চার্লসের সূত্রের বিকল্প রূপ (Alternative form of Charles's law) :
চার্লসের সূত্রানুসারে, t1oC উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন Vt=Vo(1+t1273)=Vo(273+t1273)
এখন (273+t1)=T1K
∴Vt=Vo×t1273 ...(i)
আবার, t2oC উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V2=Vo(1+t1273)=Vo(273+t2273)
এখন (273+t2)=T2K ∴V2=Vo×t2273 ... (ii)
সমীকরণ (i) ÷ (ii) করে পাই, V1V2=T1T2 বা, V1T1=V2T2 বা VT = ধ্রুবক
∴ স্থির চাপে V∝T
অর্থাৎ, স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার পরম উষ্ণতার সমানুপাতিক— এটাই পরম স্কেল অনুযায়ী চার্লসের সুত্র ।
• প্রমাণ চাপ ও উষ্ণতা (Standard Temperature and pressure, STP) : 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ এবং 0oC বা 273K উষ্ণতাকে একসঙ্গে প্রমাণ চাপ ও উষ্ণতা (STP) বলে ।
*****
- 4320 views