জৈব যৌগগুলির প্রাথমিক শ্রেণিবিভাগ

Submitted by arpita pramanik on Fri, 04/19/2013 - 09:59

জৈব যৌগগুলির প্রাথমিক শ্রেণিবিভাগ (Elementary Classification of Organic Compounds) :

কার্যকরী মূলকের ওপর ভিত্তি করে জৈব যৌগগুলিকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা যায় । যথা :-

[1] হাইড্রোকার্বন

[2] অ্যালকোহল

[3] অ্যালডিহাইড

[4] কিটোন 

[5] কার্বক্সিলিক অ্যাসিড যৌগ

 

নীচে জৈব যৌগের কয়েকটি শ্রেণি এবং প্রতিটি শ্রেণির প্রথম তিনটি সদস্যের নাম ও গঠন দেওয়া হল :

[1] হাইড্রোকার্বন (Hydrocarbons)

যেসব জৈব যৌগ শুধু কার্বন ও হাইড্রোজেন পরমাণু দিয়ে গঠিত তাদের হাইড্রোকার্বন বলে । যথা : মিথেন (CH4), ইথেন (C2H6), ইথিলিন (C2H4), অ্যাসিটিলিন (C2H2) ইত্যাদি । যেসব জৈব যৌগের গঠনে প্রান্তের কার্বন পরমাণুগুলি মুক্ত থাকে তাদের মুক্ত শৃঙ্খল জৈব যৌগ বলে । যেমন, প্রপেন একটি মুক্ত শৃঙ্খল জৈব যৌগ : CH3CH2CH3 প্রপেন (মুক্ত শৃঙ্খল যৌগ) এখানে শুধু মুক্ত শৃঙ্খল জৈব যৌগ আলোচনা করা হল ।

মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বনগুলিকে দুটি ভাগে ভাগ করা যায়:  [i] সম্পৃক্ত হাইড্রোকার্বন (Saturated Hydrocarbons)  এবং [ii] অসম্পৃক্ত হাইড্রোকার্বন (Unsaturated Hydrocarbons) ।

[i] সম্পৃক্ত হাইড্রোকার্বন (Saturated Hydrocarbons) :-  শুধু কার্বন বা হাইড্রোজেন দিয়ে গঠিত মুক্ত শৃঙ্খল জৈব যৌগ যাদের গঠনে শুধু কার্বন-কার্বন এক-বন্ধন (C - C) এবং / অথবা কার্বন-হাইড্রোজেন এক বন্ধন (C - H) থাকে তাদের মুক্ত শৃঙ্খল সম্পৃক্ত হাইড্রোকার্বন বা প্যারাফিন বলে । এদের নামের শেষে 'এন্' (ane) কথাটি যুক্ত থাকে, এদের অ্যালকেন (Alkane) বলে । এদের সাধারণ সংকেত CnH2n+2 ( যেখানে n হল কার্বন পরমাণুর সংখ্যা ) । যথা : মিথেন (CH4), ইথেন (C2H6), প্রোপেন (C3H8) ইত্যাদি ।

অ্যালকেনের প্রথম তিনটি সদস্যের গঠন ও নাম—

 

[ii] অসম্পৃক্ত হাইড্রোকার্বন (Unsaturated Hydrocarbons):- যে সব হাইড্রোকার্বনের গঠনে এক বা একাধিক কার্বন-কার্বন দ্বি-বন্ধনী ( > C = C < ) বা ত্রি-বন্ধনী ( — C ≡ C — ) থাকে, তাদের অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে । অসম্পৃক্ত হাইড্রোকার্বন দু-ধরনের হয় : যথা- [a] অ্যালকিন এবং [b] অ্যালকাইন

[a] অ্যালকিন (Alkene) :  যে সব হাইড্রোকার্বনের গঠনে এক বা একাধিক কার্বন-কার্বন দ্বি-বন্ধনী ( > C = C < ) থাকে, তাদের অ্যালকিন (Alkene) বলে । এদের নামের শেষে 'ইন' (ene) কথাটি যুক্ত থাকে । এদের রাসায়নিক সংকেত হল CnH2n  IUPAC অনুসারে এদের কার্যকরী মূলক ( > C = C < ) । যথা: ইথিলিন বা ইথিন (C2H4), প্রোপিলিন বা প্রোপিন (C3H6), বিউটিলিন (C4H8) ইত্যাদি । অ্যালকিন একটি (> C = C <) শ্রেণি যুক্ত মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন । 

অ্যালকিনের প্রথম তিনটি সদস্যের গঠন ও নাম—

[b] অ্যালকাইন (Alkyne) : যে সব হাইড্রোকার্বনের গঠনে এক বা একাধিক কার্বন-কার্বন ত্রি-বন্ধনী ( — C ≡ C — ) থাকে, তাদের অ্যালকাইন বলে । এদের নামের শেষে 'আইন' (yne) কথাটি যুক্ত থাকে । এদের রাসায়নিক সংকেত হল CnH2n-2  ।  IUPAC অনুসারে এদের কার্যকরী মূলক ( — C ≡ C — ) । অ্যালকাইন একটি ( — C ≡ C — ) শ্রেণি যুক্ত মুক্ত শৃঙ্খল হাইড্রোকার্বন ।  যথা: অ্যাসিটিলিন ( HC ≡ CH ), মিথাইল অ্যাসিটিলিন ( CH3C ≡ CH ), ডাইমিথাইল অ্যাসিটিলিন ( H3C - C ≡ C - CH3 ) ইত্যাদি ।   

অ্যালকাইনের প্রথম তিনটি সদস্যের গঠন ও নাম—

 

[2] অ্যালকোহল (Alcohols) :

অ্যালকেনের এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু হাইড্রক্সিল গ্রুপ (—OH) দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ উৎপন্ন করে, তাদের অ্যালকোহল শ্রেণির যৌগ বলে । অর্থাৎ R-H ( অ্যালকেন ) থেকে  R-OH ( অ্যালকোহল ) । যেসব অ্যালকোহল যৌগে (-CH2OH) গ্রুপ থাকে, তাদের প্রাইমারী অ্যালকোহল বলে । IUPAC অনুসারে অ্যালকোহল শ্রেণির যৌগের কার্যকরী মূলক —OH । এদের নামের শেষে 'অনল' কথাটি যুক্ত থাকে । অ্যালকোহল হল কার্যকরী মূলক -OH যুক্ত মুক্ত শৃঙ্খল যৌগ । এই শ্রেণির সাধারণ সংকেত হল CnH2n+1, যেখানে n= কার্বন পরমাণুর সংখ্যা ।  যেমন: মিথাইল অ্যালকোহল বা মিথানল (CH3OH), ইথাইল অ্যালকোহল বা ইথানল (CH3CH2OH), প্রোপাইল অ্যালকোহল বা প্রোপানল (CH3CH2CH2OH) ।  

উদাহরণ: 

[3] অ্যালডিহাইড (Aldehydes) :

অ্যালকেনের একটি হাইড্রোজেন পরমাণু (—CHO) গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হলে, তাদের অ্যালডিহাইড শ্রেণির যৌগ বলে । IUPAC অনুসারে অ্যালডিহাইড শ্রেণির যৌগের কার্যকরী মূলক -CHO । এদের নামের শেষে 'অ্যাল' কথাটি যুক্ত থাকে । অ্যালডিহাইডের সাধারণ সংকেত R—CHO, যেখান R হল অ্যালকিল মূলক, কেবলমাত্র প্রথম যৌগ ফরম্যালডিহাইড ( H—CHO ) এর ক্ষেত্রে R = H ।  যেমন : ফরম্যালডিহাইড বা মিথান্যাল (HCHO), অ্যাসিট্যালডিহাইড বা ইথান্যাল (CH3CHO), প্রোপিয়োন্যালহাইড বা প্রোপান্যাল (CH3CH2CHO), ইত্যাদি । 

উদাহরণ:  

[4] কিটোন (Ketones):

যে সব জৈব যৌগে কিটোনিক গ্রুপ থাকে, তাদের কিটোন শ্রেণির যৌগ বলে । এই শ্রেণির যৌগের কার্যকরী মূলক ( > C = O ) , কার্বনের দুটি যোজ্যতাই কার্বন পরমাণু দ্বারা তৃপ্ত । এই যৌগে কার্যকরী মূলকের সঙ্গে দুটি অ্যালকিল মূলক ( ভিন্ন বা অভিন্ন ) যুক্ত থাকে ।

উদাহরণ: 

[5] কার্বক্সিলিক অ্যাসিড যৌগ (Carboxylic Acid):

অ্যালকেনের হাইড্রোজেন পরমাণু (—COOH) গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগ উৎপন্ন করে, তাদের কার্বক্সিলিক অ্যাসিড শ্রেণির যৌগ বলে । এদের ফ্যাটি অ্যাসিডও বলা হয় । এই শ্রেণির যৌগের কার্যকরী মূলক -COOH । কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত RCOOH, যেখানে R অ্যালকিল মূলক ; কেবলমাত্র প্রথম যৌগ ফরমিক অ্যাসিডের ক্ষেত্রে R = H ।

উদাহরণ: 

*****

Related Items

জৈব যৌগের গঠনগত সমাবয়বতা

একই আণবিক সংকেত বিশিষ্ট একাধিক যৌগে বিভিন্ন কার্যকরী মূলকের উপস্থিতির জন্য যে সমাবয়বতার সৃষ্টি হয়, তাকে কার্যকরী মূলক ঘটিত সমাবয়বতা বলে । এই দুটি যৌগে উপাদান হিসাবে C, H এবং O -এর ওজনের অনুপাত একই কিন্তু এরা ভিন্ন প্রকৃতির যৌগ । একটি হল অ্যালকোহল ...

জৈব যৌগের কার্যকরী মূলক বা পরিচায়ক শ্রেণি

অসংখ্য জৈব যৌগকে, ওদের রাসায়নিক ধর্মের ওপর ভিত্তি করে কতকগুলি শ্রেণিতে ভাগ করা হয়েছে । দেখা যায় যে, এই রকম প্রতিটি শ্রেণিতে যৌগগুলির মধ্যে একটি বিশেষ মূলক বর্তমান থাকে । এই মুলকের উপস্থিতির জন্য ওই শ্রেণির সমস্ত যৌগের রাসায়নিক ধর্ম প্রায় একই রকম হয় ...

জৈব যৌগের বন্ধন প্রকৃতি

কর্বনের পারমাণবিক সংখ্যা 6, কার্বনের ইলেকট্রন বিন্যাস থেকে জানা যায় কার্বনের প্রথম কক্ষে 2টি এবং বাইরের কক্ষে 4টি ইলেকট্রন আছে । কার্বন পরমাণু বাইরের কক্ষের 4টি ইলেকট্রন, অন্য পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রনের সঙ্গে চারটি ইলেকট্রন জোড় গঠন করে সমযোজ্যতা দ্বারা জৈব ...

জীবজ অণু (Biomolecules)

সজীব কোশে সংশ্লেষিত ক্ষুদ্র অণু ও বৃহদ অণুকে একত্রে জীবজ অণু বলা হয় । প্রায় সমস্ত জীবজ অণুই কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লীয়িক অ্যাসিড, লিপিড এই চারটি শ্রেণির কোনো একটির অন্তর্ভুক্ত । এগুলি কোশের জীবজ পলিমার । কার্বোহাইড্রেট সরল সুগারের ...

জীবনক্রিয়ায় জৈব যৌগের ভুমিকা

প্রাণী বা উদ্ভিদের দেহের বেশির ভাগ অংশ জৈব যৌগ দিয়ে গঠিত । তাই জীব জগতে জৈব যৌগের দান অতুলনীয় । জীবন ক্রিয়ার সঙ্গে জৈব যৌগ গভীর ভাবে জড়িত । জীবদেহের জীবনক্রিয়া অব্যাহত রাখার জন্য জৈব যৌগের ভূমিকা অপরিসীম । জীবজগতে প্রত্যেক জৈবিক ক্রিয়ার কারণ ...