জটিল রাশির বর্গমূল নির্ণয় ( Square Root of Complex Numbers)

Submitted by arpita pramanik on Thu, 08/27/2020 - 16:13

জটিল রাশির বর্গমূল নির্ণয় (To find the square root of Complex Numbers)

 

মনে করি , a+ib জটিল রাশি ( যেখানে a , b হল বাস্তব এবং b0 ) এর বর্গমূল নির্ণয় করতে হবে । 

ধরি a+ib=x+iy , যেখানে x , y বাস্তব । 

তাহলে 

(a+ib)2=(x+iy)2a+ib=x2+2ixyy2

দুটি জটিল রাশির সমতা থেকে পাই 

a=x2y2b=2xy

আমরা জানি 

(x2+y2)2=(x2y2)2+4x2y2x2+y2=(x2y2)2+(2xy)2x2+y2=a2+b2

অতএব 

x2=12(a+a2+b2)x=±a+a2+b22y2=12(a2+b2a)y=±a2+b2a2

যদি b > 0 হলে x এবং y এর মান ধনাত্মক অথবা x এবং y দুটোর মান ঋণাত্মক হবে। কারণ b = 2xy .

এখন 

a+ib=x+iy=±(a+a2+b22+ia2+b2a2)

হবে।

আবার যদি b < 0 হয় , তাহলে x এবং y বিপরীত চিহ্ন যুক্ত হবে । 

তখন 

a+ib=xiy=±(a+a2+b22ia2+b2a2)

হবে । 

 

► 1 এর ঘনমূল নির্ণয় (To find the Cube Roots of Unity)

  মনে করি 1 এর ঘনমূল x , অর্থাৎ 31=x

অতএব 

x3=1x31=0(x1)(x2+x+1)=0

দেখা যাচ্ছে হয় (x1)=0 অথবা (x2+x+1)=0

যদি (x1)=0 হয় , তাহলে x = 1 হবে। 

যদি (x2+x+1)=0 হয় , তাহলে 

(x2+x+1)=0x2+2x12+1414+1=0x2+2x12+14+34=0(x+12)2=34x+12=±i32x=12±i32=1±i32

অতএব 1 এর তিনটি ঘনমূল হল 1 , 1+i32 এবং 1i32

দেখা যাচ্ছে মূল তিনটির মধ্যে একটি বাস্তব ও বাকি দুটি অবাস্তব । 

 

►1 এর ঘনমূলের তিনটি ধর্ম (Three Properties of Cube Root of Unity)

(1) 1 এর অবাস্তব ঘনমূল দুটি একটি অন্য টির বর্গ 

এখন 1 এর একটি অবাস্তব ঘনমূল হল 1+i32

(1+i32)2=(1)2+2(1)i3+(i3)24=12i334=22i34=1i32

অনুরূপে আমরা প্রমাণ করতে পারি (1i32)2=1+i32

 

(2) 1 এর অবাস্তব দুটি ঘনমূলের গুণফল 1 হয় 

1 এর দুটি অবাস্তব ঘনমূল হল 1i32,1+i32

এখন তাদের গুণফল হল 

1i32×1+i32=(1i3)×(1+i3)4=(1)2(i3)24=1+34=44=1

 

(3) 1 এর ঘনমূল তিনটির সমষ্টি শূন্য হয় 

  1 এর তিনটি ঘনমূল হল 1 , 1+i32 এবং 1i32

তাদের যোগফল হল 

1+1+i32+1i32=21+i31i32=222=02=0

[ 1 এর ঘনমূল তিনটিকে সাধারণত 1 , ω এবং ω2 দ্বারা প্রকাশ করা হয় ।

যেখানে ω=1+i32 এবং ω2=1i32

ω4=ω3ω=ωω5=ω3ω2=ω2ω6=(ω3)2=1

অর্থাৎ ω3=1]

 

 

Comments

Related Items

করণী (surds)

মূলদ সংখ্যা : যদি কোনো সংখ্যা কে p/q (p,q অখণ্ড সংখ্যা ,q≠0) আকারে প্রকাশ করা যায় তাহলে ঐ সংখ্যা কে মূলদ সংখ্যা (rational number) বা প্রমেয় রাশি (commensurable quantity) বলে।

সূচকের নিয়মাবলি (Laws of indices)

সূচকের নিয়মাবলি সূচক নিয়মাবলি (Laws of index) নিধান ও সূচক (Base and Index) যদি m একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা হয় তবে, এই সবক্ষেত্রে 3, x, -2 কে নিধান এবং 4, 5, 3 কে যথাক্রমে এর শক্তির সূচক বলা হয় ।

বীজগণিত (Algebra)

বীজগণিত (Algebra)

Surds and Indices :   Fundamental laws of Surds and Indices, simple applications.

Class XI Mathematics Study material

গণিত একাদশ শ্রেণির জন্য, বিষয় সমূহ - ...