বাংলার রাজনৈতিক পট পরিবর্তন : কর্ণাটকে যখন ইঙ্গ-ফরাসি দ্বন্দ্ব চলছিল, মোটামুটি প্রায় সেই সময় বাংলায় রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছিল । ১৭৫৭ খ্রিষ্টাব্দ থেকে ১৭৬৫ খ্রিষ্টব্দের মধ্যে বাংলার কর্তৃত্ব স্বাধীন নবাবদের হাত থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায় । তিনটি পর্বে এই পরিবর্তন হয়েছিল—
(১) ১৭৫৭ খ্রিষ্টাব্দে পলাশীর যুদ্ধ,
(২) ১৭৬০ খ্রিষ্টাব্দে মীরজাফরের অপসারণ ও মিরকাশিমের উত্থান এবং
(৩) ১৭৬৩ খ্রিষ্টাব্দে মিরকাশিমের পরিবর্তে আবার মিরজাফরের সিংহাসন লাভ ।
১৭৬৪ খ্রিষ্টাব্দে বক্সারের যুদ্ধে এবং ইংরেজদের দেওয়ানি লাভের সঙ্গে সঙ্গে ক্ষমতা হস্তান্তরের পালা সম্পূর্ণ হয়েছিল । এইভাবে ইংরেজরা বাংলার নবাবদের ক্ষমতা চ্যুত করেছিল । অন্যদিকে ১৭৫৭ খ্রিষ্টাব্দের মার্চ মাসে ফরাসিরা চন্দন নগর অধিকার করে ও ১৭৫৯ খ্রিষ্টাব্দে ওলন্দাজদের বিদারার যুদ্ধে পরাজিত করে ইংরেজরা বাংলায় তাদের আধিপত্য স্থাপনের কাজ সম্পূর্ণ করেছিল । অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধের প্রভাব কর্ণাটকে পড়লেও আলিবর্দির দৃঢ়তার জন্য বাংলায় তার প্রভাব অনুভূত হয়েছিল ।
*****
- 749 views