Submitted by arpita pramanik on Thu, 03/14/2013 - 18:34

সালফিউরিক অ্যাসিডের ধর্ম (Properties of Sulphuric acid) :

ভৌত ধর্ম :-

[i] বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড বর্ণহীন, গন্ধহীন, তেলের মতো ভারী তরল পদার্থ । সেজন্য একে অয়েল অফ ভিট্রিয়ল বলে ।

[ii] সালফিউরিক অ্যাসিডের স্বাদ অম্ল ও আপেক্ষিক গুরুত্ব 1.84 ;  

[iii] সালফিউরিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক 338°C ও হিমাঙ্ক 10.4°C ।

[iv] জলের সঙ্গে যেকোনো অনুপাতে মেশে ।

জলীয় দ্রবণ প্রস্তুতের সময় গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্যে কখনো জল ঢালা উচিত নয়, কারণ—  জল, গাঢ় সালফিউরিক অ্যাসিডের সংস্পর্শে এলে প্রচুর তাপ উৎপন্ন হয় । এজন্য গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্যে জল ঢাললে প্রচন্ড তাপে জল হঠাৎ বাষ্পে পরিণত হয়, ফলে বিস্ফোরকের মতো পাত্র থেকে উৎক্ষিপ্ত হয় । এজন্য সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ তৈরি করতে হলে কখনো অ্যাসিডের মধ্যে জল ঢালা উচিৎ নয় । জলের মধ্যে ধীরে ধীরে অল্প অল্প করে সালফিউরিক অ্যাসিড যোগ করে নাড়তে হয় ।

রাসায়নিক ধর্ম :-

[i] জলের প্রতি আসক্তি:- জলের প্রতি গাঢ় সালফিউরিক অ্যাসিডের তীব্র আসক্তি আছে, তাই গাঢ় H2SO4 একটি তীব্র নিরুদক । চিনি, কাগজ, স্টার্চ জাতীয় পদার্থের জলীয় উপাদান শোষণ করে পদার্থগুলিকে কালো কার্বনে পরিণত করে ।

ফরমিক অ্যাসিড থেকে 1 অণু H2O শোষণ করে কার্বন মনোঅক্সাইডে পরিণত করে ।

    HCOOH + H2SO4 = CO + [H2O + H2SO4]

এই ধর্মের জন্য, আর্দ্র গ্যাস যার সঙ্গে গাঢ় H2SO4 -এর বিক্রিয়া হয় না, সেগুলি (O2, H2, Cl2, N2, CO2 প্রভৃতি) শুষ্ক করতে গাঢ় H2SO4 ব্যবহৃত হয় ।

[ii] তাপের ক্রিয়া :- লোহিত-তপ্ত ঝামা পাথরের ওপর ফোঁটা ফোঁটা গাঢ় H2SO4 ফেললে বিয়োজিত হয়ে জল, সালফার ডাই অক্সাইড এবং অক্সিজেন উৎপন্ন করে । এই অক্সিজেন অন্য পদার্থকে জারিত করে ।

   2H2SO4 = 2H2O + 2SO2 + O2

সালফিউরিক অ্যাসিডের সংস্পর্শে মার্বেল পাথরের তৈরি ইমারত ক্ষতিগ্রস্ত হতে পারে । কারণ— সালফিউরিক অ্যাসিডের সঙ্গে মার্বেল পাথর (CaCO3) -এর রাসায়নিক বিক্রিয়া হয়, ফলে মার্বেল পাথরের তৈরি ইমারত ক্ষতিগ্রস্ত হয় । রাসায়নিক বিক্রিয়াটি হল—

    CaCO3 + H2SO4 = CaSO4 + CO2↑ + H2O

[iii]  জারণ ক্ষমতা :- উষ্ণ এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড (H2SO4) বিয়োজিত হয়ে জায়মান অক্সিজেন দেয় । এজন্য গাঢ় H2SO4 -এর জারণ ক্ষমতা দেখা যায় । 

    H2SO4 = H2O + SO2 + O↑

  গাঢ় H2SO4 কার্বনকে জারিত করে কার্বন ডাইঅক্সাইডে পরিণত করে । 

   2H2SO4 + C = CO2 + 2SO2 + 2H2O

[iv] ধাতুর সঙ্গে বিক্রিয়া :- ঠান্ডা ও লঘু সালফিউরিক অ্যাসিডের (H2SO4) সঙ্গে Fe, Mg, Al, Zn প্রভৃতি ধাতুর বিক্রিয়ায় সালফেট লবণ সৃষ্টি হয় এবং H2 গ্যাস বেরোয় ।

    Fe + H2SO4 = FeSO4 + H2↑ ;  Mg + H2SO4 = MgSO4 + H2

    2Al + 3H2SO4 = Al2 (SO4)3 + 3H2↑ ; Zn + H2SO4 = ZnSO4 + H2↑ 

 ঘন ও উত্তপ্ত H2SO4 -এর সঙ্গে Cu -এর বিক্রিয়ায় সালফেট লবণ ও SO2 গ্যাস উৎপন্ন হয় । ঠান্ডা অ্যাসিডের সঙ্গে কোনো বিক্রিয়া হয় না ।

    Cu + 2H2SO4 (ঘন ও গরম) = CuSO4 + SO2↑ + 2H2O

H2SO4 শনাক্ত করণ :- গাঢ় বা লঘু H2SO4 কিংবা সালফেট লবণের জলীয় দ্রবণের সঙ্গে বেরিয়াম ক্লোরাইড অথবা বেরিয়াম নাইট্রেট দ্রবণ যোগ করলে বেরিয়াম সালফেটের সাদা অধঃক্ষেপ পড়ে । এই অধঃক্ষেপ HCl বা HNO3 -তে অদ্রাব্য । এই বিক্রিয়া দ্বারা H2SO4 এবং সালফেট লবণ শনাক্ত করা যায় ।

    H2SO4 + BaCl2 = BaSO4↓ + 2HCl

    (NH4)2SO4 + Ba(NO3)2 = BaSO4↑ + 2NH4NO3

*****

Related Items

জৈব যৌগের গঠনগত সমাবয়বতা

একই আণবিক সংকেত বিশিষ্ট একাধিক যৌগে বিভিন্ন কার্যকরী মূলকের উপস্থিতির জন্য যে সমাবয়বতার সৃষ্টি হয়, তাকে কার্যকরী মূলক ঘটিত সমাবয়বতা বলে । এই দুটি যৌগে উপাদান হিসাবে C, H এবং O -এর ওজনের অনুপাত একই কিন্তু এরা ভিন্ন প্রকৃতির যৌগ । একটি হল অ্যালকোহল ...

জৈব যৌগগুলির প্রাথমিক শ্রেণিবিভাগ

কার্যকরী মূলকের ওপর ভিত্তি করে জৈব যৌগগুলিকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা যায় । যথা - হাইড্রোকার্বন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড যৌগ । নীচে জৈব যৌগের কয়েকটি শ্রেণি এবং প্রতিটি শ্রেণির প্রথম তিনটি সদস্যের নাম ও গঠন দেওয়া হল ...

জৈব যৌগের কার্যকরী মূলক বা পরিচায়ক শ্রেণি

অসংখ্য জৈব যৌগকে, ওদের রাসায়নিক ধর্মের ওপর ভিত্তি করে কতকগুলি শ্রেণিতে ভাগ করা হয়েছে । দেখা যায় যে, এই রকম প্রতিটি শ্রেণিতে যৌগগুলির মধ্যে একটি বিশেষ মূলক বর্তমান থাকে । এই মুলকের উপস্থিতির জন্য ওই শ্রেণির সমস্ত যৌগের রাসায়নিক ধর্ম প্রায় একই রকম হয় ...

জৈব যৌগের বন্ধন প্রকৃতি

কর্বনের পারমাণবিক সংখ্যা 6, কার্বনের ইলেকট্রন বিন্যাস থেকে জানা যায় কার্বনের প্রথম কক্ষে 2টি এবং বাইরের কক্ষে 4টি ইলেকট্রন আছে । কার্বন পরমাণু বাইরের কক্ষের 4টি ইলেকট্রন, অন্য পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রনের সঙ্গে চারটি ইলেকট্রন জোড় গঠন করে সমযোজ্যতা দ্বারা জৈব ...

জীবজ অণু (Biomolecules)

সজীব কোশে সংশ্লেষিত ক্ষুদ্র অণু ও বৃহদ অণুকে একত্রে জীবজ অণু বলা হয় । প্রায় সমস্ত জীবজ অণুই কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লীয়িক অ্যাসিড, লিপিড এই চারটি শ্রেণির কোনো একটির অন্তর্ভুক্ত । এগুলি কোশের জীবজ পলিমার । কার্বোহাইড্রেট সরল সুগারের ...