ছোটো প্রশ্ন ও উত্তর : কার্য ক্ষমতা ও শক্তি

Submitted by arpita pramanik on Wed, 03/20/2019 - 10:29

ছোটো প্রশ্ন ও উত্তর : কার্য ক্ষমতা ও শক্তি (Work, Power and Energy)

1. কার্য বলতে কী বোঝায় ?

2. বলের বিরুদ্ধে কার্যের একটি উদাহরণ দাও ।

3. কার্য কাকে বলে ?

4. কিভাবে কার্যের পরিমাপ করা হয় ?

5. কার্যের সংজ্ঞা লেখ ?

6. CGS এবং SI পদ্ধতিতে কার্যের একক কি ?

7. বলের দ্বারা কার্য এবং বলের বিরুদ্ধে কার্য এই দুইয়ের মধ্যে পার্থক্য কি ?

8. উদাহরণসহ বুঝিয়ে দাও ক্ষমতা বলতে কি বোঝো ?

9. কিভাবে ক্ষমতা পরিমাপ করা হয় ?

10. ক্ষমতা এবং কার্যের মধ্যে সম্পর্ক কি ?

11. কার্য ও ক্ষমতা বলতে কি বোঝো ?

12. SI এবং CGS পদ্ধতিতে কার্য ও ক্ষমতার ব্যবহারিক একক কি ? এই দুই পদ্ধতিতে এককের এর মধ্যে সম্পর্ক কি ?

13. কার্য ও শক্তির সংজ্ঞা লেখ ? SI এবং CGS পদ্ধতিতে এই ভৌত রাশির একক কি কি ?

14.  শক্তি ও ক্ষমতার মধ্যে তফাৎ কি ? SI এবং CGS পদ্ধতিতে ক্ষমতার ব্যবহারিক একক গুলি কি ?

15. কার্য বলতে কী বোঝায় ? এর সংজ্ঞা লেখ । একটি ভেক্টর না স্কেলার রাশি ?

16. প্রযুক্ত বলের দ্বারা কি সর্বক্ষেত্রে কার্য হয় ? সূর্যের চারদিকে পৃথিবীর আবর্তনের ফলে কার্য হয় কিনা যুক্তিসহ উত্তর দাও ।

17. ক্ষমতার সংজ্ঞা লেখ । অশ্ব ক্ষমতা এবং ওয়াট বলতে কি বোঝো ? এদের সম্পর্ক নির্ণয় করো ।

*****

Comments

Related Items

ভৌতরাশির দৈর্ঘ্য পরিমাপে সাধারণ রৈখিক স্কেলের ব্যবহার

দৈর্ঘ্য পরিমাপের জন্য ব্যবহৃত যন্ত্রকে রৈখিক স্কেল বলা হয় । স্কেল সাধারণত প্লাস্টিক, কাঠ বা ধাতুর তৈরি হয় এবং এর দৈর্ঘ্য বরাবর একধারে মিলিমিটার ও সেন্টিমিটারে এবং ওপর ধারে ইঞ্চি ও তার ভগ্নাংশে দাগ কাটা থাকে ।

মাত্রা (Dimensions)

কোনো ভৌতরাশিতে (Physical quantities) গুণ বা ভাগের মাধ্যমে উপস্থিত বিভিন্ন মৌলিক রাশিগুলির চিহ্নের উপযুক্ত ঘাত সমন্বিত সাংকেতিক রাশিমালাকে ওই ভৌতরাশির মাত্রা (Dimensions) বলে ।

বিভিন্ন মাপের একক

আমাদের সহজে বোধগম্য হওয়ার জন্য বা সহজে বুঝতে পারার জন্য, ক্ষুদ্র অনুজীব থেকে বৃহৎ জীব, ছোটো থেকে বড়ো বিভিন্ন জাগতিক বস্তুর পরিমাপের জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানের একক আমরা ব্যবহার করে থাকি ।

এককের বিভিন্ন পদ্ধতি

বর্তমানে প্রধানত দুটি পদ্ধতিতে সকল ভৌতরাশির একক প্রকাশ করা হয়ে থাকে । সেন্টিমিটার গ্রাম সেকেন্ড বা cgs পদ্ধতি , আন্তর্জাতিক পদ্ধতি বা SI পদ্ধতি, মৌলিক এবং লব্ধ একক, মৌলিক একক বা প্রাথমিক একক , ঘনমিটার ও ঘন সেন্টিমিটারের মধ্যে সম্পর্ক ...

পরিমাপ ও একক

যে সমস্ত প্রাকৃতিক বিষয়কে বা ঘটনা সম্পর্কিত যা কিছুকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিমাপ করা যায় তাদেরকেই ভৌতরাশি বা প্রাকৃতিক রাশি বলা হয় । যেমন – ঘরের দৈর্ঘ্য স্কেল বা ফিতে দিয়ে আমরা পরিমাপ করতে পারি, বাড়ি থেকে স্কুলে আসতে যে সময় লাগে তা ঘড়ি দিয়ে আমরা পরিমাপ ...