দ্বিঘাত সমীকরণ (Quadratic Equation)

Submitted by arpita pramanik on Wed, 02/16/2011 - 15:21

দ্বিঘাত সমীকরণ (Quadratic Equation)

কোনো সমীকরণে অজ্ঞাত রাশির সর্বোচ্চ ঘাত হলে তাকে দ্বিঘাত সমীকরণ বলে । 

যে দ্বিঘাত সমীকরণে অজ্ঞাত রাশির ঘাত কেবলমাত্র দুই এবং একঘাত অজ্ঞাত রাশি অনুপুস্থিত থাকে তাকে বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ (Pure Quadratic Equation) বলে । যেমন ax2+c=0 যেখানে a0 একটি বিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ । 

কিন্তু কোনো দ্বিঘাত সমীকরণে অজ্ঞাত রাশির দুই ঘাত এবং একঘাত উভয়েই উপস্থিত থাকলে তাকে অবিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ (Adfected Quadratic Equation) বলে । যেমন ax2+bx+c=0 যেখানে a0 একটি অবিশুদ্ধ দ্বিঘাত সমীকরণ । 

দ্বিঘাত সমীকরণ কিভাবে সমাধান করা যায় ?

দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে হলে প্রদত্ত সমীকরণকে সরল ও পক্ষান্তর করে ডানদিকে শূন্য রেখে সমস্ত পদকে বামদিকে রাখা হয় । তারপর , বামদিকের রাশিমালাকে উৎপাদকে বিশ্লেষণ করে প্রতিটি উৎপাদককে শূন্য ধরে অজ্ঞাত রাশির মান নির্ণয় করা হয় । 

মনে রাখা দরকার, দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে অজ্ঞাত রাশির দুটি মান পাওয়া যায় । 

প্রয়োজনীয় পক্ষান্তর এবং সরল করে যদি কোনো দ্বিঘাত সমকরণ কে ax2=c এই আকারে প্রকাশ করা যায়, তবে তার নির্ণেয় সমাধান হবে x=±ca

বামদিকের রাশিমালাকে উৎপাদকে বিষশ্লেষণ সম্ভব না হলে শ্রীধর আচার্যের সূত্র ধরে সমাধান করতে হবে ।

শ্রীধর আচার্যের সূত্র

মনে করি একটি দ্বিঘাত সমীকরণ হল ax2+bx+c=0 যেখানে a0

এর সমাধান হবে x=b±b24ac2a

অর্থাৎ বিজদ্বয় হবে x=b+b24ac2a এবং x=bb24ac2a

বর্গমূল চিহ্নের ভিতরের অংশ b24ac কে নিরূপক বলে । 

******

Related Items

ত্রিকোণমিতি (Trigonometry)

ত্রিকোণামিতি (Trigonometry)

কোণের পরিমাপ

যেহেতু ত্রিকোণমিতি নামক গণিতের এই বিশেষ শাখা প্রধানত সমকোণী ত্রিভুজের সূক্ষকোণ দুটির পরিপেক্ষিতে বাহুগুলির অনুপাতের উপর প্রতিষ্ঠিত তাই প্রথমেই কোণ সম্পর্কে বিস্তারিত আলোচনার প্রয়োজন ।

লম্ব-বৃত্তাকার চোঙ

লম্ব-বৃত্তাকার চোঙ (Right-circular Cylinder)