জন বেয়ার্ড
John Logie Baird
Born 13 August 1888
Died 14 June 1946
জন বেয়ার্ড এর পূর্ণ নাম জন লগি বেয়ার্ড তিনি একজন স্কটল্যান্ডীয় বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার ও উদ্ভাবক ছিলেন। তিনিই বিশ্বের প্রথম কার্যক্ষম ইলেক্ট্রোমেকানিক্যাল টেলিভিশন আবিস্কার করেন। ২৬ জানুয়ারী ১৯২৬ সালে তিনি প্রথম টেলিভিশন সিস্টেম জনগনের সামনে পরিবেশন করেন । কালার টেলিভিশনটিও জন বেয়ার্ড আবিস্কর করেন । পরে সম্পূর্ণ ইলেকট্রনিক কালার পিকচার টিউব তিনি আবিস্কার করেন ।