লম্ব-বৃত্তাকার শঙ্কু (Right-circular Cone)

Submitted by arpita pramanik on Wed, 06/01/2011 - 22:21

 লম্ব-বৃত্তাকার শঙ্কু (Right-circular Cone)

সংজ্ঞা (Definition)  কোনো সমকোণী ত্রিভুজের সমকোণ ধারক যেকোনো একটি বাহুকে স্থির রেখে বা অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করালে যে ঘনবস্তু উৎপন্ন হয় , তাকে শঙ্কু বলে । 

right circular cone

উপরের চিত্রে △ABC ত্রিভুজ এর [tex]\angle B[/tex] হল একটি সমকোণ । AB কে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার আবর্তন করায় শঙ্কুটি উৎপন্ন হয়েছে । AC কে শঙ্কু টির উৎপাদক রেখা (Generating line) বলা হয় । A কে শঙ্কুটির শীর্ষ (Vertex) বলা হয় । C বিন্দু দ্বারা গঠিত বৃত্তাকার ক্ষেত্রটিকে শঙ্কুর ভূমি (Base) বলে । BC বৃত্তের ব্যাসার্ধ । বৃত্তাকার ভূমির উপর লম্ব AB কে শঙ্কুর উচ্চতা (Height) বলা হয় এবং AC কে শঙ্কুর তির্যক উচ্চতা (Slant height) বলা হয় । 

শঙ্কুর দুটি তল (১) একটি বৃত্তাকার সমতল, (২) একটি বক্রতল -যাকে শঙ্কুর পার্শ্বতল বলে । বাস্তবক্ষেত্রে আমরা যেসব শঙ্কুর আকৃতির ঘনবস্তু দেখতে পাই তা হল রাজমিস্তিরির ওলন, মোচার অগ্রভাগ, ফানেল, টোপর ইত্যাদি । 

শঙ্কুর ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় :-

মনে করি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ হল r, উচ্চতা h এবং তির্যক উচ্চতা l হলে, তার 

(1) পার্শ্বতলের ক্ষেত্রফল 

= [tex]\pi rl[/tex] = [tex]\pi [/tex] [tex] \times [/tex] ভূমির ব্যাসার্ধ [tex] \times [/tex] তির্যক উচ্চতা 

= [tex]\frac{1}{2} \times [/tex] ভূমির পরিধি [tex] \times [/tex] তির্যক উচ্চতা

(2) সমগ্রতলের ক্ষেত্রফল 

= ভূমির ক্ষেত্রফল + পার্শ্বতলের ক্ষেত্রফল 

[tex]\begin{array}{l}
 = \pi {r^2} + \pi rl\\
 = \pi r\left( {r + l} \right)
\end{array}[/tex]

(3) আয়তন বা ঘনফল 

= [tex]\frac{1}{3}[/tex]  [tex] \times [/tex] ভূমির ক্ষেত্রফল  [tex] \times [/tex] উচ্চতা

[tex] = \frac{1}{3}\pi {r^2}h[/tex]

(4) তির্যক উচ্চতা ( l )[tex] = \sqrt {{r^2} + {h^2}} [/tex]

 

Comments

Related Items

অসমীকরণ (Inequality)

অসমীকরণ (Inequality)

সমাহার বৃদ্ধি ও হ্রাস

সমাহার বৃদ্ধি ও হ্রাস (Uniform increase and decrease) :

চক্রবৃদ্ধি সুদের নিয়মাবলি ও সূত্র অনুসরণ করে কোনো বস্তু অথবা কোনো জিনিসের সমাহার বৃদ্ধি এবং হ্রাস অথবা চূড়ান্ত মূল্য নির্ধারণ সংক্রান্ত সমস্যার সমাধান করা যায় । 

সরল সুদকষা ও চক্রবৃদ্ধি সুদ

সরল সুদকষা ও চক্রবৃদ্ধি সুদ (Simple Interest and Compound Interest) :

কিছু সময়ের জন্য ব্যাঙ্ক বা পোস্ট অফিসে কিছু পরিমাণ টাকা রাখার পর তুলে নিলে কিছু অতিরিক্ত অর্থ পাওয়া যায় । এই অতিরিক্ত অর্থ কে সুদ (Interest) বলা হয় । যে টাকা জমা রাখা হয় তাকে আসল

সরল সুদকষা (Simple Interest)

আসল বা মূলধন, সুদের হার, মোট সুদ, সুদ-আসল বা সবৃদ্ধিমূল, অধমর্ণ, উত্তমর্ণ, সুদ-কষা সম্পর্কিত বিষয়গুলির পারস্পরিক সম্পর্ক, সরল সুদ নির্ণয়ের সাধারণ সুত্র, আসল ও মোট সুদের মধ্যে সরল সম্পর্ক অর্থাৎ আসল বাড়লে মোট সুদ বাড়বে , আসল কমলে মোট সুদ কমবে ...

ত্রিকোণমিতি (Trigonometry)

ত্রিকোণামিতি (Trigonometry)