মিশ্রণ (Alligation or Mixture) :
ভূমিকা (Introduction) : গণিতে মিশ্রণ কথাটি খুবই গুরুত্বপূর্ণ । বিভিন্ন মূল্যের বিভিন্ন দ্রব্যকে কি অনুপাতে মেশালে একটি নির্দিষ্ট মূল্যের মিশ্রিত দ্রব্য উৎপন্ন হবে আবার একটি মিশ্রিত দ্রব্যের মধ্যে কত পরিমাণে বা ওজনে বা মূল্যের দ্রব্য আছে। প্রত্যেক বস্তুর মূল্য ও পরিমাণ জানা থাকলে উহাদের মিশ্রণে উৎপন্ন দ্রব্যের মূল্য নিণয় করা যায়। এই মূল্যকে পড়তা বলে। এই পড়তা ও বিভিন্ন দ্রব্যের গড় মূল্য একই।
মিশ্রণ :- বিভিন্ন পরিমাণে বিভিন্ন মূল্যের, ওজনের বা আয়তনের দ্রব্য মিশ্রিত বা একত্রিত করে এক নতূন প্রকারের দ্ৰব্য প্রস্তুত করাকে মিশ্রণ (Alligation or Mixture) বলে ।
মিশ্রণের প্রকারভেদ
(১) কঠিন পদার্থের মিশ্রণ :- বিভিন্ন পরিমাণে বিভিন্ন মূল্যের, ওজনের যখন দুটি বা ততোধিক পরিমাণ কঠিন পদার্থকে মিশ্রত করে যখন একটি নতূন প্রকারের দ্রব্য প্রস্তুত করা হয়, তখন তাকে কঠিন পদার্থের মিশ্রণ বলে । যেমন: তামা ও দস্তার মিশ্রণ হল পিতল ।
(২) তরল পদার্থের মিশ্রণ :- বিভিন্ন পরিমাণে বিভিন্ন মূল্যের ,আয়তনের দুই বা ততোধিক পরিমাণ তরল পদার্থকে মিশ্রিত করে যখন একটি নতূন প্রকারের দ্রব্য প্রস্তুত করা হয়, তখন তাকে তরল পদার্থের মিশ্রণ বলে । যেমন: দুধ ও জলের মিশ্রণ ।
*****
- 3342 views