প্রশ্ন:- কবি ফিরদৌসি কার সভা অলংকৃত করে ছিলেন ?
উত্তর:- কবি ফিরদৌসি গজনির সুলতান মামুদের সভা অলংকৃত করে ছিলেন ।
প্রশ্ন:- খাজাইন-উল-ফুতুহ গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর:- আমির খসরু খাজাইন-উল-ফুতুহ গ্রন্থের রচয়িতা ।
প্রশ্ন:- ভক্তিবাদের মূল কথা কি ?
উত্তর:- আত্মার সঙ্গে পরমাত্মার অতীন্দ্রিয় মিলন হল ভক্তিবাদের মূল কথা ।
প্রশ্ন:- শিখ ধর্মের প্রবর্তক কে ?
উত্তর:- শিখ ধর্মের প্রবর্তক হলেন গুরু নানক ।
প্রশ্ন:- শিখদের প্রথম গুরু কে ?
উত্তর:- শিখদের প্রথম গুরু হলেন গুরু নানক ।
প্রশ্ন:- গুরু নানক কোথায় জন্মগ্রহন করেন ?
উত্তর:- গুরু নানক লাহোরের কাছে তালবন্দী গ্রামে জন্মগ্রহন করেন ।
প্রশ্ন:- গ্রন্থসাহেব কী ?
উত্তর:- শিখ ধর্ম গুরু নানকের উপদেশবাণীর সংকলন কে গ্রন্থসাহেব বলে ।
প্রশ্ন:- গুরু গ্রন্থ সাহিব কোন ভাষায় লেখা ?
উত্তর:- গুরু গ্রন্থ সাহিব গুরুমুখী ভাষায় লেখা ।
প্রশ্ন:- ইবন বতুতা কোন সুলতানের রাজত্বকালে ভারতে আসেন ?
উত্তর:- সুলতান মহম্মদ-বিন-তুঘলকের রাজত্বকালে ইবন বতুতা ভারতে আসেন ।
প্রশ্ন:- রেহালা কে রচনা করেন ?
উত্তর:- সুলতানি আমলে ভারতে আগত বিদেশী পর্যটক ইবন বতুতা রেহালা রচনা করেন ।
প্রশ্ন:- ইবন বতুতা কোথাকার অধিবাসী ছিলেন ?
উত্তর:- ইবন বতুতা আফ্রিকার মরক্কোর অধিবাসী ছিলেন ।
প্রশ্ন:- তহকিক-ই-হিন্দ কার রচনা ?
উত্তর:- গজনির সুলতান মামুদের সভাসদ ও বিখ্যাত পন্ডিত অল-বিরুনি তহকিক-ই-হিন্দ রচনা করেন ।
প্রশ্ন:- দোঁহা কী ?
উত্তর:- সুলতানি আমলের ভক্তিবাদী নেতা কবিরের উপদেশ সম্বলিত ছোট ছোট কবিতা কে দোঁহা বলে । এটি হিন্দি ভাষায় লেখা ।
প্রশ্ন:- মধ্যযুগের ভারতের দু-জন সুফিবাদী নেতার নাম কী ?
উত্তর:- মধ্যযুগের ভারতের দু-জন সুফিবাদী নেতার নাম হল খাজা মইনউদ্দিন চিস্তি এবং নিজামউদ্দিন আউলিয়া ।
প্রশ্ন:- রামচরিতমানস কার লেখা ?
উত্তর:- রামচরিতমানস মুঘল যুগের একজন বিশিষ্ট হিন্দি কবি তুলসীদাস-এর লেখা ।
প্রশ্ন:- দাদু কে ছিলেন ?
উত্তর:- দাদু মধ্য যুগের সুলতানি আমলে ভারতের একজন মুসলমান ভক্তিবাদী নেতা ছিলেন ।
প্রশ্ন:- সুরদাস কে ছিলেন ?
উত্তর:- সুরদাস ছিলেন মোঘল সম্রাট আকবরের রাজসভার একজন বিখ্যাত কবি ।
প্রশ্ন:- লালকেল্লা ও তাজমহল কার আমলে নির্মিত হয় ?
উত্তর:- মোগল সম্রাট শাজাহানের আমলে লালকেল্লা ও তাজমহল নির্মিত হয় ।
প্রশ্ন:- সুলেহকুল শব্দের অর্থ কী ?
উত্তর:- সুলেহকুল শব্দের অর্থ হল পরধর্ম সহিষ্ণুতা ।
প্রশ্ন:- টোডরমল কে ছিলেন ?
উত্তর:- টোডরমল ছিলেন মোঘল সম্রাট আকবরের রাজস্ব সংক্রান্ত বিষয়ের প্রধান পরামর্শদাতা ।
প্রশ্ন:- জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কী ?
উত্তর:- জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম হল তুজুক-ই-জাহাঙ্গীরি ।
প্রশ্ন:- কোন মোগল সম্রাট চিত্রশিল্পের অনুরাগী ছিলেন ?
উত্তর:- মোগল সম্রাট জাহাঙ্গীর চিত্রশিল্পের অনুরাগী ছিলেন ।
প্রশ্ন:- ' ইতমাদ-উদ্-দৌল্লা ' সৌধ কে তৈরি করেছিলেন ?
উত্তর:- সম্রাট জাহাঙ্গীর ' ইতমাদ-উদ্-দৌল্লা ' সৌধ তৈরি করেছিলেন ।
প্রশ্ন:- বাবরের আত্মচরিতের নাম কী ?
উত্তর:- বাবরের আত্মচরিতের নাম বাবরনামা ।
প্রশ্ন:- হুমায়ুননামা কার রচনা ?
উত্তর:- বাবরের কন্যা গুলবদন বেগম হুমায়ুননামা রচনা করেন ।
প্রশ্ন:- আইন-ই-আকবরি কে রচনা করেন ?
উত্তর:- আকবরের রাজকবি আবুল ফজল আইন-ই-আকবরি রচনা করেন ।
প্রশ্ন:- মুন্তকাব-উল-তোয়ারিখ গ্রন্থের রচয়িতার নাম কী ?
উত্তর:- মুন্তকাব-উল-তোয়ারিখ গ্রন্থের রচয়িতার নাম বদাউনি ।
প্রশ্ন:- দীন-ই-ইলাহি কী ?
উত্তর:- দীন-ই-ইলাহি হল সম্রাট আকবরের প্রবর্তিত বিভিন্ন ধর্মের সার কথার সমন্বয়ে গঠিত এক ধর্ম মত ।
প্রশ্ন:- ইবাদৎখানা কী ?
উত্তর:- সম্রাট আকবরের প্রতিষ্ঠিত ধর্ম-সাভাগৃহের নাম হল ইবাদৎখানা ।
প্রশ্ন:- কোন হিন্দু দীন-ই-ইলাহি গ্রহন করেছিলেন ?
উত্তর:- সম্রাট আকবরের হিন্দু মন্ত্রী বীরবল দীন-ই-ইলাহি গ্রহন করেছিলেন ।
প্রশ্ন:- মিঞা তানসেন কে ছিলেন ?
উত্তর:- মিঞা তানসেন ছিলেন মোঘল সম্রাট আকবরের রাজসভার একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ ।
প্রশ্ন:- বুলন্দ দরওয়াজা কার আমলে নির্মিত হয়েছিল ?
উত্তর:- মোগল সম্রাট আকবরের আমলে বুলন্দ দরওয়াজা নির্মিত হয়েছিল ।
প্রশ্ন:- সৎনামী বিদ্রোহ কার আমলে কোথায় সংগঠিত হয় ?
উত্তর:- সম্রাট ঔরঙ্গজেবের আমলে পাঞ্জাবের আলোয়ার ও পাতিয়ালা অঞ্চলে সৎনামী বিদ্রোহ সংগঠিত হয় ।
প্রশ্ন:- আকবরের আমলের দু-জন দু-জন ঐতিহাসিকের নাম কী ?
উত্তর:- আকবরের আমলের দু-জন দু-জন ঐতিহাসিকের নাম আবুল ফজল ও বাদাউনি ।
প্রশ্ন:- মোগল যুগের দু-জন মারাঠি সাহিত্যসেবীর নাম কী ?
উত্তর:- মোগল যুগের দু-জন মারাঠি সাহিত্যসেবীর নাম হল রামদাস এবং তুকারাম ।
প্রশ্ন:- বৈজু বাওরা কে ছিলেন ?
উত্তর:- বৈজু বাওরা মোগল সম্রাট আকবরের দরবারের অন্যতম গায়ক ছিলেন ।
প্রশ্ন:- মোগল যুগের পাহাড়ি শিল্পরীতি কোন অঞ্চলে সমধিক প্রসিদ্ধ ছিল ?
উত্তর:- মোগল যুগের পাহাড়ি শিল্পরীতি কাংড়া অঞ্চলে সমধিক প্রসিদ্ধ ছিল ।
প্রশ্ন:- ভারতবর্ষে ফরাসিদের একটি বানিজ্যকেন্দ্রের নাম বল ?
উত্তর:- ভারতবর্ষে ফরাসিদের একটি বানিজ্যকেন্দ্রের নাম হল পন্ডিচেরী ।
প্রশ্ন:- কোন কোন বিদেশি পর্যটকদের বিবরণ থেকে মোগল যুগের ব্যবসাবাণিজ্য সম্পর্কে জানা যায় ?
উত্তর:- বার্নিয়ার, টেভার্নিয়ার, মানুচি, রালফ , ফিচ, প্রভৃতি বিদেশি পর্যটকদের বিবরণ থেকে মোগল যুগের ব্যবসাবাণিজ্য সম্পর্কে জানা যায় ।
প্রশ্ন:- মোগল যুগে পশ্চিম ভারতের একটি শিল্প বন্দরের নাম কী ?
উত্তর:- মোগল যুগে পশ্চিম ভারতের একটি শিল্প বন্দরের নাম হল সুরাট ।
প্রশ্ন:- মধ্যযুগে কোন পণ্য , ভারতবর্ষ থেকে বিদেশে রপ্তানি হত ?
উত্তর:- মধ্যযুগে প্রধানত সুতি বস্ত্র ভারতবর্ষ থেকে বিদেশে রপ্তানি হত ।
প্রশ্ন:- ভাস্কো-ডা-গামা কোন বছর কালিকট বন্দরে এসে পৌঁছান ?
উত্তর:- ১৪৯৮ খ্রিস্টাব্দে ভাস্কো-ডা-গামা কালিকট বন্দরে এসে পৌঁছান ।
প্রশ্ন:- ১৫০০ খ্রিস্টাব্দে কোন পর্তুগিজ নাবিক ভারতে আসেন ?
উত্তর:- ১৫০০ খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ক্যাব্রাল ভারতে আসেন ।
প্রশ্ন:- আলবুকার্ক কে ছিলেন ?
উত্তর:- আলবুকার্ক ভারতে নিযুক্ত পর্তুগিজ বানিজ্য কেন্দ্র গুলির শাসনকর্তা ছিলেন।
প্রশ্ন:- কবে আলবুকার্ক ভারতে নিযুক্ত পর্তুগিজ বানিজ্য কেন্দ্র গুলির শাসনকর্তা নিযুক্ত হয়েছিলেন ?
উত্তর:- ১৫০৯ খ্রিস্টাব্দে আলবুকার্ক ভারতে নিযুক্ত পর্তুগিজ বানিজ্য কেন্দ্র গুলির শাসনকর্তা নিযুক্ত হয়েছিলেন।
প্রশ্ন:- ভারতে পোর্তুগিজদের একটি বানিজ্যকেন্দ্রের নাম বল ?
উত্তর:- ভারতে পোর্তুগিজদের একটি বানিজ্যকেন্দ্রের নাম হল গোয়া ।
প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠ হয় ?
উত্তর:- ১৬০০ খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠ হয় ।
প্রশ্ন:- ১৬০৯ খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের রাজসভায় আগত ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রাতিনিধিটির নাম কী ?
উত্তর:- ১৬০৯ খ্রিস্টাব্দে জাহাঙ্গীরের রাজসভায় আগত ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রাতিনিধিটির নাম ক্যাপ্টেন হকিন্স ।
প্রশ্ন:- স্যার টমাস রো কে ছিলেন ?
উত্তর:- স্যার টমাস রো জাহাঙ্গীরের রাজসভায় আগত ইংল্যান্ডের রাজা প্রথম জেমসের রাজদূত ছিলেন ।
প্রশ্ন:- কোন মোগল সম্রাটের রাজত্বকালে স্যার টমাস রো ভারতে এসেছিলেন ?
উত্তর:- মোগল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে স্যার টমাস রো ভারতে এসেছিলেন ।
- 9434 views