শ্বসন (Respiration)
বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (MCQ)
1. শ্বসন এক প্রকার
(a) উপচিতি বিপাক (Metabolic metabolism)
(b) অপচিতি বিপাক (Catabolic metabolism)
(c) উভয়ই
(d) কোনটিই নয়
2. শ্বসনে শক্তি উৎপন্ন হয় মূলত নীচের কোন অণু থেকে ?
(a) প্রোটিন (b) গ্লিসারল (c) গ্লুকোজ (d) অ্যামাইনো অ্যাসিড
3. কোন জৈবিক ক্রিয়ায় জীব O2 গ্রহন করে ও CO2 ত্যাগ করে ?
(a) সালোকসংশ্লেষ (b) শ্বসন (c) পুষ্টি (d) রেচন
4. প্রধান শ্বসন বস্তুটি হল -
(a) ফ্যাটি অ্যাসিড (b) শ্বেতসার (c) গ্লুকোজ (d) প্রোটিন
5. কোষের শক্তিঘর হল -
(a) সাইটোপ্লাজম (b) মাইটোকনড্রিয়া (Mitochondria) (c) নিউক্লিয়াস (d) প্লাসটিড
6. জীবের শ্বসন ক্রিয়ায় গৃহিত গ্যাসটি হল-
(a) CO2 (b) NO2 (c) O2 (d) SO2
7. জীবের শ্বসন ক্রিয়ায় নির্গত গ্যাসটি হল-
(a) CO2 (b) NO2 (c) O2 (d) SO2
8. শ্বসনে উৎপন্ন শক্তি হল -
(a) যান্ত্রিকশক্তি (b) সৌরশক্তি (c) তাপশক্তি বা গতিশক্তি (d) বৈদ্যুতিকশক্তি
9. শ্বসন প্রক্রিয়াটি ঘটে-
(a) কোষের বাইরে (b) কোষের ভিতরে (c) শ্বাসঅঙ্গে (d) পরিবেশে
10. তাপশক্তি ও আলোক শক্তি উভয়ই উৎপন্ন হয় -
(a) সবাত শ্বসনে (Aerobic Respiration) (b) অবাত শ্বসনে (Anaerobic Respiration) (c) সন্ধানে (d) দহনে (Combustion)
11. কোন প্রক্রিয়ায় শক্তির দ্রুত মুক্তি ঘটে ?
(a) শ্বসন (Respiration) (b) দহন (Combustion) (c) ক্ষয় (d) সন্ধান (Fermentation)
12. শ্বসনকালে নির্গত CO2 গ্যাসের আয়তন ও গৃহিত O2 গ্যাসের আয়তনকে বলে -
(a) TQ. (b) RQ. (Respiratory Quotient) (c) MQ. (d) PQ. (Photosynthetic Quotient)
13. কোন প্রকার শ্বসনে বায়বীয় অক্সিজেন (O2) প্রয়োজন হয় ?
(a) অবাত শ্বসনে (Anaerobic Respiration)
(b) সবাত শ্বসনে(Aerobic Respiration)
(c) সন্ধান (Fermentation)
(d) দহন (Combustion)
14. কোন প্রকার শ্বসনে অজৈব অক্সাইড ([tex]NO_3^ - [/tex]) দরকার হয় ?
(a) অবাত শ্বসনে (b) সবাত শ্বসনে (c) সন্ধান (Fermentation) (d) দহন (Combustion)
15. ঈস্টে ঘটে -
(a) কোহল সন্ধান (Alcoholic Fermentation)
(b) ল্যাকটিক অ্যাসিড সন্ধান
(c) বিউটাইরিক অ্যাসিড সন্ধান
(d) অ্যাসিটিক অ্যাসিড সন্ধান
16. সবাত শ্বসন (Aerobic Respiration) ঘটে কোষের -
(a) সাইটোপ্লাজমে (b) মাইটোকনড্রিয়ায় (Mitochondria) (c) সাইটোপ্লাজম ও মাইটোকনড্রিয়ায় (d) ক্লোরোপ্লাস্টে
17. অবাত শ্বসন (Anaerobic Respiration) ঘটে কোষের -
(a) সাইটোপ্লাজমে (b) মাইটোকনড্রিয়ায় (Mitochondria) (c) সাইটোপ্লাজম ও মাইটোকনড্রিয়ায় (d) ক্লোরোপ্লাস্টে
18. সকল প্রকার শ্বসনের সাধারণ পর্যায়টি হল-
(a) গ্লাইকোলাইসিস(Glycolysis) (b) ক্রেবস-চক্র (krebs cycle) (c) প্রান্তীয় শ্বসন (d) সাইটোক্রোম পথ
19. গ্লাইকোলাইসিস (Glycolysis) প্রক্রিয়াটি ঘটে কোষের -
(a) মাইটোকনড্রিয়ায় (Mitochondria) (b) সাইটোপ্লাজমে (c) প্লাসটিডে (d) সেন্ট্রোজোমে
20. গ্লাইকোলাইসিসে (Glycolysis) উৎপন্ন হয় -
(a) ল্যাকটিক অ্যাসিড (b) সাইট্রিক অ্যাসিড (c) পাইরুভিক অ্যাসিড (d) বিউটাইরিক অ্যাসিড
21. পাইরুভিক অ্যাসিড কোন প্রক্রিয়ার সবশেষে উৎপন্ন হয় ?
(a) ক্রেবস-চক্র (Krebs cycle) (b) গ্লাইকোলাইসিস(Glycolysis) (c) প্রান্তীয় শ্বসন (d) সাইটোক্রোম পথ
22. ক্রেবস-চক্র (Krebs cycle) বা সাইট্রিক অ্যাসিড চক্র ঘটে কোষের -
(a) সাইটোপ্লাজমে (b) মাইটোকনড্রিয়ায় (Mitochondria) (c) রাইবোজোমে (d) সেন্ট্রোজোমে
23. ঐচ্ছিক পেশিকোষে অবাত শ্বসনের ফলে উৎপন্ন হয়-
(a) পাইরুভিক অ্যাসিড (b) ল্যাকটিক অ্যাসিড (c) বিউটাইরিক অ্যাসিড (d) সাইট্রিক অ্যাসিড
24. অতিরিক্ত পরিশ্রমের সময় পেশিকোষে কোন অ্যাসিড উৎপন্ন হওয়ায় পেশি সাময়িকভাবে ক্লান্ত হয়ে পড়ে ?
(a) সাইট্রিক অ্যাসিড (b) ল্যাকটিক অ্যাসিড (c) পাইরুভিক অ্যাসিড (d) অ্যাসিটিক অ্যাসিড
25. শ্বাসমূল (Pneumatophore) বা নাসিকামূল থাকে -
(a) পদ্ম গাছে (b) সুন্দরী গাছে (c) ক্যাকটাসে (d) মটর গাছে
26. উদ্ভিদের শ্বাসঅঙ্গ (Respiratory Organs) হল -
(a) পত্ররন্ধ্র (Stomata) (b) লেন্টিসেল ( Lenticell ) (c) পত্ররন্ধ্র ও লেন্টিসেল (d) কিউটিকল
27. অবাত শ্বসন সম্পন্ন করে এমন একটি প্রাণী হল -
(a) কেঁচো (b) হাইড্রা (c) মনোসিস্টিম (d) প্রজাপতি
28. ত্বক প্রধান শ্বাসঅঙ্গরূপে দায়িত্ব পালন করে কোন প্রাণীর ?
(a) কুনো ব্যাঙ (b) কেঁচো (c) আরশোলা (d) চিংড়ি
29. ট্রাকিয়া কোন প্রাণীর শ্বাসঅঙ্গ (Respiratory Organ) ?
(a) কেঁচো (b) টিকটিকি (c) আরশোলা (d) মাছ
30. কুমিরের শ্বাসঅঙ্গ (Respiratory Organ) হল-
(a) ফুলকা (Gills) (b) ফুসফুস (Lung) (c) ত্বক (skin) (d) ট্রাকিয়া (Trachea)
31. মানব শ্বসনতন্ত্রের কোন অংশে বায়বীয় আদানপ্রদান ঘটে ?
(a) ফুসফুস (Lung) (b) অ্যালভিওলাই (alveoli) (c) ব্রঙ্কিওল (d) প্লুরা (Plura)
32. শ্বাসঅঙ্গ ও পরিবেশের মধ্যে শ্বাসবায়ুর আদানপ্রদানকে কী বলে ?
(a) শ্বাসগ্রহন (Inspiration) (b) শ্বাসত্যাগ (expiration) (c) শ্বাসকার্য (Breathing) (d) অন্তঃশ্বসন
33. শ্বাসকার্য এক প্রকার -
(a) রাসায়নিক প্রক্রিয়া (b) জৈব রাসায়নিক প্রক্রিয়া (c) যান্ত্রিক প্রক্রিয়া (d) ভৌত প্রক্রিয়া
34. ক্রেবস-চক্রে সাহায্যকারী উৎসেচকগুলি থাকে -
(a) সাইটোপ্লাজমে (b) মাইটোকনড্রিয়ায় (Mitochondria) (c) নিউক্লিয়াসে (d) রাইবোজোমে
35. এক অণু গ্লুকোজ সবাত শ্বসনের মাধ্যমে সম্পূর্ণরূপে জারিত হলে কত অণু ATP সৃষ্টি হয় ?
(a) 30 (b) 38 (c) 36 (d) 24
36. অতিরিক্ত শ্বাসযন্ত্র অক্সিজেন গ্রহন করে -
(a) জল থেকে (b) বায়ু থেকে (c) মাটি থেকে (d) গাছ থেকে
37. মাকড়সার শ্বাসঅঙ্গ হল -
(a) ট্রাকিয়া (Trachea) (b) বুক লাং (Booklung) (c) বহিঃফুলকা (External gills) (d) দেহতল (Body Surface)
38. সালোকসংশ্লেষে প্রতি গ্রাম অণু গ্লুকোজে 673 K.Cal শক্তি আবদ্ধ থাকলে শ্বসনে প্রতি গ্রাম অণু গ্লুকোজের সম্পূর্ণ জারণে কত K.Cal তাপ শক্তি নির্গত হবে ?
(a) 673 K.Cal (b) 6.73 K.Cal (c) 25.28 K.Cal (d) 2800 K.Cal
39. শ্বসনে (Respiration) অংশগ্রহনকারী কোষীয় অঙ্গাণুটি হল -
(a) গলগিবস্তু (b) মাইটোকনড্রিয়া (Mitochondria) (c) নিউক্লিয়াস (d) ক্লোরোপ্লাস্ট
40. অবাত শ্বসনে (Anaerobic Respiration) কত K.Cal শক্তি উৎপন্ন হয় ?
(a) 150 K.Cal (b) 686 K.Cal (c) 574 K.Cal (d) 50 K.Cal
***
- 12462 views