বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (MCQ)
সালোকসংশ্লেষ (Photosynthesis)
1. সালোকসংশ্লেষে উৎপন্ন অক্সিজেনের উৎস হল -
(a) CO2 ( কার্বন ডাই-অক্সাইড) (b) জল (c) SO2 (d) গ্লুকোজ ।
2. সালোকসংশ্লেষে উৎপন্ন গ্লুকোজ অণুর অক্সিজেনের উৎস হল -
(a) জল (b) CO2 ( কার্বন ডাই-অক্সাইড) (c) বায়ুমন্ডল (d) জলে দ্রবীভূত অক্সিজেন ।
3. সালোকসংশ্লেষের আদর্শ স্থল -
(a) কান্ড (b) পাতা (c) মূল (d) ফুল ।
4. সালোকসংশ্লেষের সঙ্গে জড়িত কোষ অঙ্গাণুটি হল -
(a) গলগিবস্তু (b) ক্লোরোপ্লাস্ট (c) সেন্ট্রোজোম (d) মাইটোকনড্রিয়া ।
5. সালোকসংশ্লেষের আলোক বিক্রিয়া ঘটে -
(a) গ্রানায় (b) স্ট্রোমায় (c) অন্তঃপর্দায় (d) বহিঃপর্দায় ।
6. সালোকসংশ্লেষের অন্ধকার দশা ঘটে ক্লোরোপ্লাস্টের -
(a) গ্রানায় (b) স্ট্রোমায় (c) অন্তঃপর্দায় (d) বহিঃপর্দায় ।
7. সবুজ পাতার কোন কলায় সালোকসংশ্লেষ ঘটে -
(a) ভাজক কলা (b) মেসোফিল কলা (c) স্থায়ী কলা (d) জাইলেম কলা ।
8. সালোকসংশ্লেষ ঘটে -
(a) মাইটোকনড্রিয়ায় (b) ক্লোরোপ্লাষ্টিডে (c) গলগিবস্তুতে (d) রাইবোজোমে ।
9. কোন মৌল উদ্ভিদের ক্লোরোফিল অণু গঠনের জন্য প্রয়োজন ?
(a) ক্যালসিয়াম (b) সোডিয়াম (c) ম্যাগনেশিয়াম (d) পটাশিয়াম ।
10. ক্লোরোফিলে উপস্থিত ধাতুটি হল-
(a) তামা (b) ম্যাগনেশিয়াম (c) জিঙ্ক (d) পটাশিয়াম ।
11. ক্লোরোফিলের প্রধান উপাদানগুলি হল-
(a) C, H, O, Mg, (b) C, H, O, N, Mg, (c) C, H, O, Fe, (d) K, C, H, O, N, ।
12. কোন প্রক্রিয়া দ্বারা বায়ুমণ্ডল থেকে CO2 ( কার্বন ডাই-অক্সাইড) অপসারিত হয় ?
(a) শ্বসন (b) দহন (c) সালোকসংশ্লেষ (d) পুষ্টি ।
13. কোন মৌলটির অভাবে উদ্ভিদে ক্লোরোসিস ঘটে ?
(a) ক্যালসিয়াম (b) অক্সিজেন (c) ম্যাগনেসিয়াম (d) সোডিয়াম ।
14. সালোকসংশ্লেষের প্রয়োজনীয় কাঁচামাল দুটি হল -
(a) H2O ও ক্লোরোফিল
(b) CO2 ( কার্বন ডাই-অক্সাইড) ও সূর্যালোক
(c) H2O ও CO2 ( কার্বন ডাই-অক্সাইড)
(d) H2O ও NADP ।
15. কোনটি সালোকসংশ্লেষের উপাদান নয় ?
(a) O2 (অক্সিজেন) (b) CO2 ( কার্বন ডাই-অক্সাইড) (c) H2O (d) ক্লোরোফিল ।
16. সালোকসংশ্লেষের ফলে উৎপন্ন প্রধান বস্তুটির নাম হল -
(a) CO2 ( কার্বন ডাই-অক্সাইড) (b) H2O (c) O2 (অক্সিজেন) (d) গ্লুকোজ ।
17. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম কার্বনযুক্ত স্থায়ী যৌগটি হল -
(a) PGA, (b) PGAld, (c) গ্লুকোজ (d) শ্বেতসার ।
18. সালোকসংশ্লেষের অন্ধকার দশায় উৎপন্ন শেষ স্থায়ী যোগটি হল -
(a) PGA (b) গ্লুকোজ (c) PGAld (d) প্রোটিন ।
19. দৃশ্যমান আলোকরশ্মির কোন তরঙ্গ-দৈর্ঘ্যে সালোকসংশ্লেষ সবচেয়ে ভাল হয় -
(a) 500-600 nm, (b) 430-470 nm, (c) 450-700 nm, (d) 470-500 nm ।
20. বর্ণালির কোন রং-এ সালোকসংশ্লেষ ভাল হয় -
(a) লাল ও নীল, (b) নীল ও বেগুনী, (c) লাল ও হলুদ (d) হলুদ ও নীল ।
21. এক অণু গ্লুকোজ সংশ্লেষণে ব্যবহৃত হয়-
(a) 6 অণু CO2 ( কার্বন ডাই-অক্সাইড)
(b) 12 অণু CO2 ( কার্বন ডাই-অক্সাইড)
(c) 4 অণু CO2 ( কার্বন ডাই-অক্সাইড)
(d) 1 অণু CO2 ( কার্বন ডাই-অক্সাইড) ।
22. এক অণু গ্লুকোজ গঠন হতে PGAld দরকার -
(a) 2 অণু (b) 10 অণু (c) 8 অণু (d) 6 অণু ।
23. সালোকসংশ্লেষে সৃষ্ট গ্লুকোজ উদ্ভিদদেহে সঞ্চিত থাকে -
(a) ফ্যাট রূপে (b) তেল রূপে (c) স্টার্চ রূপে (d) গ্লাইকোজেন রূপে ।
24. এক অণু গ্লুকোজে সঞ্চিত শক্তির পরিমাণ -
(a) 686 Cal, (b) 686 K.Cal, (c) 7.3 K.Cal, (d) 7.3 Cal ।
25. সালোকসংশ্লেষে ব্যবহৃত নয় এমন কো-এনজাইমটি হল -
(a) ADP (b) RuBP (c) FAD (d) NADP ।
26. সালোকসংশ্লেষে ব্যবহৃত হয় এরূপ একটি সহ উৎসেচক হল-
(a) NAD (b) NADP (c) FAD (d) RuBP ।
27. সালোকসংশ্লেষের অন্ধকার দশায় CO2 ( কার্বন ডাই-অক্সাইড) -সংবন্ধনকারী পদার্থটি হল-
(a) NADP (b) RuBP (c) ATP (d) NAD ।
28. সালোকসংশ্লেষে জারিত হয়-
(a) H2O (b) CO2 ( কার্বন ডাই-অক্সাইড) (c) C6H12O6 (d) NO2 ।
29. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় বিজারিত হয়-
(a) H2O (b) CO2 ( কার্বন ডাই-অক্সাইড) (c) C6H12O6 (d) NO2 ।
30. সালোকসংশ্লেষে CO2 ( কার্বন ডাই-অক্সাইড) বিজারিত হয়-
(a) আলোক দশায় (b) অন্ধকার দশায় (c) ফটোলাইসিসে (d) গ্লাইকোলাইসিসে ।
31. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় কোনটির জারণে O2 (অক্সিজেন) নির্গত হয় ?
(a) জল (b) কার্বন ডাই-অক্সাইড (c) সূর্যালোক (d) ক্লোরোফিল ।
32. সালোকসংশ্লেষের আলোক দশার একটি উল্লেখযোগ্য ঘটনা হল-
(a) অঙ্গার-আত্তীকরণ (Carbon assimilation) (b) জলের ফটোলাইসিস (c) শর্করা সৃষ্টি (d) RuBP -এর পুনরুৎপাদন ।
33. সালোকসংশ্লেষ করতে পারে না এমন একটি উদ্ভিদ হল -
(a) স্পাইরোগাইরা (b) মিউকর (c) মস (d) ফার্ন ।
34. সালোকসংশ্লেষে সক্ষম একটি প্রাণী হল-
(a) অ্যামিবা (b) এন্টামিবা (c) জায়েন্ট অ্যামিবা (d) ক্রাইস্যামিবা ।
35. ফণীমনসার সালোকসংশ্লেষ ঘটে -
(a) কান্ডে (b) পর্ণকান্ডে (c) পাতায় (d) মূলে ।
36. পরিবেশে O2 (অক্সিজেন) ও CO2 ( কার্বন ডাই-অক্সাইড) -এর ভারসাম্য রক্ষিত হয় -
(a) সালোকসংশ্লেষ দ্বারা (b) শ্বসন দ্বারা (c) সালোকসংশ্লেষ ও শ্বসন দ্বারা (d) শ্বসন ও রেচন দ্বারা ।
37. সালোকসংশ্লেষের আলোক দশায় সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে -
(a) CO2 ( কার্বন ডাই-অক্সাইড) (b) NADP (c) ক্লোরোফিল (d) ATP ।
38. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় গ্লুকোজে সৌরশক্তি আবদ্ধ হয়-
(a) রাসায়নিক শক্তি হিসাবে (b) স্থিতি শক্তি হিসাবে (c) গতিশক্তি হিসাবে (d) আলোকশক্তি হিসাবে ।
39. অঙ্গার আত্তিকরণে শক্তির উৎস হল -
(a) ATP (অ্যাডিনোসিন ট্রাই ফসফেট) (b) ADP (c) ক্লোরোফিল (d) সুর্য ।
40. সালোকসংশ্লেষে উৎপন্ন খাদ্যের মধ্যে কোন প্রকার শক্তি সঞ্চিত থাকে ?
(a) সৌরশক্তি (b) রাসায়নিক শক্তি (c) স্থৈতিক শক্তি (d) গতি শক্তি ।
41. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় আত্তিকরণ শক্তি হল-
(a) ATP (অ্যাডিনোসিন ট্রাই ফসফেট) (b) NADPH + H+ (c) NADP (d) ATP ও NADPH + H+ ।
42. RuBP এক প্রকার -
(a) এনজাইম (b) কো-এনজাইম (c) শর্করা (d) ইলেকট্রন বাহক ।
43. হিল বিকারটি হল-
(a) ATP (অ্যাডিনোসিন ট্রাই ফসফেট) (b) NADP (c) NAD (d) ADP (অ্যাডিনোসিন ডাই ফসফেট) ।
44. সালোকসংশ্লেষীয় একক বলে-
(a) ক্লোরোফিলকে (b) কোয়ান্টোজোমকে (c) ক্লোরোপ্লাস্টকে (d) ক্যারোটিনকে ।
45. আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়-
(a) পরিপাকের সময় (b) শ্বসনের সময় (c) আত্তিকরণের সময় (d) সালোকসংশ্লেষের সময় ।
46. উদ্ভিদের পাতায় আপতিত সূর্যালোকের যে পরিমাণ শোষণ ঘটে তা হল-
(a) 12% (b) 5% (c) 70% (d) 83% ।
47. কোন মৌলটি ক্লোরোফিল অণুতে থাকে না ?
(a) C (b) H (c) N (d) Fe ।
48. বায়ুতে CO2 ( কার্বন ডাই-অক্সাইড) -এর পরিমাণ স্বাভাবিকের থেকে কী পরিমাণ পর্যন্ত বৃদ্ধি পেলে সালোকসংশ্লেষের হার বৃদ্ধি পায় ?
(a) 0.001% (b) 0.01% (c) 0.1% (d) 0.3% ।
49. সালোকসংশ্লেষের অন্ধকার দশাটি সংঘটিত হয়-
(a) দিনের বেলায় (b) রাত্রি বেলায় (c) দিবারাত্রি উভয় সময়েই (d) কেবলমাত্র ভোর বেলায় ।
50. পড়ার ঘরের মধ্যে অ্যাকোয়ারিয়ামে রাখা ঝাঁঝি গাছটি রাত আটটার সময়েও সালোকসংশ্লেষ করতে পারে -এর কারণ কী ?
(a) গাছ রাতেও সালোকসংশ্লেষ করে
(b) পড়ার ঘরে সালোকসংশ্লেষের জন্য প্রয়োজনীয় CO2 ( কার্বন ডাই-অক্সাইড) প্রচুর পরিমাণে থাকে
(c) পড়ার ঘরে ওই সময়ে সালোকসংশ্লেষের জন্য দরকারী আলো থাকে
(d) অ্যাকোয়ারিয়ামে প্রচুর পরিমাণে জল থাকে ।
51. ঝাঁঝি জাতীয় জলজ উদ্ভিদ তাদের দেহের কোন অংশের মাধ্যমে সালোকসংশ্লেষের প্রয়োজনীয় CO2 ( কার্বন ডাই-অক্সাইড) গ্রহন করে ?
(a) পত্ররন্ধ্র (b) লেন্টিসেল (c) দেহতল (d) কিউটিকল ।
*****
- 25668 views