Polytechnic Exam - 2011 Chemistry

Submitted by administrator on Fri, 04/11/2014 - 15:53

1. গামা রশ্মি হল উচ্চশক্তি সম্পন্ন-

(a) ইলেকট্রন       (b) প্রোটন       (c) তড়িৎচুম্বকীয় তরঙ্গ       (d) নিউট্রন

 

2.  নীচের কোন কণাটিকে তড়িৎক্ষেত্রের সাহায্যে ত্বরান্বিত করা যায় না ?

(a) প্রোটন      (b) নিউট্রন       (c) ইলেকট্রন       (d) He-নিউক্লিয়াস

 

3.  যে অ্যালকোহলে একাধিক হাইড্রক্সিল গ্রুপ থাকে তা হল-

(a) প্রোপানল       (b) পেন্টানল         (c) ফেনল         (d) গ্লিসারল

 

4.  সেলুলোজ (Cellulose) এবং প্রোটিন (Protein) উভয়ই যে শ্রেণির অন্তর্গত তা হল -

(a) আইসোমার              (b) প্রাকৃতিক পলিমার (Natural polymers)

(c) সিন্থেটিক পলিমার     (d) পরিবাহী পলিমার (conducting polymers)

 

5.  আদর্শ তাপমাত্রায় মিথেন গ্যাসের কোন নমুনাটিতে সবচেয়ে কম সংখ্যক অণু আছে ?

(a) 1 atm চাপে, 22.4 lit আয়তনে 

(b) 2 atm চাপে, 22.4 lit আয়তনে 

(c) 1 atm চাপে, 11.2 lit আয়তনে

(d) 2 atm চাপে, 11.2 lit আয়তনে

 

6.  তরলের বাষ্পচাপ বায়ুমন্ডলের চাপের সমান হলে তারলটি -

(a) জমে যাবে       (b) ফুটতে থাকবে         (c) ঘনীভূত হবে         (d) গলে যাবে

 

7.  কোনটি শক্তির রূপ নয় ?

(a) আলো        (b) তড়িৎ       (c) তাপমাত্রা       (d) উষ্ণতা

 

8.  কুয়াশা একটি কলয়েড যা তৈরি হয় বিস্তারের মাধ্যমে -

(a) একটি গ্যাস অন্য একটি গ্যাসের মধ্যে

(b) একটি তরল একটি গ্যাসের মধ্যে

(c) একটি গ্যাস একটি তরলের মধ্যে

(d) একটি কঠিনের একটি গ্যাসের মধ্যে

 

9.  জলের পরিশোধনের কাজে O3 অপেক্ষা Cl2 গ্যাস কার্যকরী, কারণ-

(a) Cl2 সহজলভ্য        (b) O3 অস্থায়ী        (c) Cl2 পরিশোধনের জন্য অতিরিক্ত প্রযুক্তির প্রয়োজন হয় না        (d) Cl2 জলে বিশেষ স্বাদ ও গন্ধ যোগ করে

 

10.  নীচের কোনটি বিশ্ব উষ্ণায়নের সঙ্গে সরাসরি যুক্ত নয়  ?

(a) CO2       (b) CO        (c) N2O       (d) O3

 

11.  KBrO3 + KBr + HCl → KCl + Br2 + H2O

এই বিক্রিয়াটি একটি-

(a) জারণ বিক্রিয়া        (b) বিজারণ বিক্রিয়া         (c) ডিসপ্রোপোরসানেশন বিক্রিয়া        (d) কমপ্রোপোরসানেশন বিক্রিয়া

 

12.  1.5 মোল Al3+ বিজারিত হয়ে Al তৈরি করতে কত মোল ইলেকট্রন লাগবে ?

(a) 1        (b) 1.5        (c) 3.0         (d) 4.5

 

13.  কোন অণুটির বিজারণ সবচেয়ে কঠিন ?

(a) F2        (b) Cl2       (c) Br2        (d) I2

 

14.  কোন অক্সাইডটি কার্বন (coke) -এর সঙ্গে বিক্রিয়ায় ধাতব মৌল তৈরি করে ?

(a) MgO        (b) ZnO        (c) Na2O        (d) Li2O

 

15.  যে যৌগটি লুইস অ্যাসিড নয় তা হল -

(a) BF3       (b) BeCl2        (c) AlCl3        (d) SnCl4

 

16.  LPG সিলিন্ডার থেকে কটু গন্ধ বের হয় কারণ তাতে থাকে-

(a) মিথেন       (b) ইথেন         (c) মিথেনথাইঅল         (d) ইথেনথাইঅল

 

17.  l(N) Al(OH)3 এর সমতুল HCl এর নর্মালিটি হল-

(a) 0.5        (b) 1.0        (c) 2.0        (d) 3.0

 

18.  নীচের কোন গ্যাসটি অ্যাসিড বৃষ্টির জন্য সরাসরি দায়ী নয় ?

(a) O3        (b) CO2        (c) NO2        (d) SO3

 

19.  মোর সল্টের উপস্থিত ক্যাটায়নটি হল -

(a) Mn2+       (b) Fe2+       (c) Cr3+        (d) Sn4+

 

20.  ওজোন স্তরের ছিদ্রের কারণ -

(a) মহাকাশ অনুসন্ধান        (b) CFC       (c) মিথেন        (d) CO2

 

21.  নীচের কোনটির অস্তিত্ব নেই ?

(a) O3       (b) P4        (c) He2        (d) D2

 

22.  নীচের কোনটিতে বিচ্ছিন্ন অণুর অস্তিত্ব নেই ?

(a) সাধারণ লবণ        (b) মিথাইল ক্লোরাইড         (c) কার্বন ডাই অক্সাইড        (d) ইথিলিন

 

23.  নাইট্রিক অ্যাসিডের বলয় পরীক্ষায় নীচের কোনটি FeSO4 -এর সঙ্গে বিক্রিয়া করে বাদামী বলয় উত্পন্ন করে ?

(a) NO2       (b) N2O       (c) NH3        (d) NO

 

24.  1 L 40% NaOH দ্রবণে কত মোল NaOH আছে ? (Na = 23, O = 16, H = 1)

(a) 1 মোল       (b) 10 মোল        (c) 40 মোল        (d) 400 মোল

 

25.  নীচের কোনটি অ্যাসিটিলিনকে সম্পৃক্ত যৌগে পরিবর্তিত করে না ?

(a) Br2       (b) H2/Pt       (c) H2/লিন্ডলার অনুঘটক        (d) H2/র‍্যানি Ni

 

26.  নীচের কোনটিকে উত্তপ্ত করলে N2 উত্পন্ন হয় ?

(a) NH4NO3         (b) Pb(NO3)2        (c) NaNO2         (d) NH4NO2

 

27.  SO2 তে ভর হিসাবে S -এর শতকরা পরিমাণ কত ? (O = 16 , S = 32)

(a) 50%        (b) 33%         (c) 66%         (d) 25%

 

28.  নীচের ধাতুসংকরগুলির মধ্যে কোনটিতে ম্যাগনেশিয়াম আছে ?

(a) পিতল        (b) ব্রোঞ্জ        (c) কলঙ্কহীন ইস্পাত        (d) ডুরালুমিন

 

29.  নীচের জোড়গুলির মধ্যে কোনটির একটি ক্ষারকীয় অক্সাইড এবং অপরটি আম্লিক অক্সাইড ?

(a) ZnO, CO2         (b) Na2 , CO2        (c) SiO2 , SO2         (d) CaO, Al2O3

 

30.  CNG -এর মুখ্য উপাদান কোনটি ?

(a) C3H8        (b) C4H10        (c) C2H6         (d) CH4

 

31.  নীচের কোন গ্যাসটি H2 SO4 (স্পর্শ পদ্ধতি) এবং HNO3 (অসওয়াল্ড পদ্ধতি) উভয়েরই শিল্পোত্পাদনের জন্য ব্যবহৃত হয় ?

(a) SO2        (b) NH3       (c) O2       (d) NO2

 

32.  অ্যানায়ন বিনিময়কারী রেজিনের কোন আয়নের সঙ্গে খর জলের অ্যানায়নের বিনিময় ঘটে ?

(a) HCO-3       (b) Cl-      (c) SO2-4       (d) OH-

 

33.  নীচের কোনটির বিজারণ ধর্ম নেই ?

(a) CO       (b) CO2        (c) NH3         (d) H2S

 

34.  নীচের কোনটির O2- আয়নের ইলেকট্রন বিন্যাস ?

(a) K2L4        (b) K2L6       (c) K2L8       (d) K2L6M2

 

35.  নীচের পদার্থগুলির কোনটি বিদ্যুতের পরিবাহী নয় ?

(a) গ্রাফাইট         (b) লঘু H2SO4       (c) হীরক        (d) NaOH দ্রবণ

 

36.  দীর্ঘ্য পর্যায় সারণীর কোন শ্রেণিতে সব ভৌত অবস্থায় (কঠিন, তরল ও গ্যাসীয়) মৌল বর্তমান ?

(a) শ্রেণি 1       (b) শ্রেণি 7        (c) শ্রেণি 17        (d) শ্রেণি 18

 

37.  ইউরিয়া উত্পন্ন হয় কোন বিক্রিয়ার মাধ্যমে ?

(a) NH3 ও CO      (b) HNO3 ও CO2       (c) NH3 ও CO2        (d) NH3 ও কার্বন

 

38.  নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি প্রাকৃতিক গ্যাসে থাকে না ?

(a) CH4       (b) C2H6        (c) N2       (d) C4H10

 

39.  বরফ, জল এবং বাষ্পের মধ্যে সবচেয়ে বিশৃঙ্খল অবস্থা হল -

(a) বরফ          (b) বাষ্প         (c) জল         (d) সবগুলোই

 

40.  'বাকি বল' কি ?

(a) হীরক         (b) গ্রাফাইট         (c) ফুলারিন        (d) গ্যাস কার্বন

 

41.  গভীর সমুদ্রে ডুবুরীরা কোন গ্যাস মিশ্রণ শ্বাসকার্যের জন্য ব্যবহার করে ?

(a) O2 + He        (b) O2 + CO2        (c) O2 + N2       (d) O2 + Ar

 

42.  নিম্নলিখিত যৌগগুলির মধ্যে কোনটির হিমোগ্লোবিনের প্রতি তীব্র আসক্তি আছে ?

(a) NO       (b) O2       (c) CO        (d) CO2

 

43.  এক মৌল H2SO4 প্রশমিত করে

(a) 4 মোল NH4OH        (b) 1 মোল Ba(OH)2        (c) 3 মোল Al(OH)3       (d) 0.5 মোল of ca(OH)2

 

44.   কোন জৈব অ্যাসিডে একাধিক কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ বর্তমান ?

(a) ফরমিক অ্যাসিড        (b) ল্যাকটিক অ্যাসিড         (c) অক্সালিক অ্যাসিড        (d) অ্যাসিটিক অ্যাসিড

 

45.  কোন গ্যাসের কোন উপাদানটি অ্যালিফেটিক নয় ?

(a) CH4        (b) C2H2       (c) C6H4        (d) C2H4

 

46.  কোন ধাতুটি HNO3 -এর সাথে বিক্রিয়ায় H2 গ্যাস উত্পন্ন করে ?

(a) Fe       (b) Mg        (c) Al        (d) CO

 

47.  ব্রোঞ্জ সংকর ধাতুতে থাকে

(a) Cu, Sn       (b) Cu, Zn       (c) Cu, Fe        (d) Cu, Al

 

48.  কোনটি অ্যালকিন নয় ?

(a) C4H8         (b) C4H6        (c) C3H6        (d) C5H10

 

49.  কাঁচা ফল পাকাতে কোন গ্যাসটি ব্যবহৃত হয় ?

(a) ইথেন        (b) মিথেন         (c) ইথিলিন         (d) অ্যাসিটিলিন

 

50.  NH3 -কে সনাক্ত করতে কোন বিজারক ব্যবহৃত হয় ?

(a) সিলভার নাইট্রেট দ্রবণ         (b) লেড অ্যাসিটেট দ্রবণ        (c) নেসলার বিকারক       (d) বেরিয়াম ক্লোরাইড দ্রবণ

***

 

Comments

Related Items

JEXPO 2012 Mathematics question paper

WB Polytechnic Entrance Exam - 2012 Mathetatics question paper. 1. একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 3 : 4 : 5 । এর বৃহত্তম কোণের বৃত্তীয় মান হবে -, 2. যদি r cosθ = 1, r sinθ = √3 হয় তবে θ -এর মান হবে -, 9. Δ ABC -এর পরিকেন্দ্র O, দেওয়া আছে যে ∠ BAC = 85° এবং ∠ BCA = 55° তবে ∠ OAC -এর মান হবে

JEXPO 2012 Chemistry question paper

WB Polytechnic Entrance Exam - 2012 Chemistry question paper 1. ডাইমিথাইল ইথার ও ইথাইল অ্যালকোহল কোন সমাব্য়তা দেখায় ? (A) শৃঙ্খল সমাব্য়তা (B) অবস্থানগত সমাব্য়তা (C) কার্যকরী গ্রুপ সমাব্য়তা (D) স্টিরিও সমাব্য়তা, 3. নিম্নলিখিত কোন ধাতব অক্সাইডটি আম্লিক অক্সাইডের মত আচরণ করে ? (A) CaO (B) MgO (C) Na2O (D) CrO3

JEXPO 2012 Physics question paper

WB Polytechnic Entrance Exam - 2012 Physics question paper 1. R ওহম রোধের একটি সুষম তারকে সমান দশটি ভাগে ভাগ করে তাদেরকে সমান্তরালে সংযোগ করা হল । তুল্য রোধের মান (a) 0.01R (b) 0.1R (c) 10R (d) R, 2. চাঁদের কোন বিস্ফোরণের শব্দ আমরা শুনতে পাই না কারণ ,(a) চাঁদ অনেক দূরে (b) চাঁদ কেবলমাত্র রাত্রে দেখা যায় (c) চাঁদ ও পৃথিবীর মধ্যে কোন জড় মাধ্যম নেই (d) এগুলির কোনটিই নয়

JEXPO 2011 Mathematics question paper

WB Polytechnic Entrance Exam - 2011 Mathetatics question paper. 1. একটি ত্রিভুজের কোণ তিনটির অনুপাত 3 : 4 : 5 । এর বৃহত্তম কোণের বৃত্তীয় মান হবে -, 2. যদি r cosθ = 1, r sinθ = √3 হয় তবে θ -এর মান হবে -, 8. যদি একটি সরলরেখা দুটি সমকেন্দ্রীয় (concentric) বৃত্তের একটিকে A ও B বিন্দুতে এবং অপরটিতে C ও D বিন্দুতে ছেদ করে, তবে

JEXPO 2011 Physics question paper

WB Polytechnic Entrance Exam - 2011 Physics question paper 1. একটি মাপনী চোঙে 15 মিলি জল আছে । 13 গ্রাম ভরের একটি পাথরের টুকরোকে ঐ চোঙের মধ্যে জলে সম্পূর্ণরূপে ডোবালে জলের আয়তনের পাঠ হয় 20 মিলি । পাথরের ঘনত্ব-, (a) 2.5 গ্রাম/মিলি (b) 2.6 গ্রাম/মিলি (c) 5.2 গ্রাম/মিলি (d) 1.3 গ্রাম/মিলি ...