প্রবাহী তড়িৎবিজ্ঞান (Current Electricity) :
গাণিতিক উদাহরণ
1. কোনো পরিবাহীর রোধ 5 ওহম । এর ভিতর দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যাচ্ছে । পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব-প্রভেদ কত ?
Ans : V=iR=2×5=10 ভোল্ট ।
2. একই উপাদানের দুটি সমান দৈর্ঘ্যবিশিষ্ট তার আছে । একটির ব্যাসার্ধ আর একটির ব্যাসার্ধের দ্বিগুণ । এদের রোধের অনুপাত কত ?
Ans : R=p×lπr2
∴ প্রথম তারের ক্ষেত্রে R1=p×lπ(2r)2
এবং দ্বিতীয় তারের ক্ষেত্রে R2=p×lπr2
∴R1R2=plπ×4r2×πr2pl=14
*****
- 1836 views