দ্বিঘাত করণী (Quadratic Surds)

Submitted by arpita pramanik on Wed, 06/01/2011 - 18:45

দশম অধ্যায় : দ্বিঘাত করণী (Quadratic Surds)

সূচনা (Introduction) : আমরা এর আগে স্বভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা, ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা, জোড় ও বিজোড় সংখ্যা, মৌলিক ও যৌগিক সংখ্যা ভগ্নাংশ ও দশমিক সংখ্যা, মূলদ ও অমূলদ সংখ্যা সম্মদ্ধে জেনেছি । আমরা জানি 2 এর বর্গ 4 তাই 4 এর বর্গমূল 2, অঙ্কের ভাষায় [tex]\sqrt 4 = 2[/tex] আবার -2 ও হয় , সুতরাং 4 এর বর্গমূল (+2) এবং (-2) হবে । 

তেমনি 

[tex]\begin{array}{l} {5^3} = 125 \Rightarrow \sqrt[3]{{125}} = 5\\ {3^4} = 81 \Rightarrow \sqrt[4]{{81}} = 3\\ {2^5} = 32 \Rightarrow \sqrt[5]{{32}} = 2 \end{array}[/tex]

বর্গমূল চিহ্নটির ক্ষেত্রে সাধারণত [tex]\sqrt {} [/tex] ব্যবহার করা হয়, ঘনমূল [tex]\sqrt[3]{{}}[/tex] চিহ্ন দিয়ে, চতুর্থমূল [tex]\sqrt[4]{{}}[/tex] চিহ্ন দিয়ে, এবং পঞ্চমমুল [tex]\sqrt[5]{{}}[/tex] চিহ্ন দিয়ে বোঝানো হয় । 

যে মূলগুলি উপরে উল্লেখ করা হয়েছে তাদের মান দুটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় অর্থাৎ মানগুলি প্রত্যেকে মূলদ হবে । কিন্তু সব সময় তা হয় না । যেমন [tex]\sqrt 2 ,\sqrt 3 ,\sqrt[3]{5}[/tex] ইত্যাদির মান সম্পূর্ণরূপে নির্ণয় করা যায় না । 

কোনো ধনাত্মক মূলদ সংখ্যার যে সব মূল এর মান সম্পূর্ণরূপে নির্ণয় করা যায় না তাদের করণী (Surd) বলে । 

যেমন [tex]\sqrt 2, \sqrt 3, \sqrt[3]{5}[/tex] ইত্যাদি হল করণী, কিন্তু [tex]\sqrt 4 ,\sqrt[3]{8},\sqrt[3]{{27}}[/tex] ইত্যাদি করণী আকারে থাকলেও করণী নয় । কারণ এদের মান সম্পূর্ণরূপে নির্ণয় করা যায় । 

মূলদ সংখ্যা (Rational number) : কোনো সংখ্যাকে যদি দুটি পূর্ণ সংখ্যার অনুপাতের আকারে প্রকাশ করা হয় তবে সেই সংখ্যাকে মূলদ সংখ্যা (Rational number) বলে ।  যেমন  -3, 1, 10, [tex]\frac{2}{3}, - \frac{3}{5},\frac{3}{6}[/tex] ইত্যাদি । 

অমূলদ সংখ্যা (Irrational number) : যে সব সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার আকারে প্রকাশ করা যায় না তাদের অমূলদ সংখ্যা (Irrational number) বলে । যেমন [tex]\sqrt 2 ,\sqrt 3 ,\sqrt[3]{5},\pi [/tex] ইত্যাদি । 

দেখা যাচ্ছে যে [tex]\sqrt 2 ,\sqrt 3 ,\sqrt[3]{5}[/tex] এরা করণী এবং অমূলদ সংখ্যা , কিন্তু [tex]\pi [/tex] করণী নয় অথচ অমূলদ সংখ্যা । তাই আমরা বলতে পারি সব করণী অমূলদ সংখ্যা কিন্তু সব মূলদ সংখ্যা করণী নয় । 

করণীর বিভিন্ন আকার (Different types of Surds) :

(১) শুদ্ধ করণী (Pure Surds) : যদি কোনো করণীকে সরল করে, কোনো মূলদ সংখ্যাকে (1 ব্যাতীত) করণী চিহ্নের বাইরে আনা অসম্ভব হয়, তবে সেই করণীকে বলে শুদ্ধ করণী ।  যেমন: [tex]\sqrt 5, \sqrt {11} [/tex] ইত্যাদি । 

(২) মিশ্র করণী (Mixed Surds) : যে সব করণীকে সরল আকারে লিখলে দেখা যায় যে এদের প্রত্যেকটির একটি মূলদ ও একটি অমূলদ অংশ আছে, সেই ধরণের করণীকে মিশ্র করণী বলে । 

যেমন: [tex]\sqrt {18} = \sqrt {9 \times 2} = 3\sqrt 2 [/tex], [tex]\sqrt {48} = \sqrt {3 \times 2 \times 2 \times 2 \times 2} = 4\sqrt 3 [/tex] হল মিশ্র করণী । এখানে 3, 4 হল মূলদ সংখ্যা এবং [tex]\sqrt 2, \sqrt 3 [/tex] হল অমূলদ সংখ্যা । 

(৩) সদৃশ করণী (Similar Surds) -র দুটি করণীর অমূলদ অংশ একই হলে তাদের সদৃশ করণী বলে । যেমন: [tex]\sqrt 2, 3\sqrt 2 [/tex] ; [tex]11\sqrt 5, 3\sqrt 5 [/tex] ইত্যাদি । 

(৪) অসদৃশ করণী (Dissimilar Surds) : সরল করার পর দুটি করণীর অমূলদ অংশ আলাদা হলে তাদের অসদৃশ করণী বলে । যেমন: [tex]11\sqrt 5, 3\sqrt 7 [/tex] ; [tex]10\sqrt 2, 3\sqrt 3 [/tex] ইত্যাদি । 

(৫) সরল করণী (Simple Surds) : যে সকল করণীতে একটি মাত্র পদ থাকে তাদের সরল করণী বলে । যেমন : [tex]\sqrt 2, \sqrt 3, \sqrt 7, 5\sqrt 5 [/tex] ইত্যাদি । 

(৬) দ্বিপদ করণী (Binomial Surds) :  দুটি পদযুক্ত (দুটি পদই করণী বা একটি পদ করণী অপরটি মূলদ সংখ্যা হয়) করণীকে দ্বিপদ করণী বলে । যেমন: [tex] 2 + \sqrt 6, 2\sqrt 3 - \sqrt 5 [/tex] ইত্যাদি । 

(৭) যৌগিক করণী (Compound Surds) : একাধিক করণীর অথবা মূলদ সংখ্যা ও একাধিক করণীর বীজগাণিতিক সমষ্টিকে যৌগিক করণী বলে । যেমন : [tex] 1 + \sqrt 5, 2 \sqrt 2 + 3 \sqrt 5 - \sqrt 6, \sqrt 2 + \sqrt 3 [/tex] ইত্যাদি । 

মন্তব্য - দুটি পদযুক্ত যৌগিক করণীকে দ্বিপদ করণী বলে । 

(৮) সমমূলীয় করণী (Equiradical Surds) : দুই বা ততোধিক করণীর মূল সমান হলে ওদের সমমূলীয় করণী বলে । যেমন : [tex]\sqrt 3 , \sqrt 2 , \sqrt 5 [/tex] এবং [tex]\sqrt[7]{5}, \sqrt[7]{7},\sqrt[7]{{11}}[/tex] ইত্যাদি । 

এখানে মনে রাখা দরকার দুটি করণী সমমূলীয় না হলেও তাদের সমমূলীয় করণীর আকারে প্রকাশ করা যায় । 

যেমন: [tex]\sqrt[3]{2}, \sqrt[4]{2}[/tex] এই দুটি করণী সমমূলীয় নয়, এখন লক্ষ কর

[tex]\begin{array}{l} \sqrt[3]{2} = \sqrt[3]{{{{\left( 2 \right)}^{\frac{4}{4}}}}} = \sqrt[{3 \times 4}]{{{2^4}}} = \sqrt[{12}]{{{2^4}}}\\
\sqrt[4]{2} = \sqrt[4]{{{{\left( 2 \right)}^{\frac{3}{3}}}}} = \sqrt[{4 \times 3}]{{{2^3}}} = \sqrt[{12}]{{{2^3}}} \end{array}[/tex]

এখন দুটি করণীর মূল সমান । 

করণীর ক্রম (Order of Surds) : একটি শুদ্ধ বা মিশ্র করণীতে উপস্থিত মূল নির্ণায়ক সূচককে করণীর ক্রম বলে । যেমন : [tex]\sqrt[3]{{11}}[/tex] এই করণীর ক্রম হল 3 ।

করণীর তুলনা (Difference of Surds) : দুই বা ততোধিক সমমূলীয় করণীর (সমমূলীয় না হলে তাকে সমমূলীয়র আকারে প্রকাশ করতে হবে) মূল নির্ণায়ক সূচক বাদে মানের তারতম্য অনুসারে করণীর তুলনা করা হয় । 

যেমন : [tex]\sqrt 5  > \sqrt 3 [/tex] কারণ 5 > 3 (সমমূলীয় করণী) ।

কিন্তু [tex]\sqrt 5, \sqrt[4]{3}[/tex] সমমূলীয় করণী নয় তাই এদের তুলনা হবে না । 

করণীর সরলতম আকার (Simple form of Surds) : করণীর মূল চিহ্নের ভেতর থেকে যদি কোনো মূলদ উৎপাদক (1 বর্জিত) মূল চিহ্নের বাইরে আনা সম্ভব হয়, তখন করণীর যে রূপ পাওয়া যায় তাকে করণীর সরলতম আকার বলা হয় । 

যেমন: [tex]\sqrt {45} = \sqrt {3 \times 3 \times 5} = 3\sqrt 5 [/tex]  [tex]\sqrt {45} [/tex] এর সরলতম আকার হল [tex]3\sqrt 5 [/tex]

করণীর যোগ ও বিয়োগ (Addition and Subtraction of Surds) :-  করণীর যোগফল ও বিয়োগফল নির্ণয় করতে হলে প্রথমে করণীগুলিকে সরলতম আকারে প্রকাশ করতে হবে । করণীগুলির যোগ অথবা বিয়োগ সাধারণ বীজগাণিতিক প্রক্রিয়ার নিয়মে করা হয় । 

যেমন: [tex]\sqrt 2 + \sqrt 8 = \sqrt 2 + 2\sqrt 2 = 3\sqrt 2 [/tex]

[tex]\sqrt {50} - \sqrt {12} = \sqrt {25 \times 2} - \sqrt {4 \times 3} = 5\sqrt 2 - 2\sqrt 3 [/tex]

করণীর গুণ ও ভাগ (Multiplication and Division of Surds) :- দুটি শুদ্ধ করণীর গুণ, সূচকের নিয়মাবলী অনুযায়ী হয় । 

[সূচকের নিয়মাবলী : যদি [tex]a \ne 0[/tex] এবং m ও n ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তবে [tex]{a^m} \times {a^n} = {a^{m + n}}[/tex] তাছাড়া [tex]{\left( {{a^m}} \right)^n} = {a^{mn}},{\left( {ab} \right)^m} = {a^m}.{b^m}\left( {b \ne 0} \right)\left( {a \ne 0} \right)[/tex]

যেমন: [tex]\sqrt 3 \times \sqrt 3 = {\left( 3 \right)^{\frac{1}{2} + \frac{1}{2}}} = {3^1} = 3[/tex]

[tex]\sqrt 5 \times \sqrt 7 = {5^{\frac{1}{2}}} \times {7^{\frac{1}{2}}} = {\left( {5 \times 7} \right)^{\frac{1}{2}}} = {35^{\frac{1}{2}}} = \sqrt {35} [/tex]

অনুরূপে দুটি মিশ্র করণীর গুণ সূচক ও বীজগাণিতিক প্রক্রিয়া অনুযায়ী হয় । 

সমমূলীয় করণীসমূহের গুণফল নির্ণয়ের ক্ষেত্রে সাধারণ বীজগাণিতিক প্রক্রিয়ার মতন মূলদ ও অমূলদ অংশ গুলি পৃথক পৃথক গুণ করে গুণফল নির্ণয় করতে হবে । যদি করণীগুলি বিভিন্ন ক্রমের হয় তবে ওদের সমমূলীয় করণীর আকারে প্রকাশ করে গুণফল নির্ণয় করতে হয় । অমূলদ অংশ বা করণীর অংশের গুণের ক্ষেত্রে সূচকের নিয়মাবলী অনুযায়ী হবে । 

[tex]\begin{array}{l} 2\sqrt 5  \times 3\sqrt 2 = 2 \times 3 \times \sqrt {5 \times 2} = 6\sqrt {10} \\ \sqrt 3 \times \sqrt[3]{2}\\
 = {3^{\frac{1}{2}}} \times {2^{\frac{1}{3}}}\\  = {3^{\frac{3}{6}}} \times {2^{\frac{2}{6}}}\\  = {27^{\frac{1}{6}}} \times {4^{\frac{1}{6}}}\\  = {\left( {27 \times 4} \right)^{\frac{1}{6}}}\\  = {108^{\frac{1}{6}}} = \sqrt[6]{{108}} \end{array}[/tex]

দুটি যৌগিক করণীর গুণফল নির্ণয় সূচক ও বীজগাণিতিক বহুপদী সংখ্যার গুণফল নির্ণয় প্রক্রিয়া অনুযায়ী হয় । 

যেমন:

[tex]\begin{array}{l}
\left( {2 + \sqrt 3 } \right)\left( {4 + \sqrt 3 } \right)\\
 = 2 \times 4 + 2 \times \sqrt 3  + 4 \times \sqrt 3  + \sqrt 3  \times \sqrt 3 \\
 = 8 + 2\sqrt 3  + 4\sqrt 3  + 3\\
 = 11 + 6\sqrt 3 
\end{array}[/tex]

করণীর ভাগ সম্পর্কে আলোচনার আগে করণী নিরসক উৎপাদক এবং অনুবন্দি বা প্রতিযোগী করণী সম্পর্কে জানতে হবে । 

করণী নিরসক উৎপাদক :- কোনো করণীর সাথে যে উৎপাদক গুণ করলে গুণফলটি করণী মুক্ত হবে তাকে ওই করণীর করণী নিরসক বলে । 

যেমন:

[tex]\sqrt a [/tex] এর করণী নিরসক উৎপাদক হল [tex]\sqrt a [/tex]

[tex]b + \sqrt a [/tex] এর করণী নিরসক উৎপাদক হল [tex]b - \sqrt a [/tex] অথবা [tex]-b  + \sqrt a [/tex]

অনুবন্দি বা পূরককরণী (Conjugate or Complementary Surds) : যখন একটি দ্বিপদ করণীর দুটি পদের মান অন্য দ্বিপদ করণীর দুটি পদের মানের সমান হয় এবং ঐ দ্বিপদ করণীর অমূলদ পদটি বা যেকোনো একটি অমূলদ পদ বিপরীত চিহ্ন যুক্ত হয় তখন একটিকে অপরটির অনুবন্দি বা পূরক করণী বলা হয় । যেমন: [tex]b + \sqrt a [/tex] এর অনুবন্দি করণী হল [tex]b - \sqrt a [/tex] .অথবা [tex]3\sqrt 3  + \sqrt 5 [/tex] এর অনুবন্দি করণী হল [tex]3\sqrt 3  - \sqrt 5 [/tex]

ভাগ (Division) : একটি করণীকে অপর একটি করণী দিয়ে ভাগ করতে হলে প্রথমে ওই দুটি করণীকে যথাক্রমে লব ও হর ধরে একটি ভগ্নাংশের আকারে প্রকাশ করে নিতে হবে, তারপর সেই ভগ্নাংশের হরকে করণী নিরসন করে ভাগফল নির্ণয় করতে হবে । 

যেমন:

[tex]\begin{array}{l}
4 \div \left( {3 - \sqrt 2 } \right)\\
 = \frac{4}{{\left( {3 - \sqrt 2 } \right)}}\\
 = \frac{{4\left( {3 + \sqrt 2 } \right)}}{{\left( {3 + \sqrt 2 } \right)\left( {3 - \sqrt 2 } \right)}}\\
 = \frac{{4\left( {3 + \sqrt 2 } \right)}}{{9 - 2}}\\
 = \frac{{4\left( {3 + \sqrt 2 } \right)}}{7}
\end{array}[/tex]

 

[tex]\begin{array}{l}
\left( {\sqrt 5  + 2} \right) \div \left( {\sqrt 3  - 1} \right)\\
 = \frac{{\left( {\sqrt 5  + 2} \right)}}{{\left( {\sqrt 3  - 1} \right)}}\\
 = \frac{{\left( {\sqrt 5  + 2} \right)\left( {\sqrt 3  + 1} \right)}}{{\left( {\sqrt 3  - 1} \right)\left( {\sqrt 3  + 1} \right)}}\\
 = \frac{{\sqrt 5  \times \sqrt 3  + \sqrt 5  + 2 \times \sqrt 3  + 2}}{{3 - 1}}\\
 = \frac{{\sqrt {15}  + \sqrt 5  + 2\sqrt 3  + 2}}{2}
\end{array}[/tex]

 

দ্বিঘাত করণী (Quadratic Surds) : আমাদের একটি প্রশ্ন থেকেই যায়, এই অধ্যায়ের নাম কেন দ্বিঘাত করণী হল । যে করণীর ক্রম 2 তাকে দ্বিঘাত করণী বলে । এই অধ্যায়ে আমরা কেবল করণীর দ্বিতীয় ক্রম নিয়ে প্রশ্ন উত্তর করেছি, তাই এই অধ্যায়কে দ্বিঘাত করণী বলা হয় । 

*****

Comments

Related Items

সমকোণী চৌপল বা আয়তঘন

প্রাত্যহিক জীবনে আমাদের না না প্রকার ঘনবস্তু নিজেদের প্রয়োজনে ব্যবহার করতে হয়। এই ধরণের ঘনবস্তু গুলি কোনটি সুষম এবং কোনটি অসম। এই সমস্ত ঘনবস্তু গুলির আকৃতি সম্মন্ধে পূর্বে আমাদের পরিচয় ঘটেছে। শুধু তাই নয় এই সব ঘনবস্তু গুলির একটি তল থেকে যে ক্ষেত্র পাওয়া যায় তাদের সঙ্গেও পরিচয় ঘটেছে।

অনুপাত ও সমানুপাত

অনুপাত, গুরু অনুপাত ( Ratio of greater inequality ) ও লঘু অনুপাত ( Ratio of less inequality ), বিভিন্ন ধরণের অনুপাত সম্পর্কে ধারণা , সমানুপাত, বিভিন্ন ধরণের সমানুপাত সম্পর্কে ধারণা, সমানুপাতের কয়েকটি প্রয়োজনীয় ধর্ম,

সরল সুদকষা (Simple Interest)

আসল বা মূলধন, সুদের হার, মোট সুদ, সুদ-আসল বা সবৃদ্ধিমূল, অধমর্ণ, উত্তমর্ণ, সুদ-কষা সম্পর্কিত বিষয়গুলির পারস্পরিক সম্পর্ক, সরল সুদ নির্ণয়ের সাধারণ সুত্র, আসল ও মোট সুদের মধ্যে সরল সম্পর্ক অর্থাৎ আসল বাড়লে মোট সুদ বাড়বে , আসল কমলে মোট সুদ কমবে ...

করণী (surds)

মূলদ সংখ্যা : যদি কোনো সংখ্যা কে p/q (p,q অখণ্ড সংখ্যা ,q≠0) আকারে প্রকাশ করা যায় তাহলে ঐ সংখ্যা কে মূলদ সংখ্যা (rational number) বা প্রমেয় রাশি (commensurable quantity) বলে।

মিশ্রণ (Alligation or Mixture)

গণিতে মিশ্রণ কথাটি খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন মূল্যের বিভিন্ন দ্রব্যকে কি অনুপাতে মেশালে একটি নির্দিষ্ট মূল্যের মিশ্রিত দ্রব্য উৎপন্ন হবে আবার একটি মিশ্রিত দ্রব্যের মধ্যে কত পরিমাণে বা ওজনে বা মূল্যের দ্রব্য আছে। প্রত্যেক বস্তুর মূল্য ও পরিমাণ জানা থাকলে উহাদের মিশ্রণে উৎপন্ন দ্রব্যের মূল্য নিণয় করা যায়। এই মূল্যকে পড়তা বলে।