোগ্লোবিন

হিমোসায়ানিন

১৷ প্রকৃতি

১৷ এটি লোহিত রঞ্জক পদার্থ।

১৷ এটি তাম্র ঘটিত রঞ্জক পদার্থ।

২৷ অবস্থান

২৷ এটি অমেরুদণ্ডী প্রাণীদের রক্তরসে ও মেরুদণ্ডী প্রাণীদের রক্ত কণিকায় অবস্থিত।

২৷ এটি কবচী শ্রেণীর অমেরুদণ্ডী প্রাণীদের রক্তরসে থাকে।

৩৷ বর্ণ

৩৷ হিমোগ্লোবিনের উপস্থিতিতে রক্ত লাল রঙ ধারন করে।

৩৷ হিমোসায়ানিনের প্রভাবে রক্ত নীলাভ বর্ণ ধারন করে।

 

৪৷ কেঁচোর রক্ত ও মানুষের রক্ত (Blood of Earthwarm and Blood of Human)

বৈশিষ্ট্য

কেঁচোর রক্ত

মানুষের রক্ত

১৷ প্রকৃতি

১৷ কেঁচোর রক্ত শীতল।

১৷ মানুষের রক্ত উষ্ণ।

২৷ হিমোগ্লোবিনের অবস্থান

২৷ কেঁচোর রক্তে হিমোগ্লোবিন, রক্তরসে থাকে।

২৷ মানুষের রক্তে হিমোগ্লোবিন, লোহিত কণিকায় থাকে।

৩৷ লোহিত কণিকা

৩৷ কেঁচোর রক্তে লোহিত কণিকা থাকে না।

৩৷ মানুষের রক্তে লোহিত কণিকা থাকে।

 

৫৷ লোহিত রক্ত কণিকা ও শ্বেত রক্ত কণিকা (Red Blood cell and White Blood cell)

বৈশিষ্ট্য

লোহিত রক্ত কণিকা

শ্বেত রক্ত কণিকা

১৷ আকার

১৷ এদের নির্দিষ্ট আকার আছে।

১৷ এরা অনিয়তকার।

২৷ নিউক্লিয়াস

২৷ পরিণত লোহিত কণিকা নিউক্লিয়াস বিহীন।

২৷ এরা নিউক্লিয়াস যুক্ত।

৩৷ হিমোগ্লোবিন

৩৷ এদের মধ্যে হিমোগ্লোবিন থাকে।

৩৷ এদের মধ্যে হিমোগ্লোবিন থাকে না।

৪৷ কাজ

৪৷ এদের প্রধান কাজ শ্বাস বায়ু পরিবহণ করা।

৪৷ এদের প্রধান কাজ জীবাণু ধ্বংস করা।

৫৷ আয়ু

৫৷ এদের আয়ু বেশি।

৫৷ এদের আয়ু কম।

৬৷ প্রকার

৬৷ লোহিত কণিকা এক রকমের।

৬৷ শ্বেত কণিকা বিভিন্ন রকমের।

 

৬৷ প্লাজমা ও সিরাম (Plasma and Serum)

প্লাজমা

সিরাম

১৷ রক্তের স্বচ্ছ, তরল ও হরিদ্রাভ ধাত্র।

১৷ তঞ্চিত রক্ত নিসৃত স্বচ্ছ তরল পদার্থ।

২৷ প্লাজমায় রক্ত কণিকা থাকে।

২৷ সিরামে রক্ত কণিকা থাকে না।

৩৷ প্লাজমায় ফাইবিনোজেন থাকে।

৩৷ সিরামে ফাইবিনোজেন থাকে না।

 

৭৷ সার্বিক দাতা ও সার্বিক গ্রহীতা

সার্বিক দাতা

সার্বিক গ্রহীতা

১৷ সব বিভাগেই রক্ত দান করতে পারে।

১৷ সব বিভাগের কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারে।

২৷ ‘O’ বিভাগের রক্ত হল সার্বিক দাতা।

২৷ ‘AB’ বিভাগের রক্ত হল সার্বিক গ্রহীতা।

৩৷ এর মধ্যে অ্যাগ্লুটিনোজেন থাকে না।

৩৷ এর মধ্যে ‘A’ এবং ‘B’ উভয় ধরনের অ্যাগ্লুটিনোজেন থাকে।

৪৷ সার্বিক দাতার মধ্যে  ও  এই দুরকম অ্যাগ্লুটিনিন থাকে।

৪৷ সার্বিক গ্রহীতার মধ্যে কোনো রকম অ্যাগ্লুটিনিন থাকে না।

 

৮৷ ধমনী ও শিরা

ধমনী

শিরা

১৷ ধমনীর উৎসস্থল হৃৎপিণ্ড এবং মিলনস্থল জালক।

১৷ শিরার উৎসস্থল জালক এবং মিলনস্থল হৃৎপিণ্ড।

২৷ ধমনীর প্রাচীর পুরু ও গহ্বর ছোট।

২৷ শিরার প্রাচীর পাতলা ও গহ্বর বড়।

৩৷ ধমনীর মধ্যে কপাটিকা থাকে না।

৩৷ শিরার মধ্যে কপাটিকা থাকে।

৪৷ ধমনীর মাধ্যমে রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয়।

৪৷ শিরার মাধ্যমে রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিণ্ডে পরিবাহিত হয়।

৫৷ ধমনীর মাধ্যমে বিশুদ্ধ রক্ত বা অক্সিজিনেটেড ব্লাড পরিবাহিত হয় ( ব্যতিক্রম – ফুসফুসীয় ধমনী, যেখানে  যুক্ত রক্ত পরিবাহিত হয় ) ।

৫৷ শিরার মাধ্যমে দূষিত রক্ত বা ডি অক্সিজিনেটেড ব্লাড পরিবাহিত হয়, ( ব্যতিক্রম ফুসফুসীয় শিরা, যেখানে  যুক্ত রক্ত পরিবাহিত হয় ) ।

৬৷ ধমনীর মধ্যে দিয়ে রক্ত বেগে প্রবাহিত হয়।

৬৷ শিরার মধ্যে দিয়ে রক্ত ধীরে প্রবাহিত হয়।

৭৷ ধমনীর স্পন্দন আছে।

৭৷ শিরার স্পন্দন নেই।

৮৷ ধমনী কেটে গেলে ফিনকি দিয়ে রক্ত বেরোয়।

৮৷ শিরা কেটে গেলে গল গল করে রক্ত বেরোয়।

 

৯৷ ফুসফুসীয় ধমনী ও ফুসফুসীয় শিরা

ফুসফুসীয় ধমনী

ফুসফুসীয় শিরা

১৷ হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে ফুসফুসে বিস্তৃত।

১৷ ফুসফুস থেকে উৎপন্ন হয়ে হৃৎপিণ্ডে বিস্তৃত।

২৷ এর মাধ্যমে হৃৎপিণ্ড থেকে রক্ত ফুসফুসে যায়।

২৷ এর মাধ্যমে ফুসফুস থেকে রক্ত হৃৎপিণ্ডে যায়।

৩৷ এর মাধ্যমে  যুক্ত রক্ত প্রবাহিত হয়।

৩৷ এর মাধ্যমে  যুক্ত রক্ত প্রবাহিত হয়।

৪৷ এর প্রাচীর পুরু ও গহ্বর ছোট।

৪৷ এর প্রাচীর পাতলা ও গহ্বর বড়।

 

১০৷ রক্ত ও লসিকা (Blood and Lympha)

রক্ত

লসিকা

১৷ রক্ত লাল রঙের হয়।

১৷ লসিকা বর্ণহীন বা হালকা হলুদ।

২৷ রক্ত রক্তবাহের মাধ্যমে সঞ্চালিত হয়।

২৷ লসিকা লসিকাবাহের মাধ্যমে সঞ্চালিত হয়।

৩৷ রক্তের মধ্যে লোহিত কণিকা ও অণুচক্রিকা থাকে।

৩৷ লসিকার মধ্যে লোহিত কণিকা ও অণুচক্রিকা থাকে না।

৪৷ রক্তে শ্বেত কণিকা থাকে পাঁচ রকমের।

৪৷ লসিকায় শ্বেত কণিকা এক রকমের।

৫৷ রক্তে ফ্রাইবিনোজেনের পরিমাণ লসিকার তুলনায় অনেক বেশি।

৫৷ লসিকায় ফ্রাইবিনোজেনের পরিমাণ রক্তের তুলনায় অনেক কম।

৬৷ রক্তের সঙ্গে কলা কোষের সরাসরি যোগাযোগ থাকে না।

৬৷ লসিকার সঙ্গে কলা কোষের সরাসরি যোগাযোগ থাকে।

৭৷ রক্ত প্রোটিনের পরিমাণ লসিকার তুলনায় অনেক বেশি।

৭৷ লসিকার প্রোটিনের পরিমাণ রক্তের তুলনায় অনেক কম।

*****

Related Items

সালোকসংশ্লেষ (Photosynthesis)

যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় ক্লোরোফিলযুক্ত কোষে আলোর উপস্থিতিতে পরিবেশ থেকে শোষিত জল ও গৃহিত কার্বন ডাই-অক্সাইডের আলোক রাসায়নিক ও জৈব রাসায়নিক বিক্রিয়ার ফলে সরল শর্করা (গ্লুকোজ) সংশ্লেষিত হয় ও উৎপন্ন খাদ্যে সৌরশক্তি স্থিতিশক্তি রূপে আবদ্ধ হয় এবং উপজাত বস্তু ..

মানুষের গমন পদ্ধতি

গমন অঙ্গের নাম, গমন পদ্ধতির নাম, মানুষের গমনে সহায়ক অস্থি সমূহ , মেরুদণ্ড, শ্রোণীচক্র, পায়ের অস্থি , ফ্লেক্সর পেশী, এক্সটেনসর পেশী, অ্যাডাকটর পেশী , মানুষের গমনে সহায়ক অস্থি সন্ধি সমূহ , মানুষের গমনে সহায়ক পেশী , দ্বিপদ গমন ক্রিয়া । ...

প্রাণীদের গমন

প্রাণীদের গমন , প্রাণীদের গমন অঙ্গ সম্পর্কে সাধারণ ধারণা - গমনের সময় প্রাণীরা কোনো না কোনো অঙ্গ বা অঙ্গাণু ব্যবহার করে। গমনে সাহায্যকারী অঙ্গকে গমন অঙ্গ বলে। মানুষের হাত ও পা , তিমির প্যাডেল , ব্যাঙের পা , পাখির ডানা , হাঁসের লিপ্ত পদ , শামুকের মাংসল পদ ...

মাছের গমন (Locomotion of Fish)

গমন অঙ্গের নাম, গমন পদ্ধতির নাম, গমন পদ্ধতি - মাছের সাতটি পাখনা আছে। একটি পৃষ্ঠপাখনা, একটি পায়ুপাখনা, একটি পুচ্ছপাখনা এবং একজোড়া করে বক্ষ ও শ্রোণী পাখনা। বক্ষপাখনার সাহায্যে মাছ জলের গভীরে যেতে পারে এবং শ্রোণীপাখনার সাহায্যে ...

মানব দেহে খনিজ লবনের প্রয়োজনীয়তা

খনিজ লবনের প্রয়োজনীয়তা জীব দেহের স্বাভাবিক পুষ্টির জন্য খনিজ লবনের প্রয়োজনীয়তা আছে। জীব দেহের স্বাভাবিক বৃদ্ধির জন্য খনিজ লবনের প্রয়োজন। রোগ প্রতিরোধের ক্ষমতা অর্জনের জন্য খনিজ লবনের গ্রহনের প্রয়োজন আছ, সাতটি খনিজ লবনের নাম ও তাদের উৎস ।