4. Short Questions and Answer

Submitted by administrator on Wed, 04/03/2013 - 08:10

প্রশ্ন:- জৈনদের শেষ তীর্থঙ্করের নাম কী ?

উত্তর:- জৈনদের শেষ তীর্থঙ্করের নাম মহাবীর ( চব্বিশতম তীর্থঙ্কর ) ।

প্রশ্ন:-  জৈন ধর্মের উৎপত্তির সময় কাল থেকে মহাবীর পর্যন্ত কতজন তীর্থঙ্কর ছিলেন ?

উত্তর:- জৈন ধর্মের উৎপত্তির সময় কাল থেকে মহাবীর পর্যন্ত সর্বমোট চব্বিশ জন তীর্থঙ্কর ছিলেন ।

প্রশ্ন:- পার্শ্বনাথ প্রচারিত চতুর্যামের সাথে মহাবীর কোন নতুন আদর্শ যোগ করেন ?

উত্তর:- পার্শ্বনাথ প্রচারিত চতুর্যামের সাথে মহাবীর অন্যতম আদর্শ হিসাবে সূচিতা বা ব্রহ্মচর্য আদর্শ যোগ করেন ।

প্রশ্ন:- জৈনদের দুটি প্রধান সম্প্রদায়ের নাম কী ?

উত্তর:- জৈনদের দুটি প্রধান সম্প্রদায়ের নাম শ্বেতাম্বরদিগম্বর

প্রশ্ন:- নিগম কথার অর্থ কী ?

উত্তর:- নিগম কথার অর্থ বণিকসংঘ

প্রশ্ন:- পূর্ব ভারতের কোন শহর দীর্ঘদিন মগধের রাজধানী ছিল ?

উত্তর:- পূর্ব ভারতের রাজগৃহ শহর দীর্ঘদিন মগধের রাজধানী ছিল ।

প্রশ্ন:- বুদ্ধের সমসাময়িক মগধের রাজা কে ছিলেন ?

উত্তর:- হর্ষঙ্ক বংশের রাজা বিম্বিসার বুদ্ধদেবের সমসাময়িক মগধের রাজা ছিলেন ।

প্রশ্ন:- বিম্বিসার কোন বংশের রাজা ছিলেন ?

উত্তর:- বিম্বিসার মগধের হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন ।

প্রশ্ন:- মগধের কোন রাজা সর্ব প্রথম দক্ষিণ ভারতের বিস্তৃত অংশ জয় করেন ?

উত্তর:- মগধের রাজা চন্দ্রগুপ্ত মৌর্য সর্ব প্রথম দক্ষিণ ভারতের বিস্তৃত অংশ জয় করেন ।

প্রশ্ন:- অশোক কবে সিংহাসনে বসেন ?

উত্তর:- অশোক খ্রিষ্টপূর্ব ২৭৩ অব্দে সিংহাসনে বসেন ।

প্রশ্ন:- আলেকজান্ডার কোন দেশের রাজা ছিলেন ?

উত্তর:- আলেকজান্ডার ইউরোপ মহাদেশের গ্রিসের ম্যাসিডোনিয়ার রাজা ছিলেন ।

প্রশ্ন:-মহাজন শব্দের অর্থ কী ?

উত্তর:- মহাজন শব্দের অর্থ বৃহত রাজ্য

প্রশ্ন:- ষোড়শ মহাজনপদ কাকে বলা হত ?

উত্তর:- খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতাব্দিতে সমগ্র ভারতে যে ১৬টি আঞ্চলিক রাজ্যের উদ্ভব হয় , তাদের ষোড়শ মহাজনপদ বলা হত ।

প্রশ্ন:- ষোড়শ মহাজনপদ গুলির মধ্যে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদটির নাম কী  ?

উত্তর:- ষোড়শ মহাজনপদ গুলির মধ্যে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদটির নাম অস্মক

প্রশ্ন:- ষোড়শ মহাজনপদের  মধ্যে দুটি প্রজাতান্ত্রিক রাজ্যের নাম কী ?

উত্তর:- ষোড়শ মহাজনপদের মধ্যে দুটি প্রজাতান্ত্রিক রাজ্যের নাম হল বৃজি মল্ল

প্রশ্ন:-  ষোড়শ মহাজনপদের মধ্যে কোন মহাজনপদ কালক্রমে সাম্রাজ্যে পরিনত হয়  ?

উত্তর:- ষোড়শ মহাজনপদের মধ্যে মগধ কালক্রমে সাম্রাজ্যে পরিনত হয় ।

প্রশ্ন:- আলেকজান্ডার কবে ভারত আক্রমণ ?

উত্তর:- আলেকজান্ডার ৩২৭ খ্রিষ্টপূর্বাব্দে ভারত আক্রমণ ।

প্রশ্ন:- কোন বিদেশী জাতি প্রথম ভারত আক্রমণ করেন ?

উত্তর:- পারসিক জাতি ( খ্রিষ্টপূর্ব ৫৫৮ অব্দে মগদরাজ বিম্বিসারের আমলে )  প্রথম ভারত আক্রমণ করেন ।

প্রশ্ন:- মগধের কোন রাজার রাজত্বকালে গ্রিক সম্রাট আলেকজান্ডার ভারত আক্রমণ করেন ?

উত্তর:- মগধের নন্দ বংশের শেষ রাজা ধননন্দের রাজত্বকালে গ্রিক সম্রাট আলেকজান্ডার ভারত আক্রমণ করেন।

প্রশ্ন:- নন্দবংশের শেষ সম্রাট কে ছিলেন  ?

উত্তর:- নন্দবংশের শেষ সম্রাট ছিলেন ধননন্দ

প্রশ্ন:- আলেকজান্ডারের ভারত আক্রমণের প্রাক্কালে উত্তর-পশ্চিম ভারতের দুটি রাজতন্ত্রী রাজ্যের নাম লেখো ?

উত্তর:- আলেকজান্ডারের ভারত আক্রমণের প্রাক্কালে উত্তর-পশ্চিম ভারতের রাজতন্ত্রী রাজ্যগুলির মধ্যে অন্যতম ছিল তক্ষশীলাপুরু

প্রশ্ন:- তক্ষশীলার কোন ভারতীয় শাসক প্রথমে আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেছিলেন ?

উত্তর:- তক্ষশীলার রাজা অম্ভি ভারতীয় শাসকদের মধ্যে প্রথম আলেকজান্ডারের বশ্যতা স্বীকার করেন।

প্রশ্ন:- চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে কোন গ্রিক দূত ভারতে আসেন ?

উত্তর:- চন্দ্রগুপ্ত মৌর্যের রাজত্বকালে মেগাস্থিনিস নামে এক গ্রিক দূত ভারতে আসেন ।

প্রশ্ন:- ইন্ডিকা কে রচনা করেন ?

উত্তর:- চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় আগত গ্রিক রাজা সেলুকাসের দূত মেগাস্থিনিস ইন্ডিকা রচনা করেন ।

প্রশ্ন:- অর্থশাস্ত্র কে রচনা করেন ?

উত্তর:- মৌর্যসম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী কৌটিল্য বা চানক্য অর্থশাস্ত্র কে রচনা করেন ।

প্রশ্ন:- বিন্দুসার কে ছিলেন ?

উত্তর:- বিন্দুসার মৌর্যসম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের পুত্র ও পরবর্তীকালে মৌর্যসম্রাট ছিলেন ।

প্রশ্ন:- বিন্দুসার কী উপাধি ধারণ করেছিলেন ?

উত্তর:- বিন্দুসার অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিলেন ।

প্রশ্ন:- অমিত্রাঘাত বলতে কী বোঝায় ?

উত্তর:- অমিত্রাঘাত শব্দের অর্থ শত্রু নিধন

প্রশ্ন:- বিম্বিসার কে ছিলেন ?

উত্তর:- গৌতমবুদ্ধের সমসাময়িক বিম্বিসার মগধের হর্ষঙ্ক বংশের রাজা ছিলেন ।

প্রশ্ন:- অজাতশত্রু কে ছিলেন ?

উত্তর:- অজাতশত্রু মগধের হর্ষঙ্ক বংশের রাজা ও বিন্বিসারের পুত্র  ছিলেন ।

প্রশ্ন:-  মৌর্যবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?

উত্তর:- মৌর্যবংশের প্রতিষ্ঠাতা ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য

প্রশ্ন:- চন্দ্রগুপ্ত মৌর্য কত খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসনে বসেন ?

উত্তর:- চন্দ্রগুপ্ত মৌর্য ৩২৪ খ্রিস্ট-পূর্বাব্দে মগধের সিংহাসনে বসেন ।

প্রশ্ন:- মেগাস্থিনিস কে ছিলেন ?

উত্তর:- মেগাস্থিনিস ছিলেন মৌর্যসম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় উপস্থিত গ্রিক রাজদূত

প্রশ্ন:- কোন বিদেশীলেখকের রচনা থেকে আমরা মৌর্যযুগের ইতিহাস জানতে পারি ?

উত্তর:- মৌর্যসম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের রাজসভায় উপস্থিত গ্রিক রাজদূত মেগাস্থিনিসের রচনা থেকে আমরা মৌর্যযুগের ইতিহাস জানতে পারি ।

প্রশ্ন:- নন্দবংশের প্রতিষ্ঠাতা কে ?

উত্তর:- মহাপদ্ম নন্দ ছিলেন নন্দবংশের প্রতিষ্ঠাতা ।

প্রশ্ন:- মৌর্য বংশে অশোকের পূর্ববর্তী শাসক কে ছিলেন ?

উত্তর:- বিন্দুসার মৌর্য বংশে অশোকের পূর্ববর্তী শাসক কে ছিলেন  ।

প্রশ্ন:- সম্রাট অশোকের রাজ্যাভিষেক কবে হয়েছিল  ?

উত্তর:- ২৬৯ খ্রিস্টপূর্বাব্দে সম্রাট অশোকের রাজ্যাভিষেক হয়েছিল ।

প্রশ্ন:- সম্রাট অশোকের রজত্বকাল কত সাল পর্যন্ত ব্যাপ্ত ছিল ?

উত্তর:- সম্রাট অশোকের রজত্বকাল ২৭৩ - ২৩২ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ব্যাপ্ত ছিল ।

প্রশ্ন:- 'দেবানাং প্রিয়' উপাধি কে ধারণ করেন ?

উত্তর:- মৌর্যসম্রাট অশোক 'দেবানাং প্রিয়' উপাধি ধারণ করেন ।

প্রশ্ন:- 'দেবানাং প্রিয়' শব্দের অর্থ কী  ?

উত্তর:- 'দেবানাং প্রিয়' শব্দের অর্থ হল দেবতাদের প্রিয়

প্রশ্ন:- সম্রাট অশোকের কোন পুত্র ও কন্যা সিংহলে ধর্ম প্রচার করতে গিয়েছিলেন ?

উত্তর:- সম্রাট অশোকের পুত্র মহেন্দ্র ও কন্যা সংঘমিত্রা সিংহলে ধর্ম প্রচার করতে গিয়েছিলেন।

প্রশ্ন:- সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা কে ?

উত্তর:- সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজার নাম গৌতমীপুত্র সাতকর্ণী

প্রশ্ন:- ভারতের কোন বিদেশি শাসনকর্তারা ক্ষত্রপ উপাধি ধারণ করেন ?

উত্তর:- উত্তর-পশ্চিম ভারতের শক শাসনকর্তারা ক্ষত্রপ উপাধি ধারণ করেন ।

প্রশ্ন:- সাতবাহন বংশের রাজধানী কোথায় ছিল ?

উত্তর:- সাতবাহন বংশের রাজধানী ছিল প্রতিষ্ঠান নগরে

প্রশ্ন:- নাসিক প্রশস্তিতে কোন সাতবাহন রাজার কীর্তি বর্ণিত হয়েছে ?

উত্তর:- সাতবাহন বংশের রাজা গৌতমীপুত্র সাতকর্ণীর কীর্তি নাসিক প্রশস্তিতে বর্ণিত হয়েছে ।

প্রশ্ন:- ভারতে কুষাণ রাজ্যের প্রতিষ্ঠাতা কে  ?

উত্তর:- ভারতে কুষাণ রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন কুজল কদফিসিস

প্রশ্ন:-কণিষ্ক কোন অব্দের প্রচলন করেন ?

উত্তর:- কণিষ্ক শকাব্দের প্রচলন করেন ।

প্রশ্ন:- কণিষ্ক কত সালে সিংহাসনে বসেন ?

উত্তর:- আনুমানিক ৭৮ খ্রিস্টাব্দে কণিষ্ক সিংহাসনে বসেন  ।

প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে শকাব্দের প্রবর্তন হয় ?

উত্তর:- আনুমানিক ৭৮ খ্রিস্টাব্দে শকাব্দের প্রবর্তন হয় ।

প্রশ্ন:- কণিষ্কের রাজধানী কোথায় ছিল ?

উত্তর:- পাকিস্তানের পেশোয়ার-এ কণিষ্কের রাজধানী ছিল ।

***

 

Related Items

12. Short Questions and Answer

প্রশ্ন:- সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান ঘটে কত খ্রিস্টাব্দে ?

উত্তর:- ১৭৬৩ খ্রিস্টাব্দে সপ্তবর্ষব্যাপী যুদ্ধের অবসান ঘটে ।

প্রশ্ন:- বন্দিবাসের যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয় ?

11. Short Questions and Answer

প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে স্যার টমাস রো জাহাঙ্গীরের রাজদরবারে এসেছিলেন ?

উত্তর:- ১৬১৫ খিস্টাব্দে  স্যার টমাস রো জাহাঙ্গীরের রাজদরবারে এসেছিলেন।

প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে কলকাতা নগরীর পত্তন হয় ?

উত্তর:- ১৬৯০ খ্রিস্টাব্দে কলকাতা নগরীর পত্তন হয়।

10. Short Questions and Answer

প্রশ্ন:-  কবি ফিরদৌসি কার সভা অলংকৃত করে ছিলেন ?

উত্তর:- কবি ফিরদৌসি গজনির সুলতান মামুদের সভা অলংকৃত করে ছিলেন ।

প্রশ্ন:-  খাজাইন-উল-ফুতুহ গ্রন্থের রচয়িতা কে ?

উত্তর:- আমির খসরু খাজাইন-উল-ফুতুহ গ্রন্থের রচয়িতা ।

Short Questions and Answer

প্রশ্ন:- সুলেহ কুল শব্দের অর্থ কী ?

উত্তর:- সুলেহ কুল শব্দের অর্থ হল পরধর্ম সহিষ্ণুতা

প্রশ্ন:- জাহাঙ্গীর কে ছিলেন ?

উত্তর:- জাহাঙ্গীর ছিলেন সম্রাট আকবরের পুত্র ও পরবর্তীকালে মোগল সম্রাট ।

প্রশ্ন:- জাহাঙ্গীর কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন ?

8. Short Questions and Answer

প্রশ্ন:- ইলতুৎমিস কে ছিলেন ?

উত্তর:- ইলতুৎমিস ছিলেন সুলতান কুতুবুদ্দিন আইবকের জামাতা , পরবর্তীকালে দিল্লীর সুলতান

প্রশ্ন:- ইলতুৎমিসের রজত্বের সময়কাল কী ছিল ?