প্রেমেন্দ্র মিত্র

Submitted by tushar pramanick on Sun, 09/14/2014 - 11:56

প্রেমেন্দ্র মিত্র

জন্ম: 1904  - মৃত্যু: 3 মে, 1988

প্রেমেন্দ্র মিত্র একজন বহুমুখী প্রতিভার অধিকারী বাঙালি কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক এবং চিত্রপরিচালক। তাঁর সৃষ্ট সবচেয়ে জনপ্রিয় চরিত্র ঘনাদা। প্রেমেন্দ্র মিত্র প্রথম বাঙালি সাহিত্যিক যিনি নিয়মিত কল্পবিজ্ঞান বা বিজ্ঞান-ভিত্তিক গল্প-উপন্যাস রচনায় মনোনিবেশ করেন।

 

    ছোটোগল্প:

"কালাপানির অতলে",

"দুঃস্বপ্নের দ্বীপ",

"যুদ্ধ কেন থামল",

"মানুষের প্রতিদ্বন্দ্বী",

"হিমালয়ের চূড়ায়",

"আকাশের আতঙ্ক",

"অবিশ্বাস্য",

"লাইট হাউসে",

"পৃথিবীর শত্রু",

"মহাকাশের অতিথি",

"শমনের রং সাদা"।

বড়ো গল্প ও উপন্যাস:

পিঁপড়ে পুরাণ,

পাতালে পাঁচ বছর,

ময়দানবের দ্বীপ,

শুক্রে যারা গিয়েছিল,

মনুদ্বাদশ,

সূর্য যেখানে নীল।

 

 

 

Comments

Related Items

রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।