পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত ( Trigonometrical Ratios of Complementary Angles )
পূরক কোণ ( Complementary Angles )
জ্যামিতিতে আমরা দেখেছে যখন দুটি কোণের মানের সমষ্টি [tex]{90^ \circ }[/tex] হয় তখন কোণ দুটির একটিকে অপরটির পূরক কোণ ( Complementary Angles ) বলে। যেমন , [tex]{60^ \circ } + {30^ \circ } = {90^ \circ }[/tex] , সুতরাং [tex]{60^ \circ }[/tex] কোণের পূরক কোণ [tex]{30^ \circ }[/tex] এবং [tex]{30^ \circ }[/tex] কোণের পূরক কোণ হবে [tex]{60^ \circ }[/tex] . বিষয়টি আরো সাধারণভাবে বললে তা দাঁড়ায় একটি কোণের মান যদি [tex]\theta [/tex] হয় , তবে তার পূরক কোণের মান হবে [tex]{90^ \circ } - \theta [/tex] .
এখন আমাদের দেখতে হবে [tex]\theta [/tex] কোণের ত্রিকোণমিতিক অনুপাত যদি জানা থাকে , তবে তার থেকে কী করে [tex]{90^ \circ } - \theta [/tex] কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করা যায়।
উপরের চিত্রে [tex]\angle ABO = \theta [/tex] এবং [tex]\angle OAB = {90^ \circ } - \theta [/tex] . অতএব এদের একটি কোন অপরটির পূরক। এবার দেখা যাক এই দুটি সূক্ষকোণের পরিপ্রেক্ষিতে কোনটি অতিভুজ , কোনটি লম্ব এবং কোনটি ভূমি।
[tex]\theta [/tex] কোণের পরিপ্রেক্ষিতে
AB হল অতিভুজ ,
OA হল লম্ব
এবং OB হল ভূমি
[tex]{90^ \circ } - \theta [/tex] কোণের পরিপ্রেক্ষিতে
AB হল অতিভুজ ,
OB হল লম্ব
এবং OA হল ভূমি
এখন [tex]{90^ \circ } - \theta [/tex] কোণের ক্ষেত্রে
[tex]\begin{array}{l}
\sin \left( {{{90}^ \circ } - \theta } \right) = \frac{{OB}}{{AB}}\\
\cos ec\left( {{{90}^ \circ } - \theta } \right) = \frac{{AB}}{{OB}}\\
\cos \left( {{{90}^ \circ } - \theta } \right) = \frac{{OA}}{{AB}}\\
\sec \left( {{{90}^ \circ } - \theta } \right) = \frac{{AB}}{{OA}}\\
\tan \left( {{{90}^ \circ } - \theta } \right) = \frac{{OB}}{{OA}}\\
\cot \left( {{{90}^ \circ } - \theta } \right) = \frac{{OA}}{{OB}}
\end{array}[/tex]
কিন্তু [tex]\theta [/tex] কোণের ক্ষেত্রে
[tex]\begin{array}{l}
\sin \theta = \frac{{OA}}{{AB}}\\
\cos ec\theta = \frac{{AB}}{{OA}}\\
\cos \theta = \frac{{OB}}{{AB}}\\
\sec \theta = \frac{{AB}}{{OB}}\\
\tan \theta = \frac{{OA}}{{OB}}\\
\cot \theta = \frac{{OB}}{{OC}}
\end{array}[/tex]
উপরের আলোচনা থেকে দেখতে পাওয়া যায় যে
[tex]\begin{array}{l}
\sin \left( {{{90}^ \circ } - \theta } \right) = \cos \theta \\
\cos \left( {{{90}^ \circ } - \theta } \right) = \sin \theta \\
\cos ec\left( {{{90}^ \circ } - \theta } \right) = \sec \theta \\
\sec \left( {{{90}^ \circ } - \theta } \right) = \cos ec\theta \\
\tan \left( {{{90}^ \circ } - \theta } \right) = \cot \theta \\
\cot \left( {{{90}^ \circ } - \theta } \right) = \tan \theta
\end{array}[/tex]
- 4910 views