WEST BENGAL CIVIL SERVICE
EXAMINATION-2011
COMPULSORY PAPER BENGALI ESSAY, PRECIS WRITING, COMPOSITION AND TRANSLATION
Time Allowed: 3 hours Full Marks: 100
If the questions attempted are in excess of the prescribed number, only the questions attempted first up to the prescribed number shall be valued and the remaining ones ignored.
১। যে কোনো একটি অংশের বাংলা অনুবাদ করুন : ২০
(ক) It was the fashion then in every house to keep caged birds. I hated this, and the worst thing of all to me was the call of a koel imprisoned in a cage in some house in the neighbourhood. Bouthakrun had acquired a Chinese shyama. From under its covering of cloth its sweet whistling rose continuously, a fountain of song. Besides this there were other birds of all kinds, and their cages hung in the west verandah.
(খ) It was a book on astronomy by Fred Hoyle, written in English. Kapil glanced at the clock every now and then as he read. He was passionately interested in astronomy books that revealed the se¬crets of the universe. But this evening, his mind was not entirely on the book. It seemed as though he were reading it just to while away the hours. By his wristwatch the time was eleven-thirty. Kapil shut the book, got up and took out a telescope from the wall cupboard. The instru¬ment was not very large, but it could be made to stand on three legs like a tripod. Kapil picked up the instrument, switched off the lights in his room and cautiously stepped out.
২। যে কোনো একটি অংশের সারমর্ম (সরবরাহকৃত নির্দিষ্ট কাগজে) লিখুন : ২০
(ক) আমরা একটি পরবাসী । দেশে জন্মালেই আপন হয় না । যতক্ষণ দেশকে না জানি , যতক্ষণ তাকে নিজের শক্তিতে জয় না করি , ততক্ষণ সে দেশ আপনার নয় । আমার এই দেশকে আমি জয় করিনি । দেশে অনেক জড় পদার্থ আছে , আমরা তাদেরই প্রতিবেশী ; দেশ যেমন এই সব বস্তুপিণ্ডের নয় , দেশ তেমনি আমাদেরও নয় । এরই নাম জড়ত্ব - একেই বলে মোহ । যে মোহাভিভুত সেই তো চির-প্রবাসী । সে জানে না সে কোথায় আছে । সে জানে না তার সত্যসম্বন্ধ কার সঙ্গে । বাহিরের সহায়তার দ্বারা নিজের সত্যবস্তু কখনই পাওয়া যায় না । আমার দেশ আর কেউ আমাকে দিতে পারে না । নিজের সমস্ত ধন-জন প্রাণ নিয়ে দেশকে যখনই আপন বলে জানতে পারব তখনই দেশ আমার স্বদেশ হবে । পরবাসী স্বদেশে যে ফিরছি তার লক্ষণ এই যে , দেশের প্রাণকে নিজের প্রাণ জানি । পাশে প্রত্যহ মরছে দেশের লোক রোগে ও উপবাসে , আর আমি পরের উপর সমস্ত দোষ চাপিয়ে মঞ্চের উপর দেশত্ববোধের বাগবিস্তার করছি । এত বড় অবাস্তব অপদার্থতা আর কিছুই হতে পারে না ।
(খ) কে তুমি খুঁজিছ জগদীশে ভাই আকাশ পাতাল জুড়ে
কে তুমি ফিরিছ বনে-জঙ্গলে , কে তুমি পাহাড়চুড়ে ?
হায় ঋষি দরবেশে ,
বুকের মানিক বুকে ধরে তুমি খোঁজ তারে দেশ দেশ ।
সৃষ্টি রয়েছে তোমা পানে চেয়ে তুমি আছ চোখ বুঁজে ,
স্রষ্টারে খোঁজো - আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে ।
ইচ্ছা-অন্ধ ! আঁখি খোল, দেখ দর্পনে নিজ কায়া ,
দেখিবে তোমারি সব অবয়বে পড়েছে তাঁহার ছায়া ।
সকালের মাঝে প্রকাশ তাহার , সকালের মাঝে তিনি ;
আমারে দেখিয়া আমরা অদেখা জন্মদাতারে চিনি ।
৩। যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখুন : ৫ X ৪
(ক) সন্ধি বিচ্ছেদ করুন :
গবেষণা, মনান্তর , মিশকালো , রান্না, মহর্ষি ।
(খ) বিশেষ্য ও বিশেষণের উল্লেখ করে পদান্তর করুন :
সংস্কৃত, সময়, মেঘ, অবহিত, উপভোগ ।
(গ) অশুদ্ধি সংশোধন করুন :
শিরপীড়া, পুনরাভিনয় , দারিদ্রতা , স্থায়ীত্ব, কল্যাণীয়াষু ।
(ঘ) সম-উচ্চারিত শব্দগুলির অর্থ লখুন :
শূর, সুর । দিনেশ, দীনেশ । জাম , যাম । সর্গ , স্বর্গ । পরভৃৎ , পরভৃত ।
(ঙ) নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করুন :
(অ) লেখাপড়া শেখাই সেই রাস্তা । ( নির্দেশমূলক থেকে প্রশ্নাত্মক বাক্যে )
(আ) আমি তোমার বিশেষ কোনো উপকার করতে পারিনি । ( নঞর্থক থেকে অস্ত্যর্থক বাক্যে )
(ই) আমাদের ডাকের মধ্যে গরজ ছিল কিন্তু সত্য ছিল না । ( যৌগিক থেকে সরল বাক্যে )
(ঈ) যার যা প্রাপ্য সম্মান, তাকে তা না দিলে কর্তব্যের হানি ঘটে । ( জটিল থেকে সরল বাক্যে )
(উ) সে ভয়ানক স্রোত । ( নির্দেশমূলক বাক্য থেকে আবেগসূচক বাক্যে )
(চ) অর্থ লিখুন : নাতিশীতোষ্ণ , উপ্ত , দত্তাপহারী, দ্বৈরথ , মাধুকরী ।
৪। যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ লিখুন : ৪০
(ক) পশ্চিমবঙ্গে পঞ্চায়েতের ভুমিকা
(খ) ভারতবর্ষে জাতপাতের সমস্যা
(গ) বিজ্ঞান ও প্রযুক্তি এবং মানব-সভ্যতা : আধুনিক প্রজন্মের দৃষ্টিতে ,
(ঘ) ভোগবাদ ও বাঙালিজীবন
(ঙ) সার্ধশতবর্ষে রবীন্দ্রনাথ
***