কয়েকটি জারক পদার্থ
কঠিন | তরল | গ্যাসীয় | |||
(i) | ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড [MnO2] | (i) | নাইট্রিক অ্যাসিড [HNO3] | (i) | অক্সিজেন [O2] |
(ii) | পটাশিয়াম পারম্যাঙ্গানেট [KMnO4] | (ii) | গাঢ় সালফিউরিক অ্যাসিড [H2SO4] | (ii) | ওজোন [O3] |
(iii) | পটাশিয়াম ডাই-ক্রোমেট [K2Cr2O7] | (iii) | হাইড্রোজেন পারক্সাইড [H2O2] | (iii) | ফ্লুওরিন [F] |
(iv) | রেড লেড [Pb3O4] | (iv) | তরল ব্রোমিন [Br2] | (iv) | ক্লোরিন [Cl2] |
কয়েকটি জারকের জারণ ক্ষমতার উদাহরণ
জারক পদার্থ | জারণের উদাহরণ | কোন পদার্থকে জারণ করে |
O2 | C + O2 = CO2 | C -কে জারিত করে, C → CO2 |
HNO3 | C + 4HNO3 = CO2 + 4NO2 + 2H2O | C -কে জারিত করে, C → CO2 |
গাঢ় H2SO4 | S + 2H2SO4 = 3SO2 + 2H2O | S -কে জারিত করে, S → SO2 |
H2O2 | PbS + 4H2O2 = PbSO4 + 4H2O | PbS -কে জারিত করে, PbS → PbSO4 |
Cl2 | H2S + Cl2 = 2HCl + S ↓ | H2S -কে জারিত করে, H2S → S |
কয়েকটি বিজারক পদার্থ
কঠিন | তরল | গ্যাসীয় | |||
(i) | কার্বন [C] | (i) | নাইট্রাস অ্যাসিড [HNO2] | (i) | হাইড্রোজেন [H2] |
(ii) | সোডিয়াম [Na] | (ii) | হাইড্রোব্রোমিন অ্যাসিড [HBr] | (ii) | হাইড্রোজেন সালফাইড [H2S] |
(iii) | অ্যালুমিনিয়াম [Al] | (iii) | হাইড্রোআয়োডিক অ্যাসিড [HI] | (iii) | অ্যামোনিয়া [NH3] |
(iv) | স্ট্যানাস ক্লোরাইড [SnCl2] | (iv) | হাইড্রোজেন পারক্সাইড [H2O2] | (iv) | সালফার ডাইঅক্সাইড [SO2] |
কয়েকটি বিজারকের বিজারণ ক্ষমতার উদাহরণ :
বিজারক পদার্থ | বিজারণের উদাহরণ | কোন পদার্থকে বিজারিত করে |
H2 | CuO + H2 = Cu + H2O | CuO -কে বিজারিত করে, CuO → Cu |
NH3 | 3CuO + 2NH3 = 3Cu + N2 + 3H2O | CuO -কে বিজারিত করে, CuO → Cu |
C | FeO + C = Fe + CO | FeO -কে বিজারিত করে, FeO → Fe |
H2S | H2S + Cl2 = 2HCl + S | Cl2 -কে বিজারিত করে, Cl2 → HCl |
CO | CuO + CO = Cu + CO2 | CuO -কে বিজারিত করে, CuO → Cu |
একই পদার্থ কখনো জারক আবার কখনো বিজারক হতে পারে না : কোনো একটি বিক্রিয়ায় একটি জারক দ্রব্য অপর একটি বিক্রিয়ায় বিজারক রূপে ব্যবহার করতে পারে ।
যেমন, SO2 -এর সঙ্গে Br2-এর বিক্রিয়ার সময় SO2, Br2 -কে বিজারিত করে HBr -এ পরিণত করে । এই বিক্রিয়ায় SO2 বিজারক দ্রব্য ।
আবার H2S -এর সঙ্গে SO2 -এর বিক্রিয়ায় SO2, H2S -কে জারিত করে সালফারে পরিণত করে । এখানে SO2 জারক রূপে কাজ করে ।
হাইড্রোজেন পারঅক্সাইডের জারণ ক্রিয়া :- H2O2, সালফিউরাস অ্যাসিডকে জারিত করে সালফিউরিক অ্যাসিডে পরিণত করে ।
হাইড্রোজেন পারঅক্সাইডের বিজারণ ক্রিয়া :- ক্লোরিনকে H2O2 বিজারিত করে HCl -এ পরিণত করে ।
অনুরূপে নাইট্রাস অ্যাসিড [HNO2], আয়োডিন [I2] প্রভৃতির জারণ এবং বিজারণ ক্ষমতা আছে ।
*****
- 49041 views