Polytechnic Exam - 2008 (Physics)
Collected from memory
Highlighted Option is the answer of the Questions ( যদি কোন উত্তর ভুল লেখা হয়, তাহলে উত্তরটি জানিয়ে email করুন সংশোধন করে দেওয়া হবে )
1. একটি বস্তুকণা P বিন্দু থেকে সোজাসুজি 20 সেমি দুরে Q বিন্দুতে গেল এবং পুনরায় উহা P বিন্দুতে ফিরে এল । কণাটির সরণ নির্ণয় কর -
(a) 0 (b) 40 সেমি (c) 20 সেমি (d) কোনটিও নয়
2. একটি বস্তুকণা স্থির অবস্থা থেকে 10 মি/সে2 ত্বরণে চললে, 10 সেকেন্ডে কত দূরত্ব যাবে ?
(a) 400 মিটার (b) 500 মিটার (c) 300 মিটার (d) কোনটিও নয়
3. শব্দের তীব্রতা মাপার একক হল :
(a) ক্যান্ডেলা (b) ন্যাইন (c) বেল (d) ফট
4. দর্শকবিহীন মহাজাতি সদনের এক প্রান্তে নেতাজি বলে চিৎকার করায় ওর সম্পূর্ণ প্রতিধ্বনি শোনা গেল । শব্দের বেগ 340 মি/সে. হলে ওই হালের নুন্যতম দৈর্ঘ্য কত হতে পারে ?
(a) 102 মিটার (b) 101 মিটার (c) 100 মিটার (d) কোনটিও নয়
5. 256 Hz কম্পাঙ্কের সুরশলাকা থেকে উৎপন্ন শব্দের তরঙ্গদৈর্ঘ্য কত ? (শব্দের বেগ বায়ু মাধ্যমে 345.6 মি/সে.)
(a) 1.25 (b) 1.35 (c) 1.45 (d) কোনটিও নয়
6. 1 a.m.u. = কত কিগ্রা
(a) 1.66×10−27 (b) 2.66×10−27 (c) 4.66×10−27 (d) কোনটিও নয়
7. α -কণার গতি বেগ -
(a) 3.4×107 (b) 1.4×107 (c) 2.4×107 (d) কোনটিও নয়
8. ফিউজ তার কোন দুটি ধাতু দিয়ে তৈরি ?
(a) লেড ও সিসা (b) তামা ও সিসা (c) টিন ও তামা (d) টিন ও সিসা
9. কোনটির দ্রাব্যতা চাপ বৃদ্ধিতে বৃদ্ধি পায় ?
(a) কার্বন-ডাই-অক্সাইড (b) সালফার ডাই-অক্সাইড (c) কলিচুন (d) কার্বন-ডাই-অক্সাইড
10. তাপের পরিমাণ কোন বিষয়ের উপর নির্ভর করে না ?
(a) বস্তুর আঃ তাপ (b) বস্তুর ভর (c) উষ্ণতা (d) কোনটিও নয়
11. 220V - 100W বৈদ্যুতিক বালবের মধ্য দিয়ে তড়িৎপ্রবাহ কত হবে ? বা বালবের ফিলামেন্টের রোধ কত ?
(a) 484 ওহম (b) 844 ওহম (c) 448 ওহম (d) 444 ওহম
12. অ্যান্টি ক্যাথোডের আর ক্যাথোড রশ্মির সাথে কত কোণে রাখা হয় ?
(a) 50o কোণে (b) 45o কোণে (c) 55o কোণে (d) 56o কোণে
13. α, β ও γ -রশ্মির আয়নন-ক্ষমতার অনুপাত কত ?
(a) 100 : 10 : 10 (b) 10000 : 100 : 1 (c) 1000 : 10 : 10 (d) 10 : 100 : 1000
14. S.I. পদ্ধতিতে 'G' এর মাত্রা -
(a) Mn2/g2 (b) Nm2/g2 (c) Nm2/kg2 (d) Mn2/kg2
15. শব্দতরঙ্গ হলো-
(a) তির্যক স্থিতিস্থাপক তরঙ্গ (b) অণুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ (c) তির্যক তড়িৎচুম্বকীয় তরঙ্গ (d) কোনটিও নয়
16. বলের ঘাতের একক যে প্রাকৃতিক রাশির এককের সঙ্গে অভিন্ন তা হলো-
(a) কার্য্য (b) ওজন (c) ভরবেগ (d) কোনটিও নয়
17. যে যন্ত্রের বল প্রয়োগ করে অপেক্ষাকৃত বেশি বাধা অতিক্রম করা যায় তার যান্ত্রিক সুবিধা -
(a) 1-এর কম (b) 1 -এর বেশি (c) 1-এর সমান (d) কোনটিও নয়
18. একটি আলোক রশ্মি প্রতিফলিত উপর কত কোণে আপতিত হলে আপতিত ও প্রতিফলিত রশ্মি একে অপরের উপর লম্ব হবে ?
(a) 30o (b) 45o (c) 60o (d) 90o
19. টুথব্রাশ কোন শ্রেণীর লিভার :
(a) প্রথম (b) দ্বিতীয় (c) তৃতীয় (d) কোনটিও নয়
20. 6 কিগ্রা ভরের স্লেজ-বাক্স বরফের উপর দিয়ে অনুভূমিকভাবে 9 মিটার /সেকেন্ড বেগে যাচ্ছে । 12 কিগ্রা ভরের একটি প্যাকেট ওই বাক্সে উলম্বভাবে ফেললে বাস্কের গতিবেগ হবে -
(a) 2 মি./সে. (b) 4 মি./সে. (c) 3 মি./সে. (d) 72 মি./সে.
21. মাত্রাবিহীন অথচ একক আছে এমন রাশি হলো-
(a) কার্য (b) কম্পাঙ্ক (c) আয়তন (d) কোণ
22. একটি তড়িৎবর্তনীয় রোধ অর্ধেক করে দিলে তাপীয় ফলে যে পরিবর্তন দেখা যাবে তা হলো-
(a) তাপ উৎপাদন অর্ধেক হয়ে যাবে (b) তাপ উৎপাদন দ্বিগুণ হয়ে যাবে (c) তাপ উৎপাদন চারগুণ হয়ে যাবে (d) তাপ উৎপাদন একই থাকবে
23. ইথার একটি উদ্বায়ী তরল কারণ এর-
(a) স্ফুটনাঙ্ক বেশি (b) স্ফুটনাঙ্ক কম (c) হিমাঙ্ক কম (d) হিমাঙ্ক বেশি
24. একটি ভালোভাবে কাটা হিরেকে উজ্জ্বল দেখায় -
(a) তার কাঠিন্যের জন্য (b) উচ্চ প্রতিসরাঙ্কের জন্য (c) হিরে দ্বারা আলো শোষনের জন্য (d) হিরে থেকে আলো বেরিয়ে যাওয়ার জন্য
25. নিরক্ষরেখা থেকে মেরুর দিকে গেলে 'g' এর মান -
(a) একই থাকে (b) কমে (c) বাড়ে (d) 45o অক্ষাংশ পর্যন্ত কমে
26. কোন ধাতব বস্তুকে উত্তপ্ত করলে তার থেকে বেরিয়ে আসে -
(a) পজিট্রন (b) ইলেকট্রন (c) প্রোটন (d) নিউট্রন
27. একটি গোলাকার বস্তু অবাধে পড়লে তার ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের মান নির্ভর করে
(a) বস্তুটির ভরের উপর (b) বস্তুটির ব্যাসার্ধের উপর (c) বস্তুটির উপাদানের ঘনত্বের উপর (d) উপরের কোনটিই সঠিক নয়
28. একটি উত্তল লেন্সের ফোকাস দুরত্ব 10 সেমি. । এর সাহায্যে বই পড়তে হলে বইয়ের পাতা থেকে লেন্সটিকে কত দুরে রাখতে হবে ?
(a) 10 সেমি. (b) 10 সেমি.এর বেশি (c) 10 সেমি.এর কম (d) কোনটিও নয়
29. ডি.সি. মোটরে A.C. পাঠালে -
(a) আর্মেচার পুড়ে যাবে (b) আর্মেচারের ঘূর্ণন হবে না (c) আর্মেচার জোরে ঘুরবে (d) কোনটিই ঠিক নয়
30. দৈনন্দিন জীবনে শক্তির সংরক্ষণ একটি উপায় হলো-
(a) বৈদুতিক বাতি (b) সঞ্চয় কোষ (c) টেলিভিশন (d) কোনটিও নয়
31. আইসোটোপ নেই এমন একটি মৌলের উদাহরণ হলো-
(a) সোডিয়াম (b) অক্সিজেন (c) কার্বন (d) ক্লোরিন
32. পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো-
(a) K2L8M9 (b) K2L7M10 (c) K2L8M8N1 (d) কোনটিও নয়
33. g -এর মান C.G.S. পদ্ধতিতে
(a) 980 মি./সে-2 (b) 9.8 মি./সে-2 (c) 980 মি./সে-2 (d) 9.8 মি./সে-2
34. 1 ভোল্টে বিকল্প মান -
(a) 1 J (b) 1 J/C (c) 1 C/J (d) কোনটিও নয়
35. প্লাঙ্ক ধ্রুবকের মাত্রা কোনটির মাত্রার সমান ?
(a) রৈখিক ভরবেগ (b) শক্তি (c) ক্ষমতা (d) কোনটিও নয়
36. একটি আলোকরশ্মি বায়ু থেকে কাচের মধ্যে প্রবেশ করলে -
(a) তরঙ্গদৈর্ঘ্য বাড়ে (b) তরঙ্গদৈর্ঘ্য কমে (c) কম্পাঙ্ক বাড়ে (d) তরঙ্গদৈর্ঘ্য বা কম্পাঙ্ক কোনটিরই পরিবর্তন হয় না
37. একটি ট্রেন 5 মিনিটে 12 কিমি. পথ গেল । ট্রেনটির দ্রুতি কত ?
(a) 20 মিটার X সেকেন্ড (b) 40 মিটার X সেকেন্ড (c) 2 মিটার X মিনিট (d) 5 মিটার X সেকেন্ড
38. ঘন্টায় 36 কিমি. বেগে ধাবমান একটি গাড়ি ব্রেক কষে 2 মি. X সে2 মন্দন সৃষ্টি করলে গাড়িটি কতক্ষণ পরে থামবে ?
(a) 2.5 সেকেন্ড (b) 5 সেকেন্ড (c) 3 সেকেন্ড (d) 4 সেকেন্ড
39. 10 গ্রাম ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 1 মিটার ওপরে তুলতে কি পরিমাণ কার্য করতে হবে ?
(a) 66900 আর্গ (b) 58001 আর্গ (c) 9880 আর্গ (d) 9533 আর্গ
40. 100 পাউন্ড ভরবিশিষ্ট একব্যক্তি 5 মিনিটে 300 ফুট উঁচু একটি মিনারে উঠল । ওই ব্যক্তির ক্ষমতা কত হর্স পাওয়ার
(a) 13 হর্সপাওয়ার (b) 20 হর্সপাওয়ার (c) 18 হর্স পাওয়ার (d) 14 হর্স পাওয়ার
41. দুটি বস্তুর ঘনত্বের অনুপাত 2 : 3 এবং আপেক্ষিক তাপ যথাক্রমে 4.12 এবং 0.09 বস্তু দুটির প্রতি একক আয়তনের তাপগ্রাহিতার অনুপাত কত ?
(a) 2 : 3 (b) 5 : 7 (c) 7 : 8 (d) 8 : 9
42. আলোকের গতিবেগ কত ?
(a) 3×2010 cm/sec (b) 5×1020 cm/sec (c) 3×1010 cm/sec (d) 5×10010 cm/sec
43. কাচের প্রতিসরাঙ্ক √2 । একটি আলোক রশ্মি কাচের ব্লকে 45o কোণ অপসারিত হলো । প্রতিসরণ কোণের মান কত ?
(a) 180o (b) 90o (c) 0o (d) 30o
44. আলোর নিয়মিত প্রতিফলনের সূত্র কয়টি ?
(a) দুটি (b) তিনটি (c) চারটি (d) পাঁচটি
45. ডাক্তারি স্টেথোস্কোপ যন্ত্রে শব্দের কোন ধর্মকে কাজে লাগানো হয় ?
(a) শব্দের তরঙ্গ (b) প্রতিফলন ধর্মকে (c) প্রতিসরণ (d) পরবশ তরঙ্গ
46. 0o.C উষ্ণতায় গতিবেগ 332 মিটার/সেকেন্ড হলে 30oC উষ্ণতায় শব্দের গতিবেগ কত ?
(a) 530 মিটার/সেকেন্ড (b) 355 মিটার/সেকেন্ড (c) 350.23 মিটার/সেকেন্ড (d) 305 মিটার/সেকেন্ড
47. দূরদৃষ্টিসম্পন্ন ব্যক্তির ক্ষেত্রে কোন ধরনের লেন্স প্রয়োজন ?
(a) উত্তল লেন্স (b) অবতল লেন্স (c) উত্তলাবতল লেন্স (d) কোনটিও নয়
48. m ভরের একটি বস্তুর তাপমাত্রা to C বৃদ্ধি করতে H পরিমাণ তাপের প্রয়োজন হলে -
(a) t∝Hm (b) t∝mH (c) t∝Hm (d) t∝1mH
49. একটি সমতল দর্পণ তোমার দিকে 10 সেমি/সে. বেগে অগ্রসর হচ্ছে । তুমি তোমার প্রতিবিম্ব ওই দর্পণে দেখতে পাচ্ছো । তোমার প্রতিবিম্ব তোমার দিকে অগ্রসর হচ্ছে যে বেগে তা হলো-
(a) 5 সেমি/সে. (b) 10 সেমি/সে. (c) 20 সেমি/সে. (d) 15 সেমি/সে.
50. ক্যাথোড রশ্মি যে আহিত কণার স্রোত তার আধান -
(a) প্রোটনের আধানের অনুরূপ (b) ইলেকট্রন আধানের অনুরূপ (c) α -কণার আধানের অনুরূপ (d) কোনো আধান বহন করে না
****