সন্ধি ও সমাসের পার্থক্য :-
(ক) সন্ধি হল বর্ণের সঙ্গে বর্ণের মিলন আর পরস্পর সম্বন্ধযুক্ত দুই বা তার বেশি পদের একপদে পরিণত হওয়াই হল সমাস । যেমন দেব + আলয় = দেবালয় → সন্ধি, দেবের আলয় = দেবালয় → সমাস ।
(খ) সন্ধিতে উভয় পদের অর্থ বজায় থাকে কিন্তু সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব সমাস ছাড়া অন্য সমাসে সমানভাবে গুরুত্ব নাও পেতে পারে । নব + অন্ন = নবান্ন → সন্ধি । দশ আনন যার = দশানন → সমাস ।
(গ) সন্ধিতে বিভক্তি লোপ পায় না কিন্তু সমাসে বিভক্তি লোপ পায় । সিংহ + আসন = সিংহাসন → সন্ধি । সিংহ চিহ্নিত আসন = সিংহাসন → সমাস ।
*****