WBJEE Mathematics Question Paper 2009 (Beng)

Submitted by administrator on Thu, 02/20/2014 - 09:56

WB-JEE - 2009-Mathematics

1.  যদি A (2, 4) বিন্দুটির x অক্ষের উপর প্রতিফলিত C এবং B বিন্দুর y অক্ষের উপর প্রতিফলিত বিন্দু C হয়, তবে |AB| -এর মান হবে :

(A) 20       (B) 2√5      (C) 4√5      (D) 4

Ans : (C)

 

2.   cos15cos712sin712 এর মান হবে :

(A) 12     (B) 18     (C) 14      (D) 116

Ans : (B)

 

3.   11|x+2|x+2dx এর মান হল :

(A) 1     (B) 2      (C) 0      (D) –1

Ans : (B)

 

4.   y=2t2 রেখাটি x29+y24=1 উপবৃত্তটিকে বাস্তব বিন্দুতে ছেদ করবে যখন :

(A) | t | ≤ 1       (B) | t | < 1       (C) | t | > 1       (D) | t | ≥ 1

Ans : (A)

 

5.  \sin x + \cos x = {\min }\limits_{a \in IR} \left\{ {1,{a^2} - 4a + 6} \right\} সমীকরণটির সাধারণ সমাধান হল :

(A) nπ2+(1)nπ4       (B) 2nπ+(1)nπ4       (C) nπ+(1)n+1π4      (D) nπ+(1)nπ4π4

Ans : (D)

 

6.  যদি A এবং B দুটি একই মাত্রার (order) বর্গম্যাট্রিক্স (square matrix) হয় যেখানে AB = 3I, তবে  A–1 এর মান হবে :

(A) 3B       (B) 13B      (C) 3B1       (D) 13B1

Ans : (B)

 

7.   x=5t2+2 , y=10t+4 এই অধিবৃত্তের (যেখানে t একটি প্রচল ) নাভি বিন্দুর স্থানাঙ্ক হইবে :

(A) (7, 4)        (B) (3, 4)       (C) (3, –4)       (D) (–7, 4)

Ans : (A)

 

8.   যে কোনো দুটি সেট A এবং B -এর ক্ষেত্রে A – (A – B) হল :

(A) B     (B) A – B      (C) A ∩ B      (D) Ac ∩ Bc

Ans : (C)

 

9.  a = 2√2 , b = 6 , A = 45°, হলে

(A) কোনও ত্রিভুজ সম্ভব নয়        (B) একটি ত্রিভুজ সম্ভব

(C) দুটি ত্রিভুজ সম্ভব                (D) হয় কোনও ত্রিভুজ সম্ভব নয় বা দুটি ত্রিভুজ সম্ভব

Ans : (A)

 

10.   একটি চিত্রণ IN থেকে IN সেটে এভাবে সংজ্ঞায়িত :

f : IN → IN

f(n) = (n + 5)2 , n ∈ IN (IN সমস্ত স্বাভাবিক সংখ্যার সেট ) তাহলে :

(A)  f এক-এক নয়       (B) f উপরিচিত্রণ      (C) f এক-এক এবং উপরিচিত্রণ      (D) f এক-এক কিন্তু উপরিচিত্রণ নয়

Ans : (D)

 

11.   ABC ত্রিভুজে sinAsinB=abc2 হলে ত্রিভুজটি :

(A) সমবাহু       (B) সমদ্বিবাহু        (C) সমকোণী       (D) স্থুলকোণী

Ans : (C)

 

12.  dxsinx+3cosx -এর মান হল :

(A) 121n|tan(x2π6)|+c      (B) 121n|tan(x4π6)|+c

(C) 121n|tan(x2+π6)|+c      (D) 121n|tan(x4+π3)|+c

যেখানে c একটি স্বেচ্ছাধ্রুবক

Ans : (C)

 

13.  (1+cosπ6)(1+cosπ3)(1+cos2π3)(1+cos7π6) -এর মান হল :

(A) 316      (B) 38      (C) 34      (D) 12

Ans : (A)

 

14.   P=12sin2θ+13cos2θ হলে

(A) 13P12       (B) P12      (C) 2P3      (D) 136P136

Ans : (A)

 

15.  একটি ধনাত্মক সূক্ষকোণকে দুভাগে ভাগ করা হল যাতে কোণগুলির ট্যানজেন্ট (tangents)  1213 হয় . কোণটি হল :

(A)  π4       (B)  π5        (C) π3       (D)  π6

Ans : (A)

 

16.  যদি f(x)=f(ax) হয় তবে a0xf(x)dx -এর মান হবে :

(A) a0f(x)dx       (B) a22a0f(x)dx      (C) a2a0f(x)dx      (D) a2a0f(x)dx

Ans : (C)

 

17.   0dx(x2+4)(x2+9) -এর মান  :

(A) π60      (B) π20       (C) π40      (D) π80

Ans : (A)

 

18.   I1=π/40sin2xdx এবং I1=π/40cos2xdx হলে :

(A) I1=I2      (B) I1<I2       (C) I1>I2       (D) I2=I1+π/4

Ans : (B)

 

19.   t=π4 তে a cos3t -এর সাপেক্ষে a sin3t -এর দ্বিতীয় ক্রমের অবকল সহগ হল :

(A) 2      (B) 112a       (C) 423a      (D) 3a42

Ans : (C)

 

20.   5 cos θ + 12 রাশিটির ক্ষুদ্রতম মান হইবে :

(A) 5      (B) 12      (C) 7      (D) 17

Ans : (C)

 

21.  dydx=ey+x+eyx অবকল সমীকরণের সাধারণ সমাধান হল :

(A) e–y = ex – e–x + c      (B) e–y = e-x – ex + c       (C) e–y = ex + e–x + c       (D) ey = ex + e–x + c

যেখানে c একটি স্বেচ্ছাধ্রুবক ।

Ans : (B)

 

22.   r সংখ্যক পরপর স্বাভাবিক সংখ্যার গুণফল যে সংখ্যাটি দ্বারা সর্বদা বিভাজ্য সেটি হল :

(A) r !      (B) (r + 4) !       (C) (r + 1) !       (D) (r + 2) !

Ans : (A)

 

23.  xlogxdydx+y=2logx অবকল সমীকরণের সমাকল-গুণক হল : 

(A) ex     (B) log x      (C) log (log x)      (D) x

Ans : (B)

 

24.  যদি x²  + y² = 1 হয় তবে :

(A) yy′′ − (2y′)² + 1 = 0        (B) yy′′ + ( y′)² +1 = 0       (C) yy′′ − (y′)² −1 = 0       (D) yy′′ + (2y′)² + 1 = 0

Ans : (B)

 

25.  যদি (1 + x)ⁿ = c0 + c1x + c2x² +  ...........+ cnxⁿ হয় তবে c1 + 2c2 + 3c3 + ..... + ncn = কত ?

(A) n.2n-1      (B) (n + 1)n-1      (C)  (n + 1)2n      (D) (n + 2) 2n-1

Ans. (A)

 

26.   একটি বহুভুজের 44 টি কর্ণ আছে । ওই বহুভুজের বাহুসংখ্যা হল :

(A) 10      (B) 11       (C) 12       (D) 13

Ans : (B)

 

27.   x² – a(x – 1) + b = 0 সমীকরণের বীজ দুইটি α ও β হইলে 1α2aα+1β2aβ+2a+b -এর মান :

(A) 4a+b       (B)  1a+b       (C) 0      (D) –1

Ans : (C)

 

28.  একটি উপবৃত্তের উপাক্ষের একটি প্রান্তবিন্দুর সঙ্গে নাভিদুটির সংযোগকারী রেখাদ্বয় পরস্পর 90° কোণে নত । উপবৃত্তের উৎকেন্দ্রতা হল :

(A) 18      (B) 13      (C) 23      (D) 12

Ans : (D)

 

29.  d2ydx2=1(dydx)2 অবকল সমীকরণটির ক্রম :

(A) 3      (B) 2      (C) 1      (D) 4

Ans : (B)

 

30.  |x – 2|² + |x – 2| – 2 = 0 সমীকরণটির বাস্তব বীজগুলির যোগফল : 

(A) 7      (B) 4      (C) 1      (D) 5

Ans : (B)

 

31.  যদি 41f(x)dx=4 এবং 42{3f(x)}dx=7 হয় , তবে 21f(x)dx -এর মান হল :

(A) –2      (B) 3       (C) 4       (D) 5

Ans : (D)

 

32.   সকল n∈ N -এর জন্য, 23n – 1 বিভাজ্য হবে :

(A) 7 দ্বারা       (B) 8 দ্বারা      (C) 6 দ্বারা      (D) 16 দ্বারা

যেখানে N একটি স্বাভাবিক সংখ্যার সেট ।

Ans : (A)

 

33.   – 1 ≤ x ≤ 1 অন্তরে যে অপেক্ষকের ক্ষেত্রে Rolle -এর উপপাদ্য প্রয়োগযোগ্য তা হল :

(A) ƒ(x) = x      (B) ƒ(x) = x²      (C) ƒ(x) = 2x3 + 3       (D) ƒ(x) = |x|

Ans : (B)

 

34.   t সেকেন্ড সময়ে কোনো কণার অতিক্রান্ত দূরত্ব x = 3 + 8t – 4t² হলে,  1 সেকেন্ড পরে বেগ হবে :

(A) 0 একক/সেকেন্ড        (B) 3 একক/সেকেন্ড       (C) 4 একক/সেকেন্ড       (D) 7 একক/সেকেন্ড

Ans : (A)

 

35.  (3 + ax)9 বিস্তৃতির x² এবং x³ -এর সহগদুটি সমান হলে ‘a’ এর মান হবে :

(A) 37       (B) 73       (C) 79       (D) 97

Ans : (D)

 

36.  (1log312+1log412) এর মান হবে :

(A) 0       (B) 12        (C) 1       (D) 2

Ans : (C)

 

37.  যদি x = logabc,  y = logbca,  z = logcab, তবে 11+x+11+y+11+z এর মান হবে :

(A) x + y + z       (B) 1       (C) ab + bc + ca        (D) abc

Ans : (B)

 

38.  দ্বিপদ (binomial) উপপাদ্যের সাহায্যে (0.999)³ এর মান 3 দশমিক স্থান পর্যন্ত হবে :

(A) 0.999        (B) 0.998        (C) 0.997       (D) 0.995

Ans : (C)

 

39.  কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি সেকেন্ডে সমহারে 5 cm বৃদ্ধি পায়, তাহলে উহার ব্যাসার্ধ যখন 20 cm তখন উহার ক্ষেত্রফল যে হারে বৃদ্ধি পাবে তা হল :

(A) 10π        (B) 20π       (C) 200π        (D) 400π

Ans : (C)

 

40.  যে দ্বিঘাত সমীকরণের বীজগুলি 3ax² + 3bx + c = 0 সমীকরণের বীজের তিন গুণ, সেটি হল :

(A) ax² + 3bx + 3c = 0      (B) ax² + 3bx + c = 0      (C) 9ax² + 9bx + c = 0       (D) ax² + bx + 3c = 0

Ans : (A)

 

41.  মূলবিন্দুতে y² = x এবং x² = y -এর মধ্যবর্তী কোণটির মান হল : 

(A) 2tan1(34)      (B) tan1(43)      (C)π2      (D) π4

Ans : (C)

 

42.  যদি কোনও ABC ত্রিভুজে a = 2, b = 3 এবং sinA=23 হয় তবে B এর মান :

(A) 30°       (B) 60°       (C) 90°       (D) 120°

Ans : (C)

 

43.  10000ex[x] এর মান হবে :

(A) e10001e1       (B) e100011000       (C) e11000      (D) 1000 (e – 1)

Ans : (D)

 

44.  n যদি কোনো ধনাত্মক পূর্ণসংখ্যা হয়, তাহলে (1 + 2x + 3x² + ......... ∞)½ এর  বিস্তৃতিতে xⁿ -এর সহগ হবে :

(A) 1       (B) n+12        (C) 2n + 1        (D) n + 1

Ans : (A)

 

45.  x² + y² – 10x + 16 = 0 এবং x² + y² = a² বৃত্তদ্বয় দুটি ভিন্ন বিন্দুতে ছেদ করবে যদি :

(A) a < 2        (B) 2 < a < 8        (C) a > 8         (D) a = 2

Ans. (B)

 

46.  sin1x1x2dx সমাকলটির মান :

(A) log(sin1x)+c      (B) 12(sin1x)2+c      (C) log(1x2)+c      (D) sin(cos1x)+c

যেখানে c একটি স্বেচ্ছাধ্রুবক ।

Ans : (B)

 

47.  2x + 2y = 5 সরলরেখা থেকে একক দূরত্বে যে বিন্দুগুলি x + y = 4 সরলরেখার উপর থাকবে তাদের সংখ্যা হল :

(A) 0       (B) 1       (C) 2       (D) অসংখ্য

Ans : (A)

 

48.   22+2+2+2cos4x এর সরলতম মান হল :

(A)  secx2      (B) sec x      (C) cosec x        (D) 1

Ans : (A)

 

49.  y=tan11sinx1+sinx হইলে, dydx at x=π6 -এর মান :

(A) 12      (B) 12       (C) 1      (D) –1

Ans : (A)

 

50.  যদি তিনটি ধনাত্মক বাস্তব সংখ্যা a , b , c সমান্তর প্রগতিতে থাকে এবং abc = 4 হয় তবে b -এর সম্ভাব্য সর্বনিম্ন মান হবে :

(A) 23/2       (B) 22/3       (C) 21/3       (D) 25/2

Ans : (B)

 

51. যদি 5 cos 2 θ + 2cos² θ/2 + 1 = 0 হয় যেখানে (0 < θ < π), তবে θ -এর মান হবে :

(A) π3±π      (B) π3,cos1(35)      (C) cos1(35)±π       (D) π3,πcos1(35)

Ans : (D)

 

52.   z যে কোনো জটিল রাশির জন্য |z| + |z – 1| -এর লঘিষ্ঠ মান হবে :

(A) 0       (B) 1       (C) 2       (D) –1

Ans : (B)

 

53.   x² + y² = 16 এবং x² + y² – 2y = 0 বৃত্তদ্বয়ের :

(A) একজোড়া সাধারণ স্পর্শক আছে       (B) একটি মাত্র সাধারণ স্পর্শক আছে

(C) তিনটি সাধারণ স্পর্শক আছে        (D) একটিও সাধারণ স্পর্শক নেই

Ans : (D)

 

54.  A ( –3, 4 ) এবং B (2, 1) দুটি বিন্দু ও C , AB রেখার উপর অবস্থিত একটি বিন্দু । যেখানে AC = 2BC ।  C -এর স্থানাঙ্ক হবে :

(A) (13,2)       (B) (2,13)       (C) (2, 7)      (D) (7, 2)

Ans : (A)

 

55.  যদি a , b , c বাস্তব হয়, তবে (x – b)(x – c) + (x – c)(x – a) + (x – a)(x – b) = 0 সমীকরণের উভয় বীজ সর্বদা :

(A) ধনাত্মক        (B) ঋণাত্মক         (C) বাস্তব       (D) কাল্পনিক

Ans : (C)

 

56.  1+12!+1.34!+1.3.56!+ অসীম শ্রেণিটির যোগফল হল :

(A) e       (B) e²     (C) √e     (D) 1e

Ans : (C)

 

57.   ( –4, 5 ) একটি বর্গের একটি কৌণিক বিন্দু (vertex) এবং ওই বর্গের একটি কর্ণের সমীকরণ হল 7x – y + 8 = 0 । তাহলে অপর কর্ণটির সমীকরণ হবে :

(A) 7x – y + 23 = 0        (B) 7y + x = 30      (C) 7y + x = 31       (D) x – 7y = 30

Ans : (C)

 

58.   f(x)=1+loge(1x)  অপেক্ষকটির বিস্তৃতির ক্ষেত্র (domain) হল :

(A) <x0       (B) <xe1e      (C) <x1     (D) x1e

Ans : (B)

 

59.   m -এর কোনো মানের জন্য am+1+bm+1am+bm রাশিটি ‘a’ ও ‘b’ -এর সামান্তরীয় মধ্যক হবে  ?

(A) 1       (B) 0       (C) 2       (D) এদের কোনোটিই নয়

Ans : (B)

 

60.   {\lim }\limits_{x \to 1} {{\sin ({e^{x - 1}} - 1)} \over {\log x}} -এর মান হল :

(A) 0      (B) e       (C) 1e       (D) 1

Ans : (D)

 

61.  ধরি f(x)=x+3x+1 তখন {Lt}\limits_{x \to - 3 - 0} f(x) -এর মান :

(A) 0      (B) অস্তিত্বহীন       (C) 12       (D) 12

Ans : (B)

 

62.  ƒ(x) = x + | x | অপেক্ষকটি যে সমস্ত x -এর জন্য সন্তত তাহা হল :

(A) x∈(−∞,∞)        (B) x∈(−∞,∞) −{0}        (C) শুধুমাত্র x > 0        (D) কোনও x -এর জন্য নয়

Ans : (A)

 

63.   tan[π4+12cos1(ab)]+tan[π412cos1(ab)] -এর সমান হইবে :

(A) 2ab        (B) 2ba        (C) ab        (D) ba

Ans : (B)

 

64.  যদি i=1 এবং n একটি ধনাত্মক পূর্ণসংখ্যা হয়, তবে in+in+1+in+2+in+3 -এর মান :

(A) 1       (B) i       (C) iⁿ       (D) 0

Ans : (D)

 

65.   dxx(x+1) -এর মান হল :

(A) ln|x+1x|+c       (B) ln|xx+1|+c       (C)ln|x1x|+c       (D) ln|x1x+1|+c

যেখানে c একটি স্বেচ্ছাধ্রুবক ।

Ans : (B)

 

66.   যদি  a, b, c  (a > 1,  b > 1,  c > 1) গুণোত্তর প্রগতিতে (G.P.) থাকে তবে যে কোনো বাস্তব রাশি x -এর (x > 0,  x ≠ 1) জন্য logax ,  logbx, logcx থাকিবে :

(A) গুণোত্তর প্রগতিতে (G.P.)     (B) সমান্তর প্রগতিতে (A.P.)      (C) বিপরীত প্রগতিতে (H.P.)      (D) গুণোত্তর প্রগতিতে কিন্তু বিপরীত প্রগতিতে নহে

Ans : (C)

 

67.  A (2, 0) বিন্দুগামী একটি সরলরেখা x -অক্ষের ধনাত্মক দিকের সহিত 30° কোণে নত এবং ইহাকে A বিন্দুর সাপেক্ষে 15° কোণে ঘড়ির কাঁটার দিকে আবর্তিত করা হল । তাহলে সরলরেখাটি নতুন অবস্থানে সমীকরণ :

(A) (2 - √3)x + y - 4 + 2√3 = 0        (B) (2 - √3)x - y - 4 + 2√3 = 0

(C) (2 - √3)x - y + 4 + 2√3 = 0        (D) (2 - √3)x + y + 4 + 2√3 = 0

Ans : (B)

 

68.   3sinx+cosx=4 সমীকরণটির :

(A) একমাত্র একটি সমাধান থাকবে        (B) দুইটি সমাধান থাকবে        (C) অসীম সংখ্যক সমাধান থাকবে       (D) কোনও সমাধান থাকবে না

Ans : (D)

 

69.   y = ƒ(x) বক্রের কোনও বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা হল dydx=3x2 এবং ওই বক্র (–1 , 1) বিন্দুগামী । বক্রের সমীকরণ হল :

(A) y = x³ + 2        (B) y = – x³ – 2        (C) y = 3x³ + 4       (D) y = – x³ + 2

Ans : (A)

 

70.   1i3+i+4i5 জটিল রাশিটির মাপাঙ্ক (modulus) হবে :

(A) 5 একক      (B) 115 একক       (C) 55 একক     (D) 125 একক

Ans : (C)

 

71.   x² – y² – 8x + 2y + 11 = 0 কণিকের (2, 1) বিন্দুতে স্পর্শকের সমীকরণ হল :

(A) x + 2 = 0        (B) 2x + 1 = 0        (C) x + y + 1 = 0         (D) x – 2 = 0

Ans : (D)

 

72.  A ও B দুটি স্বাধীন ঘটনা, যেখানে P(A∪B') = 0.8 এবং P(A) = 0.3. তাহলে P(B) হল :

(A) 27       (B)  23       (C)  38        (D) 18

Ans : (A)

 

73.   (3, 5) বিন্দু দিয়া 3x² + 5y² = 32 এবং 25x² + 9y² = 450 উপবৃত্তদ্বয়ের মোট স্পর্শকের সংখ্যা হল :

(A) 0       (B) 2      (C) 3       (D) 4

Ans : (C)

 

74.   {\lim }\limits_{n \to \infty } \left[ {{n \over {{n^2} + {1^2}}} + {n \over {{n^2} + {2^2}}} + \cdots \cdots {n \over {{n^2} + {n^2}}}} \right] -এর মান হল :

(A) π4      (B) log 2      (C) zero      (D)1

Ans : (A)

 

75.  একটি কণা সরলরেখায় গতিশীল ।  t সময়ে, প্রারম্ভিক বিন্দু থেকে কণার দূরত্ব  x = t – 6t² + t³ । উহার ত্বরণ শূণ্য হবে :

(A) t = 1 একক সময়ে        (B) t = 2 একক সময়ে         (C) t = 3 একক সময়ে         (D) t = 4 একক সময়ে

Ans : (B)

 

76.   1 থেকে 20 এর মধ্যে 3টি সংখ্যা যথেচ্ছভাবে নির্বাচন করা হল । সংখ্যাগুলি পরপর থাকার সম্ভাবনা হল :

(A) 1190        (B) 1120       (C) 3190       (D) 5190

Ans : (C)

 

77.    (0, 0) বিন্দু হতে x + y = 2 সরলরেখার উপরিস্থিত লম্ব সরলরেখার পাদবিন্দুটি হবে :

(A) (2, –1)        (B) (–2, 1)       (C) (1, 1)        (D) (1, 2)

Ans : (C)

 

78.   A একটি বর্গ-ম্যাট্রিক্স হলে :

(A) A + AT প্রতিসম (symmetric)      (B) AAT বিপ্রতিসম (symmetric)     (C) AT +  A বিপ্রতিসম (symmetric)     (D) ATA বিপ্রতিসম (symmetric)

Ans : (A)

 

79.   x² + y² – 4x = 0 বৃত্তের জ্যা-র মধ্যবিন্দু যদি (1, 0) হয় তবে জ্যা-এর সমীকরণটি হবে :

(A) y = 2       (B) y = 1       (C) x = 2       (D) x = 1

Ans : (D)

 

80.  যদি  A² – A + I = 0 হয় , তবে A ম্যাট্রিক্স -এর বিপরীত (inverse) হল :

(A) A – I       (B) I – A       (C) A + I       (D) A

Ans : (B)

*** 

 

Comments

Related Items

WBJEE Mathematics Question Paper 2009 (Eng)

WB-JEE - 2009-Mathematics

1.   If C is the reflecton of A (2, 4) in x-axis and B is the reflection of C in y-axis, then |AB| is

(A) 20       (B) 2√5      (C) 4√5      (D) 4

Ans : (C)

 

WBJEE Biology Question Paper 2009 (Ben)

WBJEE - 2009 - Biology

1.  ফিস ফিস করে কথা বলা শব্দের প্রাবল্য সীমা :

(A) 10 – 15 dB       (B) 20 – 40 dB       (C) 45 – 50 dB        (D) 50 – 55 dB

 

2.  বন্যপ্রাণী রক্ষণ আইন বলবৎ হয় :

WBJEE 2009 Physics and Chemistry Question Paper (Eng)

1. One Kg of copper is drawn into a wire of 1mm diameter and a wire of 2 mm diameter. The resistance of the twowires will be in the ratio (A) 2 : 1 (B) 1 : 2 (C) 16 : 1 (D) 4 : 1, 2. An electrical cable having a resistance of 0.2 Ω delivers 10kw at 200V D.C. to a factory. What is the efficiency of transmission ?..

WBJEE Biology Question Paper 2009(Eng)

WBJEE - 2009 - Biology

1.  The length of DNA having 23 base pair is

(A) 78 Å         (B) 78.4 Å       (C) 74.8 Å        (D) 78.2 Å

 

2.   Which Ig is produced in primary immune response ?