হাইড্রোক্লোরিক, সালফিউরিক এবং নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ

Submitted by arpita pramanik on Fri, 03/15/2013 - 21:59

হাইড্রোক্লোরিক, সালফিউরিক এবং নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ :

 

বিকারক অ্যাসিড পর্যবেক্ষণ
(1) BaCl2 দ্রবণে HCl কোনো অধঃক্ষেপ উৎপন্ন হয় না ।
H2SO4 BaSO4 -এর সাদা অধঃক্ষেপ উৎপন্ন হয়, যা HCl বা HNO3 -তে অদ্রাব্য ।  BaCl2 + H2SO4 = BaSO4↓ + 2HCl
HNO3 কোনো অধঃক্ষেপ পড়ে না ।

(2) AgNO3

দ্রবণে

HCl AgCl -এর সাদা থকথকে অধঃক্ষেপ উৎপন্ন হয়, যা HNO3 -তে অদ্রাব্য কিন্তু অতিরিক্ত NH4OH -এ দ্রাব্য । AgNO3 + HCl = AgCl↓ + HNO3  AgCl + 2NH3 = [Ag (NH3)2Cl] (জলে দ্রাব্য) ।
H2SO4 কোনো অধঃক্ষেপ পড়ে না ।
HNO3 কোনো অধঃক্ষেপ পড়ে না ।
(3) বলয় পরীক্ষা HCl দুই তরলের সংযোগস্থলে কোন বাদামি বলয় উৎপন্ন হয় না ।
H2SO4 দুই তরলের সংযোগস্থলে বাদামি বলয় উৎপন্ন হয় না ।
HNO3 দুই তরলের সংযোগস্থলে বাদামি বলয় উৎপন্ন হয় ।
(4) Cu ছিব্ড়ার সঙ্গে  উত্তপ্ত করলে HCl বাদামি বর্ণের গ্যাস নির্গত হয় না ।
H2SO4 বাদামি বর্ণের গ্যাস নির্গত হয় না ।
HNO3 বাদামি বর্ণের গ্যাস (NO2) নির্গত হয় ।  Cu + 4HNO3 = Cu (NO3)2 + 2NO2↑ + 2H2O

 

HCl, HNO3 এবং H2SO4 - এর গঠন সংকেত :

 

*****

Related Items

গ্যাসের অণুর গতি

গ্যাসের অণুগুলির মোট আয়তন গ্যাসের আয়তনের তুলনায় নগন্য । আণবিক গতির পক্ষে প্রমাণ, গ্যাসের চাপের ওপর গ্যাস-অণুর গতির প্রভাব, গ্যাসের উষ্ণতার ওপর গ্যাস-অণুর গতির প্রভাব, আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাস, বাস্তব গ্যাস ...

বয়েল ও চার্লসের সূত্রদ্বয়ের সমন্বয়

বয়েল ও চার্লসের সমন্বয়সূত্র PV = KT সমীকরণের ধ্রুবক K -এর মান গ্যাসের ভরের ওপর নির্ভর করে । এক গ্রাম-অণু অর্থাৎ, এক মৌল পরিমাণ যে-কোনো গ্যাসের ক্ষেত্রে ধ্রুবক K -এর মান একই হয় । এই ধ্রুবককে R অক্ষর দিয়ে প্রকাশ করা হয় । ধ্রুবক R -কে সার্বজনীন গ্যাস ধ্রুবক ...

চার্লসের সূত্রের বিকল্প রূপ

স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক —এটাই পরম স্কেল অনুযায়ী চার্লসের সুত্র । 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ এবং 0oC বা 273K উষ্ণতাকে একসঙ্গে প্রমাণ চাপ ও উষ্ণতা (STP) বলে । ...

উষ্ণতার পরম স্কেল ও পরম শূন্য

চার্লসের সূত্রানুযায়ী যে উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাস কোনো আয়তন অধিকার করে না; অর্থাৎ আয়তন শুন্য হয় —তাকে পরম শুন্য উষ্ণতা বলা হয় । উষ্ণতার পরম স্কেল বা কেলভিন স্কেল, সেলসিয়াস স্কেল এবং পরম স্কেলের মধ্যে সম্পর্ক ...

গ্যাসের সূত্রাবলি (Gas laws)

চাপ ও উষ্ণতার পরিবর্তনের সঙ্গে গ্যাসের আয়তনের পরিবর্তনের সূত্রগুলিকে গ্যাসের সুত্র বলে । বয়েলের সূত্র :- উষ্ণতা স্থির থাকলে, নির্দিষ্ট ভরের যে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যাস্তানুপাতে পরিবর্তিত হয় ।