মেথিলেটেড স্পিরিট (Methylated spirit) :
95% ইথাইল অ্যালকোহলের (CH3CH2OH) জলীয় দ্রবণকে রেকটিফায়েড স্পিরিট বলে । রেকটিফায়েড স্পিরিটকে পানের অযোগ্য করার জন্য রেকটিফায়েড স্পিরিটের সঙ্গে মিথাইল অ্যালকোহল (10%), সামান্য পিরিডিন (0.5%), ন্যাপথা এবং রবার নির্যাস কাওকোসিন মিশিয়ে বিষাক্ত করে দেওয়া হয় । এই বিষাক্ত মিশ্রণকে মেথিলেটেড স্পিরিট বলে ।
প্রকৃতি :-
[i] মেথিলেটেড স্পিরিট দুর্গন্ধযুক্ত বর্ণহীন জৈব তরল পদার্থ ।
[ii] এর বিষক্রিয়া আছে । এটি উদ্বায়ী এবং সহজ দাহ্য ।
[iii] মেথিলেটেড স্পিরিট জলে দ্রাব্য । এর মধ্যে ন্যাপথা, পিরিডিন সামান্য পরিমাণে মিশ্রিত থাকায় মেথিলেটেড স্পিরিটের জলীয় দ্রবণ ঘোলা হয় ।
ব্যবহার :-
[i] স্পিরিট ল্যাম্প, স্টোভ প্রভৃতির জ্বালানিরূপে মেথিলেটেড স্পিরিট ব্যবহার করা হয় ।
[ii] বার্নিশ রং প্রস্তুতিতে এবং লাক্ষা, রং ইত্যাদির দ্রাবকরূপে মেথিলেটেড স্পিরিট ব্যবহৃত হয় ।
[iii] কীট নাশক দ্রব্য প্রস্তুতিতে মেথিলেটেড স্পিরিট ব্যবহার করা হয় ।
*****
- 18513 views