HIGHER SECONDARY EXAM, 2008
PHILOSOPHY (Bengali Version)
Time:3 Hours 15 Minutes -Full Marks-100
১. প্রশ্নগুলির উত্তর দাওঃ- ১x১০=১০
শূন্যস্থান পূরণ করঃ
ক) বৈধ অবরোহ যুক্তির হেতুবাক্য সত্য হলে সিদ্ধান্ত..............হতে পারে না ।
অথবা, অবরোহ যুক্তির হেতুবাক্যের.............সত্যতা বিচার করা হয় না ।
খ) সামান্য সদর্থক বচনে............পদ ব্যাপ্য হয় ।
গ) অপ্রাসঙ্গিক সাদৃশ্যের ভিত্তিতে উপমা যুক্তির সিদ্ধান্ত গৃহীত হলে,সেটি হবে............উপমা যুক্তি ।
সত্য অথবা মিথ্যা বলঃ
ঘ) বিপরীত বিরোধিতার ক্ষেত্রে একই উদ্দেশ্য ও একই বিধেয় পদযুক্ত দুটি বচন একই সঙ্গে সত্য হতে পারে না ।
অথবা, অসম বিরোধিতার ক্ষেত্রে সামান্য বচনটি সত্য হলে বিশেষ বচনটি সংশয়াত্মক হয় ।
ঙ) বৈধ্য অবরোহ যুক্তির সিদ্ধান্ত হেতুবাক্যের তুলনায় ব্যাপকতর হয় ।
সঠিক উত্তরটি বেছে নাওঃ
চ) নিরপেক্ষ ন্যায়ের প্রথম সংস্থানে বৈধ মূর্তির সংখ্যা-চার/পাঁচ/ছয়/সাত ।
অথবা, যদি বৈধ নিরপেক্ষ ন্যায়ের হেতুপদ উভয় আশ্রয়বাক্যেই বিধেয় স্থানে থাকে, তবে সেইটি প্রথম/দ্বিতীয়/তৃতীয়/চতুর্থ সংস্থান বলা হয় ।
হ্যাঁ অথবা না বলঃ
ছ) প্রাকল্পিত-নিরপেক্ষ ন্যায়ের অনুগকে স্বীকার করে পূর্বগকে স্বীকার করলে যুক্তিটি বৈধ হয় ।
অথবা শরৎচন্দ্র কবি অথবা তিনি ঔপন্যাসিক-এটি একটি বৈকল্পিত বচন ।
জ) শুধুমাত্র অবাধ অভিজ্ঞতার ভিত্তিতে সামান্য সিদ্ধান্ত গ্রহণ করলে অবৈধ সামান্যীকরণ দোষ হয় ।
সম্পূর্ণ প্রশ্নপত্রটি Download করতে হলে ক্লিক করুন: