বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - পথের দাবী

Submitted by avimanyu pramanik on Sat, 06/27/2020 - 19:36

মাধ্যমিকের নমুনা প্রশ্ন :-

১. গিরীশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল ? —     [মাধ্যমিক - ২০১৭]

    (ক) পুলিশ-স্টেশনে        (খ) জাহাজ ঘাটায়        (গ) রেল স্টেশনে       (ঘ) বিমান বন্দরে ।

২. "এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁফাতে লাগিল" — বাক্যটি কোন শ্রেণির  ?      [মাধ্যমিক - ২০১৭]

    (ক) সরল বাক্য      (খ) জটিল বাক্য       (গ) যৌগিক বাক্য     (ঘ) মিশ্র বাক্য

৩. 'দয়ার সাগর ! পরকে সেজে দি, নিজে খাইনে ।'— বক্তা হলেন -           [মাধ্যমিক - ২০১৮]

     (ক) জগদীশবাবু        (খ) নিমাইবাবু        (গ) অপূর্ব        (ঘ) গিরীশ মহাপাত্র

৪. "বয়স ত্রিশ-বত্রিশের অধিক নয়, কিন্তু ভারী রোগা দেখাইল ।"  — এটি কোন শ্রেণির বাক্য ?       [মাধ্যমিক-২০১৮]

     (ক) সরল বাক্য        (খ) জটিল বাক্য       (গ) মিশ্র বাক্য        (ঘ) যৌগিক বাক্য

     উঃ মিশ্র বাক্য / যৌগিক বাক্য

৫. অপূর্বর পিতার বন্ধু হলেন—        [মাধ্যমিক-২০১৯]

     (ক) জগদীশবাবু        (খ) রামদাস        (গ) নিমাইবাবু        (ঘ) গিরীশ মহাপাত্র

******************************

মাধ্যমিকের সম্ভাব্য প্রশ্ন :-

১. 'চুপ করিয়া রহিলেন' —কে চুপ করিয়া রহিলেন ?

       (ক) জগদীশবাবু       (খ) অপূর্ব       (গ) নিমাইবাবু       (ঘ) গিরীশ মহাপাত্র ।

২. গিরীশ মহাপাত্রের ট্যাঁকে পাওয়া গিয়েছিল —

    (ক) দুটি টাকা ও গণ্ডা ছয়েক পয়সা

    (খ) দুটি টাকা ও গণ্ডা-তিনেক পয়সা 

    (গ) একটি টাকা ও গণ্ডা ছয়েক পয়সা

    (ঘ) একটি টাকা ও গণ্ডা চারেক পয়সা  ।

৩. 'আপাতত ভামো যাচ্চি ।'— বক্তা কে ?

    (ক) গিরীশ        (খ) রামদাস        (গ) অপূর্ব       (ঘ) নিমাইবাবু ।

৪. নিমাইবাবু জগদীশকে কীসের দিকে নজর রাখতে বলেছিলেন ?

      (ক) বন্দরের দিকে       (খ) স্টেশনের দিকে       (গ) জাহাজঘাটের দিকে        (ঘ) রাত্রের মেল ট্রেনটার দিকে

৫. অপূর্ব গিরীশ মহাপাত্রকে সব্যসাচী ভাবতে পারে কোন দিক দিয়ে ?

      (ক) তাঁর শিক্ষাগত যোগ্যতায়       (খ) তাঁর কালচারের কথা ভেবে       (গ) তাঁর পোশাকের কথা ভেবে       (ঘ) তাঁর কথাবার্তায় ।

৬. 'পথের দাবী' কাহিনিটি যে উপন্যাসের অংশবিশেষ, তা হল —

      (ক) 'পল্লীসমাজ'      (খ) 'পথের দাবী'      (গ) 'অরক্ষণীয়া'      (ঘ) 'শ্রীকান্ত' ।

৭. অপূর্ব কোন শ্রেণির যাত্রী ছিল ?

       (ক) তৃতীয় শ্রেণির       (খ) দ্বিতীয় শ্রেণির       (গ) প্রথম শ্রেণির       (ঘ) কোনোটিই নয় ।

৮. গিরীশ মহাপাত্রের পায়ে ছিল —

      (ক) সাদা রঙের মোজা       (খ) নীল রঙের ফুল মোজা        (গ) কালো রঙের ফুল মোজা        (ঘ) সবুজ রঙের ফুল মোজা

৯. 'এ শহরে আরও কিছুদিন নজর রাখা দরকার'  — কোন শহরে ?

      (ক) বর্মা        (খ) কলকাতা       (গ) ঢাকা       (ঘ) কলম্বো ।

১০. সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন —

       (ক) শিক্ষক       (খ) ডাক্তার       (গ) পুলিশ       (ঘ) কেরানি ।

১১. "বুড়োমানুষের কথাটা শুনো"— কার বক্তব্য ?

      (ক) নিমাইবাবু       (খ) গিরীশ মহাপাত্র        (গ) জগদীশবাবু        (ঘ) অপূর্ব

১২. তেওয়ারি বর্মা নাচ দেখতে গিয়েছিল —

     (ক) গোয়া        (খ) ফয়া       (গ) রেঙ্গুন        (ঘ) বর্মা ।

১৩. গিরীশ মহাপাত্রের জামার রং ছিল —

     (ক) গেরুয়া       (খ) নীল       (গ) রামধনু        (ঘ) সাদা ।

১৪. 'কেবল আশ্চর্য সেই রোগা মুখের' —আশ্চর্য বিষয়টি কী ?

      (ক) শক্ত সবল শরীর        (খ) দুই হাতের শক্তি        (গ) দুটি চোখের দৃষ্টি        (ঘ) কোনোটিই নয় ।

১৫. পোলিটিকাল সাসপেক্টের নাম কী ?

      (ক) অপূর্ব রায়        (খ) সব্যসাচী চক্রবর্তী        (গ) সব্যসাচী মল্লিক        (ঘ) নিমাইবাবু ।

১৬. গিরীশ মহাপাত্রের ট্যাঁক থেকে কোন জিনিসটি বের হয়নি ?

      (ক) বিড়ি       (খ) সিগারেট       (গ) দেশলাই       (ঘ) গাঁজার কলিকা ।

১৭. 'বাড়ির খবর সব ভালো তো ?' — বক্তা কে ?

       (ক) জগদীশবাবু       (খ) অপূর্ব       (গ) নিমাইবাবু       (ঘ) রামদাস

১৮. 'বাবুজি এ-সব কথা বলার দুঃখ আছে ।' — বক্তা কে ?

      (ক) রামদাস       (খ) তেওয়ারি       (গ) গিরীশ মহাপাত্র        (ঘ) অপূর্ব ।

১৯. সব্যসাচী মল্লিককে কার সামনে হাজির করা হল ?

      (ক) জগদীশবাবু       (খ) অপূর্ব       (গ) নিমাইবাবু       (ঘ) তলওয়ারকর ।

২০. পোলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিকের বয়স কত ?

      (ক) কুড়ি-বাইশের অধিক নয়       (খ) ত্রিশ-বত্রিশের অধিক নয়       (গ) চল্লিশ-পঞ্চাশের অধিক নয়      (ঘ) ষাট-সত্তরের অধিক নয় ।

২১. 'আহারে বসিয়া অপূর্ব নিজেই কথা পাড়িল ।' — কথাটি হল

      (ক) কাল সে ভামো যাবে

      (খ) কাল তার বাড়ি থেকে চিঠি এসেছে

      (গ) কাল তার ঘরে চুরি হয়ে গেছে 

      (ঘ) পুলিশ শুধু শুধুই বুনোহাঁসের পিছনে দৌড়ে বেড়াচ্ছে ।

২২. 'বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোলোআনাই বজায় আছে ।' — কার সম্পর্কে একথা বলা হয়েছে ?

      (ক) সব্যসাচী মল্লিক      (খ) নিমাইবাবু      (গ) গিরীশ মহাপাত্র      (ঘ) জগদীশবাবু ।

২৩. বড়ো সাহেব অপূর্বকে যেখানে পাঠিয়েছিলেন —

      (ক) ভামোতে       (খ) রেঙ্গুনে        (গ) লণ্ডনে        (ঘ) জাপানে ।

২৪. ব্রহ্মদেশের বর্তমান নাম কী —

      (ক) সিঙ্গাপুর       (খ) তিব্বত       (গ) মায়ানমার       (ঘ) থাইল্যাণ্ড

২৫. বিকেলে অফিস ছুটির আগে টেলিগ্রাম নিয়ে অপূর্বর ঘরে কে ঢুকেছিলেন ?

      (ক) বড়োসাহেব        (খ) মেজোসাহেব        (গ) পিয়ন       (ঘ) রামদাস ।

২৬. পুলিশ স্টেশনের হল ঘরে কত জন বাঙ্গালি বসেছিল ?

      (ক) জন-তিনেক       (খ) জন-চারেক       (গ) জন-পাঁচেক        (ঘ) জন-ছয়েক

২৭. ট্রেনে অপূর্বর শয্যা প্রস্তুত করে দিয়েছিল —

       (ক) ব্রাহ্মণ আরদালি      (খ) টিকিট পরীক্ষক        (গ) রামদাস       (ঘ) পদ্মা ।

২৮. রামদাসের স্ত্রীর তৈরি মিষ্টান্ন অপূর্বকে অফিসে এনে দিত —

      (ক) অফিসের কর্মচারী      (খ) নিমাইবাবু       (গ) একজন ব্রাহ্মণ পিয়াদা        (ঘ) দারোয়ান ।

২৯. 'বাবাই একদিন এঁর চাকরি করে দিয়েছিলেন ।'— কার চাকরি ?

       (ক) জগদীশবাবুর       (খ) নিমাইবাবুর        (গ) তলোয়ারকরের        (ঘ) গিরীশ মহাপাত্রের ।

৩০. গিরীশ মহাপাত্রের মতে কী খণ্ডানো যায় না ?

       (ক) হাতের রেখা       (খ) কপালের লিখন       (গ) কর্মফল        (ঘ) প্রাকৃতিক দুর্যোগ

৩১. 'এইটুকু কাশির পরিশ্রমেই সে হাঁপাইতে লাগিল ।'— সে বলতে এখানে কাকে বোঝানো হয়েছে ?

       (ক) রঞ্জিত মল্লিক       (খ) তপন মল্লিক       (গ) সব্যসাচী মল্লিক       (ঘ) রাকা মল্লিক ।

৩২. 'সে যে বর্মায় এসেছে, এ খবর সত্য ।' — কার বর্মায় আসার খবর সত্য ?

      (ক) অপূর্বর        (খ) নিমাইবাবু       (গ) গিরীশ মহাপাত্রের       (ঘ) সব্যসাচীর

৩৩. গিরিশ মহাপাত্র নিজের সম্বন্ধে বলেছিলেন যে, সে ভারি —

       (ক) সৎ মানুষ       (খ) একা মানুষ       (গ) সাধারণ মানুষ       (ঘ) ধর্মভীরু মানুষ

৩৪. পুলিশ স্টেশনের বড় কর্তার নাম ছিল —

      (ক) জগদীশবাবু        (খ) অপূর্ব        (গ) গিরীশ মহাপাত্র        (ঘ) নিমাইবাবু

৩৫. 'সমস্ত লক্ষণই তোমাতে বিদ্যমান বাবা' — কীসের লক্ষণ ?

       (ক) পাণ্ডিত্যের        (খ) অসুস্থতার       (গ) গাঁজা খাওয়ার        (ঘ) রাজদ্রোহীতার ।

৩৬. 'এনাঞ্জাং থেকে দুজন বন্ধু নোক আসার কথা ছিল,'— বক্তা কে ?

      (ক) রামদাস       (খ) গিরীশ মহাপাত্র       (গ) তলওয়ারকর       (ঘ) তেওয়ারি ।

৩৭. 'কোথায় আগমন হচ্ছেন ?'— যার উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে তিনি কোথায় যাচ্ছিলেন ?

        (ক) প্রোম্       (খ) ভামো        (গ) শোত্রবো       (ঘ) মিকথিলা ।

৩৮. গিরীশ মহাপাত্রের সিল্কের পাঞ্জাবিটা ছিল —

       (ক) জাপানি       (খ) চিনা        (গ) সিংহলি       (ঘ) বাংলাদেশি ।

৩৯. রামদাসের পদবি কী ছিল ?

      (ক) তলওয়ারকর       (খ) গায়কোয়াড়       (গ) দীনকর       (ঘ) পুরকর ।

৪০. 'পথে কুড়িয়ে পেলাম, যদি কারও কাজে লাগে তাই তুলে রেখেচি ।' —  উদ্দিষ্ট বস্তুটি কী ?

      (ক) একটা দেশলাই       (খ) গাঁজার কলিকা       (গ) লাল রঙের ফিতে      (ঘ) রিস্ট ওয়াচ ।

৪১. 'কোথায় আগমন হচ্ছেন ?' — একথা কে বলেছিলেন ?

      (ক) গিরীশ মহাপাত্র       (খ) নিমাইবাবু        (গ) জগদীশবাবু       (ঘ) অপূর্ববাবু ।

৪২. 'জগদীশবাবু চটিয়া উঠিয়া কহিলেন ' —  জগদীশবাবু কী বলেছিলেন ?

      (ক)করুণাসাগর        (খ) বিদ্যাসাগর        (গ) দয়ার সাগর       (ঘ) কথার সাগর ।

৪৩. 'তবে এ বস্তুটি পকেটে কেন ?' —  বস্তুটি কী ?

      (ক) গাঁজার কলকে       (খ) কম্পাস        (গ) ফুটরুল        (ঘ) বাঘ আঁকা রুমাল ।

৪৪. পোলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে হাজির করা হয় —

      (ক) জগদীশবাবুর সামনে     (খ) নিমাইবাবুর সামনে     (গ) অপূর্বর সামনে     (ঘ) খগেনবাবুর সামনে ।

৪৫. বুক-পকেটের রুমালে কোন প্রাণীর অবয়ব ছিল ?

      (ক) হরিণ       (খ) বাঘ       (গ) শিয়াল       (ঘ) হায়না ।

৪৬. গিরীশ মহাপাত্রের চুল থেকে যে নিদারুন গন্ধে ঘর ভরে উঠেছে তা হল —

      (ক) পারফিউমের গন্ধ       (খ) নারকেল তেলের গন্ধ       (গ) নেবুর তেলের গন্ধ       (ঘ) চন্দনের গন্ধ ।

৪৭. 'তলওয়ারকর ঘাড় ফিরাইতেই বুঝিল, এই সেই গিরীশ মহাপাত্র । ......, প্রভেদের মধ্যে এখন কেবল' — তলওয়ারকর গিরীশ মহাপাত্রের মধ্যে কী প্রভেদ দেখল ?

     (ক) সবুজ রঙের ফুলমোজা আর নেই

     (খ) বাঘা-আঁকা রুমালখানি বুক পকেট ছাড়িয়ে তাঁহার কন্ঠে জড়ানো

     (গ) পাম্প শু এবং ছড়ি পালটে গেছে ।

     (ঘ)  সেই বাহারে জামা আর নেই 

৪৮. অপূর্বর প্রথম শ্রেণীর যাত্রী কামরায় কত জন লোক ছিল ?

      (ক) সে একা        (খ) দুইজন       (গ) তিনজন       (ঘ) চারজন ।

৪৯. পুলিশ যার খোঁজে তল্লাশি করছিল তিনি ছিলেন একজন —

      (ক) রাজদ্রোহী        (খ) দেশদ্রোহী        (গ) অপরাধী       (ঘ) খুনি ।

৫০. বড়োসাহেবের নির্দেশমতো অপূর্বকে রেঙ্গুন থেকে কোথায় যেতে হয়েছিল ?

      (ক) ভামো       (খ) মন্দালন       (গ) মিকথিলা       (ঘ) প্রোম্ ।

৫১. কার ঘরে চুরি হয়েছিল ?

       (ক) সব্যসাচীর     (খ) অপূর্বর     (গ) রামদাসের     (ঘ) রামদাসের ।

৫২. পুলিশ-স্টেশনে যারা মোট-ঘাট নিয়ে বসেছিল, তারা জাতিকে ছিল —

       (ক) বর্মী        (খ) ইংরেজ        (গ) বাঙালি       (ঘ) হিন্দিভাষী ।

৫৩.  'তোমার মতো সাহস আমার নেই, আমি ভীরু'— উক্তিটির বক্তা কে ?

       (ক) নিমাইবাবু       (খ) রামদাস       (গ) অপূর্ব       (ঘ) সব্যসাচী ।

৫৪. 'আশ্চয্যি নেহি হ্যায় বাবু সাহেব,— বাবু সাহেবটি কে ?

       (ক) অপূর্ব       (খ) সব্যসাচী মল্লিক        (গ) তলওয়ারকর        (ঘ) বড়োবাবু ।

৫৫.  'আজ বাড়ি থেকে কোন চিঠি পেয়েছেন নাকি ?' —এই জিজ্ঞাসার বক্তা কে ?

       (ক) জগদীশবাবু      (খ) রামদাস       (গ) তলওয়ারকর       (ঘ) হরি ।

৫৬. গিরীশ মহাপাত্রের দুজন বন্ধুর কোথা থেকে আসার কথা ছিল ?

       (ক) রেঙ্গুন থেকে      (খ) বর্মা থেকে       (গ) ভামো থেকে       (ঘ) এনাঞ্জাং থেকে

৫৭. 'নিত্য কাজগুলায় বাধা পাইল না সত্য,'— কোনটি নিত্য কাজের মধ্যে পড়ে না ?

       (ক) স্নানাহার        (খ) সন্ধ্যাহ্নিক        (গ) বাজার করা        (ঘ) অফিস যাওয়া ।

৫৮. গিরীশ মহাপাত্র গাঁজার কলকেটি কুড়িয়ে পকেটে রেখেছিলেন —

       (ক) যদি কারও কাজে লাগে তাই       (খ) নিজের জন্য       (গ) বাড়ির লোকের জন্য       (ঘ) বন্ধুদের দেওয়ার জন্য ।

৫৯. 'সে যে বর্মায় এসেছে এ খবর সত্য ।' — উক্তিটির বক্তা কে ?

       (ক) জগদীশবাবু       (খ) নিমাইবাবু        (গ) অপূর্ব       (ঘ) তলওয়ারকর

৬০. 'আপনাকেই হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে ।'— কাকে প্রায়শ্চিত্ত করতে হবে ?

       (ক) নিমাইবাবুকে        (খ) অপূর্বকে        (গ) সব্যসাচীকে        (ঘ) রামদাসকে ।

৬১. 'এতবড়ো কার্যকুশলা মেয়ে আর যে কেহ আছে মনে হয় না হে তলওয়ারকর !' — কার্যকুশলা মেয়েটি কে ?

       (ক) তলওয়ারকরের স্ত্রী     (খ) অপূর্বর স্ত্রী       (গ) উপরতলার বাসিন্দা ক্রিশ্চান মেয়ে      (ঘ) অপূর্বর বোন্ ।

৬২. গিরীশ মহাপাত্রের চেহারা ও পোশাক-পরিচ্ছদ ছিল —

       (ক) পরিপাটি ও সুন্দর       (খ) নোংরা ও বিরক্তিকর       (গ) সাদাসিধে       (ঘ) অদ্ভুত ও হাস্যকর

৬৩. 'অপূর্ব তৎক্ষণাৎ সম্মত হইয়া বলিল,'— অপূর্ব কী বলিল ?

       (ক) আমি আজই যাব       (খ) আমি কালই বার হয়ে যেতে পারি      (গ) আমি পরশু বেরিয়ে পড়বো      (ঘ) আমি কোনমতেই যাব না ।

***

Comments

Related Items

Madhyamik Examination (WBBSE) - 2022 Bengali (First Language)

২০২২

বাংলা - প্রথম ভাষা

সময় — ৩ ঘন্টা 15 মিনিট

বৃক্ষরোপণ-উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর ।

প্রশ্ন : বৃক্ষরোপণ-উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর

 উত্তর:- 

নারী-স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা কর ।

নারী-স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা কর 

উত্তর:-

বঙ্গানুবাদ (Translate into Bengali)

ইংরেজি ভাষা থেকে বাংলা ভাষাতে অনুবাদ করাকে বঙ্গানুবাদ বলে । মাধ্যমিক পরীক্ষায় আগত বিভিন্ন বঙ্গানুবাদ নিচে তুলে ধরা হলো --

"পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য ।" — লেখকের এমন মন্তব্যের কারণ কী ?

প্রশ্ন:- "পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য ।" — লেখকের এমন মন্তব্যের কারণ কী ?