H.S Exam 2009: Computer Science (Beng Ver)

Submitted by Anonymous (not verified) on Mon, 12/27/2010 - 14:53

HIGHER SECONDARY EXAM, 2009 COMPUTER SCIENCE (New Syllabus)

(Bengali Version)

 

বিভাগ-ক

১। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল প্রশ্নগুলি লক্ষণীয়): ১ × ৬ = ৬

ক) নিম্নলিখিত Byte-টির Odd Parity কি হবে? 100011.

খ) MAN এর পুরো নাম হল Mobile Area Network । (সত্য অথবা মিথ্যঅ লেখ) অথবা, ISDN এর পুরো নাম হল …....……।(শুন্য স্হান পুরন কর)

গ) TCP-র পুরো নাম হল :

(i) Transfer Control Protocol  (ii) Transmission Control Protocol  (iii) Transfer Communication Protocol (iv) Transmission Communication Protocol . (সঠিক বিকল্পটি চিহ্নিত কর)

ঘ) DBMS-এর পরিপেক্ষিতে relationship cardinality ………. প্রকারের হয়।(শুন্য স্হান পুরন কর) অথবা, একটি database টেবিলে একাধিক Foreign key থাকতে পারে না (সত্য অথবা মিথ্যঅ লেখ)

ঙ) DDL-এর পুরো নাম হল

(i) Data Division Logic    (ii) Data Definition Logic    (iii) Domai Definition Logic  (iv) Domai Definition language (সঠিক বিকল্পটি চিহ্নিত কর)

চ) Database থেকে একটি table সম্পূর্ণভাবে করার জন্য নিম্নলিখিত কোন SQL Command-টি ব্যবহার করা হয়?

(i) DELETE   (ii) REMOVE  (iii) DROP  (iv) ALTER  (সঠিক বিকল্পটি চিহ্নিত কর)

অথবা, একটি seak-entity-এর নিজস্ব primary key থাকে না।(সত্য অথবা মিথ্যা লেখ)

 

বিভাগ-খ

২। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও(বিকল প্রশ্নগুলি লক্ষণীয়): ২ × ৬ = ১২

ক) NAND gate এর সাহায্যে একটি basic ‘flip-flop’ circuit আঁকো। অথবা, Data Communication-এ তথ্যের serial এবং parallel transfer-এর পার্থক্য কি?

খ) নিম্নলিখিত ‘C’ program-এর অংশটি পড় এবং এর output লেখঃ Int I; for(I=1;i<5;i++) printf(“Great men think alike\n”);

গ) ISP-এর বৈশিষ্টগুলি লেখ।

ঘ)একটি LAN System-এর উপযোগিতাগুলি কি কি? অথবা, OSI মেড়েলের যে কোনো চারটি স্তরের নাম লেখ।

ঙ) DBMS-এর যে কোনো দুটি সুবিধা লেখ।

চ) DBMS-এর সাপেক্ষে উদাহরণ সহযোগে Primary key-এর সংজ্ঞা লেখ। অথবা, SQL-এ Delete এবং Update Command দুটির ব্যবহার সম্পর্কে লেখ।

 

বিভাগ-গ

৩। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও(বিকল প্রশ্নগুলি লক্ষণীয়): ৪ × ১০ = ৪০

ক) (i) নিম্নলিখিত floating point binary সংখ্যাটি 10 base-এর সাহায্যে লেখঃ 110.1011 নিম্নলিখিত বার্তাটি 7-bit ASCII code-এ আছে। যদি A-এর ASCII নাম 65 হয় তবে বার্তাটি কি হবে? 1001000  1000101  1001100  1010000. ২+২

  অথবা, 32 bit word length ব্যবহার করে 1101011 - এই binary সংখ্যাটি floating point representation -এ লেখ, যেখানে mantissa হয় 24 bite এবং exponent হয় 8 bits ৪

 

খ) একটি counter design কর যেটি decimal digits কে 2,4,2,1 code হিসাবে count করে। ৪ অথবা, JK flip-flop-এর জন্য characteristic টেবিল তৈরী কর য়েখানে Q (T) বর্তমান অবস্হা এবং Q (T+1) একটি clock pulse ঘটার পরবর্তী আবস্হা নির্দেশ কর। ৪

 

গ) একটি 4-bit shift register প্রাথমিক 1101 ধারনা করে। 101101 serial input-এর সাহায়্যে register টি ডানদিকে ছয়বার সরানো হল। তাহলে প্রতিবার সরানোর পর register-এর content কি হয়? ৪

ঘ) একটি algorihm লেখ য়া stack থেকে একটি element delete করে। ৪ অথবা, C-function-এর পরিপ্রেক্ষিতে নিম্নলিখিত উদাহরণ সহযোগে ব্যখ্যা করঃ ২+২

i) Call by value  (ii) Call by reference.

ঙ) একটি algorihm লেখ যা Queue থেকে element delete করে। ৪ অথবা, C-programming language-এর সাপেক্ষে নিম্নলিখিত শব্দগুলি উদাহরণ সহযোগে ব্যখ্যা করঃ ২+২

 

সম্পূর্ণ প্রশ্নপত্রটি Download করতে হলে Attachment ক্লিক করুন:

***

 

Comments

Related Items