জৈব যৌগের গঠনগত সমাবয়বতা

Submitted by arpita pramanik on Sat, 04/20/2013 - 13:08

জৈব যৌগের গঠনগত সমাবয়বতা (Constitutional Isomerism of Organic Compounds) :

সমাবয়বতা (Isomerism) : একই আণবিক সংকেত যুক্ত কিন্তু আলাদা গঠন ও ধর্মবিশিষ্ট একাধিক জৈব যৌগ পাওয়া যায় । এই ঘটনাকে সমাবয়বতা (Isomerism) বলে এবং এই ধরনের যৌগগুলিকে সমাবয়ব বা আইসোমার (Isomer) বলে । 

গঠনগত সমাবয়বতা (Constitutional Isomerism) : দুটি যৌগের একই আণবিক সংকেত থাকা সত্ত্বেও বিভিন্ন ধরণের গঠন সংকেত (structural formula) থাকে, ওই সমাবয়ব যৌগগুলির মধ্যে বিভিন্ন ধরণের ভৌত এবং রাসায়নিক ধর্ম দেখা যায়, তখন ওই ঘটনাকে গঠনগত সমাবয়বতা বলে । গঠনগত সমাবয়বতা তিন ধরনের যথা: (ক) শৃঙ্খল ঘটিত সমাবয়বতা,   (খ) অবস্থান ঘটিত সমাবয়বতা,  (গ) কার্যকরী মূলক ঘটিত সমাবয়বতা

(ক) শৃঙ্খলঘটিত সমাবয়বতা (Chain Isomerism) : কার্বন শৃঙ্খলের বিভিন্নতার জন্য জৈব যৌগে যে সমাবয়বতা সৃষ্টি হয়, তাকে শৃঙ্খল ঘটিত সমাবয়বতা বলে । যেমন: C4H10  সংকেত থেকে দুটি ভিন্ন গঠন যুক্ত যৌগ পাওয়া যায় ।

যথা:

 

(খ) অবস্থানঘটিত সমাবয়বতা (Positional Isomerism) :- একই কার্বন শৃঙ্খল যুক্ত জৈব যৌগে প্রতিস্থাপিত পরমাণু বা কার্যকরী মূলকের ভিন্ন অবস্থানের জন্য যে সমাবয়বতার সৃষ্টি হয়, তাকে অবস্থান ঘটিত সমাবয়বতা বলে ।

যেমন:  

গ) কার্যকরী মূলক ঘটিত সমাবয়বতা (Functional group Isomerism) :- একই আণবিক সংকেত বিশিষ্ট একাধিক যৌগে বিভিন্ন কার্যকরী মূলকের উপস্থিতির জন্য যে সমাবয়বতার সৃষ্টি হয়, তাকে কার্যকরী মূলক ঘটিত সমাবয়বতা বলে ।

যেমন— কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের দ্বারা সমযোজী বন্ধনে উৎপন্ন C2H6O যা ওই পরমাণু ত্রয়ের দ্বারা একটি যৌগের আণবিক সংকেত । ওই যৌগটি আবার বিভিন্নভাবে বিন্যস্ত হয়ে দুটি যৌগ তৈরি করে : প্রথমটি C2H5OH (কার্যকরী মূলক —OH) এবং দ্বিতীয়টি CH3—O—CH3 (কার্যকরী মূলক —O—) । এই দুটি যৌগে উপাদান হিসাবে C, H  এবং O -এর ওজনের অনুপাত একই কিন্তু এরা ভিন্ন প্রকৃতির যৌগ । একটি হল অ্যালকোহল যা জলে দ্রাব্য এবং অন্যটি ইথার জলে দ্রাব্য নয় ।

একই আণবিক সংকেতযুক্ত ইথাইল অ্যালকোহল ও ডাইমিথাইল ইথারের তুলনা ।

যৌগ

আণবিক

সংকেত

গঠন ভৌত অবস্থা স্ফুটনাঙ্ক ধাতব Na -এর সঙ্গে বিক্রিয়া

[1]ইথাইল

    অ্যালকোহল

C2H6O সাধারণ অবস্থায় তরল এর স্ফুটনাঙ্ক 78°C

ধাতব Na -এর সঙ্গে

বিক্রিয়ায় H2 গ্যাস নির্গত হয় ।

[2] ডাইমিথাইল

     ইথার

C2H6O সাধারণ অবস্থায় গ্যাসীয় এর স্ফুটনাঙ্ক -24°C

ধাতব Na -এর সঙ্গে এর

কোনো বিক্রিয়া ঘটে না  ।

 

মন্তব্য : ইথাইল অ্যালকোহলডাইমিথাইল ইথারের আণবিক সংকেত একই, কিন্তু এদের গঠন আলাদা, তাই এদের ধর্মও আলাদা । এরা পরস্পর সমাবয়বী ।

*****

Related Items

তাপের ঘটনাসমূহ

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন : প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প আছে যেটি সঠিক সেটি লেখ- পদার্থ কে উত্তপ্ত করলে তার ---, পিতল তামা লোহা এবং ইস্পাতের মধ্যে তাপীয় সম্প্রসারণ সবচেয়ে বেশি হয় --, γr, γa এবং γg এর মধ্যে সম্পর্ক টি হল ---, গ্যাসের আয়তন প্রসারণ গুনাঙ্কের মান ---

রাসায়নিক গণনা

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নের চারটি করে বিকল্প আছে এদের মধ্যে যেটি সঠিক সেটি লেখ, যে কোন রাসায়নিক বিক্রিয়ার পর ভর ও শক্তির মোট পরিমাণ --, ভর ও শক্তির তুল্যতা সমীকরণটি হলো ---, 27 g Al সম্পূর্ণভাবে বিক্রিয়া করতে কত পরিমাণ অক্সিজেন প্রয়োজন ?, গ্যাসের বাষ্প ঘনত্ব (D) ও আণবিক ভর (M) ...

গ্যাসের আচরণ

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন : চার্লসের সূত্রে ধ্রুবক হল --, বয়েলের সূত্রে ধ্রুবক হল --, শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু ---, STP তে যে কোন গ্যাসের মোলার আয়তন ---, পরমশূন্য উষ্ণতায় সমস্ত গ্যাসের আয়তন হয় ---, গ্যাসের উষ্ণতা বাড়লে অনুগুলির গতিবেগ ---, নিচের কোনটি চাপের SI একক ?, --

পরিবেশের জন্য ভাবনা

বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন ভূপৃষ্ঠ থেকে বায়ুমন্ডলের উচ্চতার মান --, বায়ুমণ্ডলের যে স্তরে ঝড় বৃষ্টি হয় তার নাম হলো --, প্রতি বছর পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির পরিমাণ ---, সৌর শক্তির উৎস হচ্ছে ---, নিচের কোনটি গ্রীন হাউজ গ্যাস নয় ? অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন (একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও)

Class X Physical Science and Environment (New Syllabus)

পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, আলো, পর্যায় সারণি এবং মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা, আয়নীয় ও সমযোজী বন্ধন, রাসায়নিক গণনা, তাপের ঘটনাসমূহ, চলো তড়িৎ, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া, ধাতুবিদ্যা, পরমাণুর নিউক্লিয়াস, জৈব রসায়ন