বাড়িতে বিদ্যুৎ-লাইন ব্যবস্থা

Submitted by arpita pramanik on Sat, 01/26/2013 - 22:25

বাড়িতে বিদ্যুৎ-লাইন ব্যবস্থা বা হাউস-ওয়ারিং ব্যবস্থা (House-hold circuits) :

বৈদ্যুতিক ফিউজ (Electric fuse) : কোনো কারণে বাড়িতে বিদ্যুৎ লাইনে নিরাপদ সীমার অতিরিক্ত তড়িৎপ্রবাহ চালু হলে আগুন লেগে বিপদ ঘটতে পারে । বাড়িতে তড়িৎ বর্তনীর লাইনে নিরাপত্তার জন্য কম গলনাঙ্ক বিশিষ্ট কোনোও সংকর ধাতুর তৈরি এবং বেশি রোধের যে সরু তার শ্রেণি সমবায়ে লাইন তারের সঙ্গে সংযুক্ত করা হয়, যা নির্দিষ্ট সীমার বেশি তড়িৎ প্রবাহিত হলে উত্তপ্ত হয়ে নিজে থেকে গলে যায় এবং তড়িৎ-বর্তনীকে ছিন্ন করে দেয়, তাকে বৈদ্যুতিক ফিউজ বলে ।  

সাধারণত টিন ও সিসার (সিসা 75% এবং নিকেল 25%) এক রকম সংকর ধাতুর তৈরি সরু তার ফিউজ হিসাবে ব্যবহৃত হয় । চীনামাটির ছোটো আবরণের মধ্যে ফিউজ তারকে রাখা হয় । ফিউজ তারকে স্ক্রু -এর সাহায্যে আটকে নিয়ে আবরণটিকে মূল বর্তনীতে রাখা হোল্ডারের মধ্যে চেপে বসিয়ে দিয়ে বিদ্যুতের মেইন-লাইনের সঙ্গে যুক্ত করা হয় ।

হাউস-ওয়ারিং ব্যবস্থা উপরের রেখাচিত্রের সাহায্যে দেখানো হয়েছে । মূল রাস্তার দুটি লাইন থেকে দুটি তার এসে চিত্রের মতো মিটার বাক্সের মধ্য দিয়ে মেইন সুইচে ঢোকে । বাড়িতে আলো, পাখা ইত্যাদি শাখা লাইনের সঙ্গে সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে ।

টু-পিন প্লাগ (Two-pin plug) : যে প্লাগে দুটো পিনের ব্যবস্থা থাকে, তাকে টু-পিন প্লাগ বলে ।  

থ্রি-পিন প্লাগ (Three-pin plug) : যে প্লাগে তিনটি পিনের ব্যবস্থা থাকে, তাকে থ্রি-পিন প্লাগ বলে । থ্রি-পিন প্লাগে দুটো সরু পিন দিয়ে তড়িৎপ্রবাহ যায়-আসে, আর অপেক্ষাকৃত মোটা তৃতীয়টির সঙ্গে আর্থের সংযোগ করা থাকে ।  

আর্থিং এবং তারের কালার কোডিং (Earthing and colour coding of wires) : থ্রি-পিন প্লাগের সঙ্গে যে ফ্লেক্সিবল-কর্ড লাগানো হয় তাতে তিনগাছা তার থাকে । এদের মধ্যে দুটো তার লাইনের সঙ্গে সমান্তরাল যুক্ত করা হয় - লাল রং -এর প্লাস্টিকের ইনসুলেশন তারটি লাইনের তারের সঙ্গে এবং কালো রং -এর তারটি নিউট্রাল তার -এর সঙ্গে যুক্ত করা হয় । আর তৃতীয় সবুজ রং -এর তারের একটি প্রান্ত প্লাগের আর্থ পিন -এর সঙ্গে লাগিয়ে অন্য প্রান্ত হিটার, ইস্ত্রি, টেবিল পাখা প্রভৃতি ধাতুর খোলওয়ালা বৈদ্যুতিক যন্ত্রপাতির বাইরের আবরণের সঙ্গে লাগাতে হয় । বর্তমানে আন্তর্জাতিক নিয়মে লাইভ তার -কে বাদামি, নিউট্রাল তারকে হালকা নীল এবং আর্থ তারকে সবুজ বা হলুদ রং -এর অন্তরিত করা হয় । লাইনের খোলা লাইভ তারের সঙ্গে যন্ত্রপাতির ধাতু নির্মিত বহিরাবরণের সংযোগ কখনো ঘটে যেতে পারে । এই অবস্থায় বহিরাবরণের সঙ্গে সংস্পর্শে যাতে কোনো রকম বিপদ না ঘটে, সেজন্য বহিরাবরণের সঙ্গে উপযুক্ত পরিবাহীর দ্বারা আর্থের সংযোগ ঘটালে তবেই নিরাপত্তা সম্বন্ধে নিশ্চিত হওয়া যায় । আর্থ পিন অপেক্ষাকৃত মোটা করা হয় যাতে ভুল করে এটিকে লাইভ বা নিউট্রাল ছিদ্রে প্রবেশ করানোর চেষ্টা না করা হয় । 

*****

Comments

Related Items

জারণ ও বিজারণ একসঙ্গে ঘটে

রাসায়নিক বিক্রিয়ায় জারণ ও বিজারণ প্রক্রিয়া একই সঙ্গে ঘটে । অর্থাৎ, জারণ ও বিজারণ ক্রিয়া পরস্পরের পরিপূরক । কোনো বিক্রিয়ায় জারণ-ক্রিয়া ঘটলেই বিজারণ ক্রিয়াও ঘটবে । এই রকম রাসায়নিক বিক্রিয়াকে রেডক্স বিক্রিয়া বলা হয় । ...

কয়েকটি জারক ও বিজারক পদার্থ

কয়েকটি জারক পদার্থ - ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, নাইট্রিক অ্যাসিড, অক্সিজেন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, গাঢ় সালফিউরিক অ্যাসিড, ওজোন, পটাশিয়াম ডাই-ক্রোমেট, হাইড্রোজেন পারক্সাইড, ফ্লুওরিন, রেড লেড, তরল ব্রোমিন, ক্লোরিন, কয়েকটি বিজারকের বিজারণ ক্ষমতার উদাহরণ ...

জারণ বিজারণের ইলেক্ট্রনীয় মতবাদ

জারণ ও বিজারণ রসায়নে একটি গুরুত্বপূর্ণ বিক্রিয়া । সাধারণত কোনো মৌলে বা যৌগে অক্সিজেনের সংযুক্তি বা কোনো যৌগ থেকে হাইড্রোজেনের বিযুক্তিকে জারণ এবং কোনো মৌলে বা যৌগে হাইড্রোজেনের সংযুক্তি বা কোনো যৌগ থেকে অক্সিজেনের বিযুক্তিকে বিজারণ বলা হয় । ...

সমযোজী যৌগগুলির বৈশিষ্ট্য

সাধারণ তাপমাত্রায় বেশির ভাগ সমযোজী যৌগ সাধারণত তরল কিংবা গ্যাসীয় অবস্থায় থাকে কিন্তু বেশি আণবিক গুরুত্ববিশিষ্ট সমযোজী মৌল বা যৌগগুলি কঠিন বা তরল হয় । সমযোজী যৌগে সমযোজী বন্ধন দৃঢ় প্রকৃতির, তার ফলে অণুগুলি স্থায়ী হয় । ...

ইলেক্ট্রনীয় যোজ্যতা বা তড়িৎ-যোজ্যতা

সাধারণ অবস্থায় পরমাণুর মধ্যে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান হওয়ার জন্য পরমাণু নিস্তড়িৎ হয় । সাধারণ নিয়মে পরমাণুর সংযোগ হওয়ার সময় ধাতুর পরমাণু ইলেকট্রন বর্জন এবং অধাতুর পরমাণু ইলেকট্রন গ্রহণ করে । ফলে কোনো পরমাণু ইলেকট্রন বর্জন করে ধনাত্মক আয়নে পরিণত হয় ...