অ্যালেকজান্ডার ফ্লেমিং

Submitted by tushar pramanick on Fri, 10/13/2017 - 21:32

অ্যালেকজান্ডার ফ্লেমিং

Alexander Fleming

জন্ম: ৬ আগস্ট ১৮৮১  মৃত্যু:১১ মার্চ ১৯৫৫

স্যার আলেকজান্ডার ফ্লেমিং ছিলেন একজন স্কটিশ ডাক্তার, জীববিজ্ঞানী, ফার্মাকোলজিস্ট এবং উদ্ভিদবিজ্ঞানী। 1923 সালে তাঁর সর্বপ্রথম আবিষ্কার এনজাইম লাইসোজাইম এবং 1928 সালে পেনিসিলিয়াম নোটেটাম থেকে বিশ্বের প্রথম এন্টিবায়োটিক পদার্থ বেনজাইলেননিসিলিন (পেনিসিলিন জি) আবিষ্কার করেন। যার জন্য তিনি ১৯৪৫ সালে হোয়াড্ড ফ্লোরী ও আর্নেস্ট বরিস চেইন সহ পদার্থবিদ্যা বা মেডিসিনে নোবেল পুরস্কার লাভ করেন। 

 

 

Comments

Related Items

গুলিয়েলমো মার্কোনি

গুলিয়েলমো মার্কোনি ছিলেন একজন নোবেল পুরস্কার বিজয়ী ইতালীয় উদ্ভাবক এবং প্রকৌশলী যিনি বেতার যন্ত্রের সম্প্রচার পদ্ধতি উদ্ভাবনের জন্য বিখ্যাত হয়ে আছেন।

টমাস আলভা এডিসন

টমাস আলভা এডিসন ছিলেন মার্কিন উদ্ভাবক এবং ব্যবসায়ী। তিনি গ্রামোফোন, ভিডিও ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক বাতি (বাল্ব) সহ বহু যন্ত্র তৈরি করেছিলেন যা বিংশ শতাব্দীর জীবনযাত্রায় ব্যাপক প্রভাব ফেলেছিল।

জন বেয়ার্ড

জন বেয়ার্ড এর পূর্ণ নাম জন লগি বেয়ার্ড তিনি একজন স্কটল্যান্ডীয় বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার ছিলেন। তিনিই বিশ্বের প্রথম কার্যক্ষম ইলেক্ট্রোমেকানিক্যাল টেলিভিশন আবিস্কার করেন।

আলফ্রেদ নোবেল

আলফ্রেড বের্নহার্ড নোবেল একজন সুয়েডীয় রসায়নবিদ, প্রকৌশলী, উদ্ভাবক এবং অস্ত্র নির্মাতা। আলফ্রেড নোবেলের উইল অনুসারে বিশ্বের সবচেয়ে সম্মানজনক নোবেল পুরস্কার প্রদান করা হয়।

অ্যান্ডার্স সেলসিয়াস

১৭৪২ সালে তিনিই প্রথম সেলসিয়াস তাপমান যন্ত্রের ধারণা সম্বন্ধে আলোকপাত করেছেন; যা পরবর্তীকালে তাঁর নামে নামাঙ্কিত করা হয় সেলসিয়াস থার্মোমিটাররূপে।