অ্যালেকজান্ডার ফ্লেমিং
Alexander Fleming
জন্ম: ৬ আগস্ট ১৮৮১ মৃত্যু:১১ মার্চ ১৯৫৫
স্যার আলেকজান্ডার ফ্লেমিং ছিলেন একজন স্কটিশ ডাক্তার, জীববিজ্ঞানী, ফার্মাকোলজিস্ট এবং উদ্ভিদবিজ্ঞানী। 1923 সালে তাঁর সর্বপ্রথম আবিষ্কার এনজাইম লাইসোজাইম এবং 1928 সালে পেনিসিলিয়াম নোটেটাম থেকে বিশ্বের প্রথম এন্টিবায়োটিক পদার্থ বেনজাইলেননিসিলিন (পেনিসিলিন জি) আবিষ্কার করেন। যার জন্য তিনি ১৯৪৫ সালে হোয়াড্ড ফ্লোরী ও আর্নেস্ট বরিস চেইন সহ পদার্থবিদ্যা বা মেডিসিনে নোবেল পুরস্কার লাভ করেন।