প্রশ্ন:- বাতাপির চালুক্য বংশের প্রথম স্বাধীন রাজার নাম কি ?
উত্তর:- বাতাপির চালুক্য বংশের প্রথম স্বাধীন রাজার নাম প্রথম পুলকেশী।
প্রশ্ন:- চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজার নাম কি ?
উত্তর:- চালুক্য বংশের শ্রেষ্ঠ রাজার নাম দ্বিতীয় পুলকেশী ।
প্রশ্ন:- কোন দুই দক্ষিণ ভারতীয় রাজবংশ সপ্তম শতাব্দিতে সংঘাতে লিপ্ত হয় ?
উত্তর:- চালুক্য ও পল্লব রাজবংশ সপ্তম শতাব্দিতে সংঘাতে লিপ্ত হয় ।
প্রশ্ন:- রাষ্ট্রকুট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর:- রাষ্ট্রকুট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন দন্তিদুর্গ ।
প্রশ্ন:- পাল রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর:- পাল রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল ।
প্রশ্ন:- পাল রাজবংশের প্রথম রাজা কে ?
উত্তর:- পাল রাজবংশের প্রথম রাজা গোপাল ।
প্রশ্ন:- পাল রাজবংশের শেষ শক্তিশালী রাজা কে ছিলেন ?
উত্তর:- পাল রাজবংশের শেষ শক্তিশালী রাজা ছিলেন রামপাল ।
প্রশ্ন:- সেন বংশের প্রথম স্বাধীন রাজা কে ?
উত্তর:- বিজয় সেন সেন বংশের প্রথম স্বাধীন রাজা ।
প্রশ্ন:- কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন ?
উত্তর:- বল্লাল সেন কৌলিন্য প্রথা প্রবর্তন করেন ।
প্রশ্ন:- কল্যাণের চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজার কে ছিলেন ?
উত্তর:- ষষ্ঠ বিক্রমাদিত্য কল্যাণের চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজার ছিলেন ।
প্রশ্ন:- পল্লব বংশের প্রথম স্বাধীন রাজা কে ছিলেন ?
উত্তর:- শিবস্কন্দবর্মণ ছিলেন পল্লব বংশের প্রথম স্বাধীন রাজা ।
প্রশ্ন:- কোন রাজার রাজত্বকালে হিউয়েন-সাঙ পল্লব রাজ্যে আসেন ?
উত্তর:- পল্লব রাজ প্রথম নরসিংহবর্মণের রাজত্বকালে হিউয়েন-সাঙ পল্লব রাজ্যে আসেন ।
প্রশ্ন:- পল্লবদের রাজধানী কোথায় ছিল ?
উত্তর:- পল্লবদের রাজধানী ছিল কাঞ্চি নগরে ।
প্রশ্ন:- পল্লব বংশের শ্রেষ্ঠ রাজার কে ছিলেন ?
উত্তর:- পল্লব বংশের শ্রেষ্ঠ রাজার ছিলেন প্রথম নরসিংহবর্মণ ।
প্রশ্ন:- পল্লব বংশের শেষ রাজা কে ছিলেন ?
উত্তর:- পল্লব বংশের শেষ রাজা ছিলেন অপরাজিত ।
প্রশ্ন:- প্রাচীন ভারতের কোন রাজা শৈলেন্দ্র সাম্রাজ্যের বিরুদ্ধে নৌ অভিযান পাঠিয়েছিলেন ?
উত্তর:- প্রথম রাজেন্দ্র চোল শৈলেন্দ্র সাম্রাজ্যের বিরুদ্ধে নৌ অভিযান পাঠিয়েছিলেন ।
প্রশ্ন:- চোল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ?
উত্তর:- চোল বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন প্রথম রাজেন্দ্রচোল ।
প্রশ্ন:- কোন প্রাচীন ভারতীয় রাজশক্তি খ্রিস্ট পরবর্তী একাদশ শতাব্দিতে দক্ষিণ-পূর্ব এশিয়া ও সিংহল আক্রমণ করেন ?
উত্তর:- দক্ষিণ ভারতের চোল রাজশক্তি খ্রিস্ট পরবর্তী একাদশ শতাব্দিতে দক্ষিণ-পূর্ব এশিয়া ও সিংহল আক্রমণ করেন ।
প্রশ্ন:- গঙ্গোইকোণ্ড উপাধি কে ধারণ করেন ?
উত্তর:- চোল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা রাজেদ্র চোল গঙ্গোইকোণ্ড উপাধি ধারণ করেন ।
প্রশ্ন:- রাজেদ্র চোল গঙ্গোইকোণ্ড উপাধি ধারণ করেন কেন ?
উত্তর:- পাল বংশীয় রাজা মহীপাল কে পরাজিত করে রাজেদ্র চোল গঙ্গোইকোণ্ড উপাধি ধারণ করেন ।
প্রশ্ন:- চোল বংশের শেষ শক্তিশালী রাজার নাম কি ?
উত্তর:- চোল বংশের শেষ শক্তিশালী রাজার নাম ছিল চোলরাজ কুলোতুঙ্গ ।
প্রশ্ন:- শশাঙ্কের রাজধানীর নাম কি ?
উত্তর:- শশাঙ্কের রাজধানীর নাম কর্ণসুবর্ণ ।
প্রশ্ন:- গৌড় সার্বভৌম রাজ্যটির প্রতিষ্ঠাতা কে ?
উত্তর:- গৌড় সার্বভৌম রাজ্য প্রতিষ্ঠাতা করেন শশাঙ্ক ।
প্রশ্ন:- কাদম্বরী কে রচনা করেন ?
উত্তর:- হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট কাদম্বরী রচনা করেন ।
প্রশ্ন:- কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন ?
উত্তর:- কৈবর্ত বিদ্রোহের নায়ক ছিলেন দিব্য বা দিব্যক ।
প্রশ্ন:- কোন পাল রাজার সময় কৈবর্ত বিদ্রোহ ঘটে ছিল ?
উত্তর:- পাল রাজা দ্বিতীয় মহীপালের রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ ঘটে ছিল ।
প্রশ্ন:- চোল রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন ?
উত্তর:- চোল রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কারিকল ।
প্রশ্ন:- মৌর্যযুগে বিদেশে ভারতের প্রধান রপ্তানি দ্রব্য কী কী ছিল ?
উত্তর:- মৌর্যযুগে বিদেশে ভারতের প্রধান রপ্তানি দ্রব্য ছিল (১) বিভিন্ন রকম মসলা এবং (২) মসলিন বস্ত্র ।
প্রশ্ন:- মৌর্যযুগে প্রধান অভ্যন্তরীণ জলপথ কী কী ছিল ?
উত্তর:- গঙ্গা, যমুনা, গোদাবরী, ও সিন্ধুনদ ছিল মৌর্যযুগের প্রধান অভ্যন্তরীণ জলপথ ।
প্রশ্ন:- মৌর্যযুগে স্থল নিয়ামক কাকে বলা হত ?
উত্তর:- স্থলপথে বণিকদের পথ দেখাবার জন্য এক শ্রেণীর সরকারি কর্মচারীকে মৌর্যযুগে স্থল নিয়ামক বলা হত ।
প্রশ্ন:- মৌর্যোত্তর যুগের কোন শিলালিপি থেকে তৎকালীন ভারতের বাণিজ্য-নিগম ও ব্যাঙ্কিং ব্যবস্থার কথা জানা যায় ?
উত্তর:- নাসিক গুহালিপি থেকে মৌর্যোত্তর যুগের তৎকালীন ভারতের বাণিজ্য-নিগম ও ব্যাঙ্কিং ব্যবস্থার কথা জানা যায় ।
প্রশ্ন:- প্রাচীন ভারতের কোন যুগের সমাজব্যবস্থায় অস্পৃশ্যদের আবির্ভাব ঘটেছিল ?
উত্তর:- প্রাচীন ভারতের গুপ্তযুগের সমাজব্যবস্থায় অস্পৃশ্যদের আবির্ভাব ঘটেছিল ।
প্রশ্ন:- মৌর্যযুগে হিন্দু ধর্ম গ্রহন করেছিল এমন অনার্য জাতিদের মনুসংহিতায় কি বলা হয়েছে ?
উত্তর:- মৌর্যযুগে হিন্দু ধর্ম গ্রহন করেছিল এমন অনার্য জাতিদের মনুসংহিতায় ব্রাত্য ক্ষত্রিয় বলা হয়েছে ।
প্রশ্ন:- প্রাচীনকালে মধ্য এশিয়া থেকে ভারতে আসা শক,হুন,কুষাণ, প্রভৃতি জাতি কোন শ্রেণির মানুষ ছিল ?
উত্তর:- প্রাচীনকালে মধ্য এশিয়া থেকে ভারতে আসা শক,হুন,কুষাণ, প্রভৃতি জাতি ইউ-চি নামে যাযাবর শ্রেণির মানুষ ছিল ।
প্রশ্ন:- পরবর্তী বৈদিকযুগের পরে ভারতীয় সমাজে নারীর মর্যাদা কেমন ছিল ?
উত্তর:- পরবর্তী বৈদিকযুগের পর থেকে ভারতীয় সমাজে নারীর মর্যাদা ক্রমশ কমতে থাকে ।
প্রশ্ন:- হিন্দু সমাজে বিধবা-বিবাহ, সতীদাহ প্রভৃতি কু-প্রথা কোন সময় থেকে চালু হয় ?
উত্তর:- হিন্দু সমাজে বিধবা-বিবাহ, সতীদাহ প্রভৃতি কু-প্রথা পরবর্তী বৈদিকযুগের পর থেকে চালু হয় ।
প্রশ্ন:- মৌর্যযুগে ভারতে বস্ত্রশিল্পের প্রধান কেন্দ্রগুলি কী কী ছিল ?
উত্তর:- মৌর্যযুগে ভারতে বস্ত্রশিল্পের প্রধান কেন্দ্রগুলির নাম ছিল বঙ্গ, কাশী , কঙ্কোন, ও মহীশূর ।
প্রশ্ন:- গুপ্তযুগে ভারতবর্ষের বিভিন্ন শিল্পের মধ্যে কোন শিল্প সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ?
উত্তর:- গুপ্তযুগে ভারতবর্ষের বস্ত্রশিল্প সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ।
প্রশ্ন:- অশ্বঘোষ কে ছিলেন ?
উত্তর:- অশ্বঘোষ ছিলেন কুষাণযুগের প্রখ্যাত নাট্যকার ।
প্রশ্ন:- কোন রাজবংশের আমলে গান্ধারশিল্পের বিকাশ ঘটেছিল ?
উত্তর:- কুষাণ রাজবংশের আমলে গান্ধারশিল্পের বিকাশ ঘটেছিল ।
প্রশ্ন:- কোন যুগে প্রধানত অজন্তার গুহাচিত্র অঙ্কিত হয়েছিল ?
উত্তর:- গুপ্তযুগে প্রধানত অজন্তার গুহাচিত্র অঙ্কিত হয়েছিল ।
প্রশ্ন:- বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর:- ধর্মপাল বিক্রমশিলা মহাবিহার প্রতিষ্ঠা করেন ।
প্রশ্ন:- হরিচরিত কাব্য কে রচনা করেন ?
উত্তর:- চতুর্ভুজ হরিচরিত কাব্য রচনা করেন ।
প্রশ্ন:- অতীশ দীপঙ্কর কে ছিলেন ?
উত্তর:- অতীশ দীপঙ্কর ছিলেন একজন জগৎবিখ্যাত পন্ডিত , বিক্রমশীলা মহাবিহারের অধ্যক্ষ এবং বজ্রযান সাধন গ্রন্থের রচয়িতা ।
প্রশ্ন:- গুপ্তযুগের একজন পদার্থবিজ্ঞানী ও গণিতবিদের নাম কী ?
উত্তর:- গুপ্তযুগের একজন পদার্থবিজ্ঞানী ও গণিতবিদের নাম হল আর্যভট্ট ।
প্রশ্ন:- দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা কে ?
উত্তর:- দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থের রচয়িতা হল সেন রাজা বল্লালসেন ।
প্রশ্ন:- দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ কোন যুগে রচিত হয়েছিল ?
উত্তর:- দান সাগর ও অদ্ভুত সাগর গ্রন্থ সেনযুগে কোন যুগে রচিত হয়েছিল ।
প্রশ্ন:- মৃচ্ছকটিক কে রচনা করেন ?
উত্তর:- কুষাণযুগের নাট্যকার শূদ্রক মৃচ্ছকটিক রচনা করেন ।
প্রশ্ন:- স্বপ্নবাসবদত্তা নাটকটি কে রচনা করেন ?
উত্তর:- স্বপ্নবাসবদত্তা নাটকটি ভাস রচনা করেন ।
প্রশ্ন:- কাব্যচর্চার জন্য সমুদ্রগুপ্ত কী উপাধিতে ভূষিত হয়েছিল ?
উত্তর:- কাব্যচর্চার জন্য সমুদ্রগুপ্ত কবিরাজ উপাধিতে ভূষিত হয়েছিল ।
- 8201 views