অসমীকরণ (Inequality)

Submitted by arpita pramanik on Wed, 06/01/2011 - 18:36

অসমীকরণ (Inequality)

সূচনা (Introduction) : অসমীকরণ বিষয়টির শুরুতে সমতা এবং অসমতা সম্মন্ধে আমাদের জানা দরকার । দুটি সংখ্যার মধ্যে তুলনা করলে দুধরণের সম্ভাবনা দেখা যায়, অর্থাৎ যদি a এবং b দুটি সংখ্যা হয়, তাহলে হয় তারা সমান ( a = b ) হতে পারে অথবা তারা অসমান ( [tex]a \ne b[/tex] ) হতে পারে । 

সমতা ও অসমতার ধারণা

(১) সমতা :- এক্ষেত্রে সংখ্যা দুটির মান সমান অর্থাৎ তাদের মানের কোনো পার্থক্য নেই অর্থাৎ পার্থক্য শূন্য ( a - b = 0 ) 

(২) অসমতা :- এক্ষেত্রে সংখ্যা দুটির মান আসমান অর্থাৎ তাদের মানের পার্থক্য আছে । এই পার্থক্য দুধরণের হতে পারে । 

(i) b অপেক্ষা a বৃহত্তর ( a > b ) হতে পারে , সেক্ষেত্রে a থেকে b এর বিয়োগফল ধনাত্মক , অর্থাৎ ( a - b > 0 )

(ii) b অপেক্ষা a ক্ষুদ্রতর ( a < b ) হতে পারে , সেক্ষেত্রে a থেকে b এর বিয়োগফল ঋণাত্মক , অর্থাৎ ( a - b < 0 )

এছাড়াও সমতা অসমতা বোঝাবার জন্য আমরা নিচের চিহ্নগুলি ব্যবহার করে থাকি । 

[tex]\left( {a \ge b} \right)[/tex] এর মানে হল a , b এর সমান নতুবা b এর চেয়ে বড়ো অর্থাৎ a এর সর্বনিম্ন মান হল b ।

[tex]\left( {a \le b} \right)[/tex] এর মানে হল a , b এর সমান নতুবা b এর চেয়ে ছোটো অর্থাৎ a এর সর্বোচ্চ মান হল b ।

অসমতার কতগুলি ধর্ম (Some Properties of Inequality)

1. a > b হলে , -a < -b 

প্রমাণ :- যেহেতু a > b . সুতরাং, a - b > 0

এখন  - a -( - b ) = -a + b = -( a - b ) যা ঋণাত্মক 

অতএব -a < - b 

অনুরূপে প্রমাণ করা যায় , a < b হলে -a > -b হবে । 

2. a > b হলে , a + c > b + c 

প্রমাণ :-  a + c -( b + c ) = a - b > 0

অতএব  a + c -( b + c ) > 0

সুতরাং , a + c > b + c

অনুরূপে প্রমাণ করা যায়, a < b হলে  a + c < b + c হবে । 

3. a > b হলে , a - c > b - c 

প্রমাণ :- a - c -( b - c ) = a - b > 0

অতএব a - c -( b - c ) > 0

সুতরাং , a - c > b - c

অনুরূপে প্রমাণ করা যায়, a < b হলে a - c < b - c হবে । 

4. a > b হলে , [tex]a \cdot c > b \cdot c[/tex] যেখানে ( c > 0 )

প্রমাণ :- ac - bc = c( a - b ) > 0

অতএব  ac - bc > 0 

সুতরাং , ac > bc 

অনুরূপে প্রমাণ করা যায় , a < b হলে , [tex]a \cdot c < b \cdot c[/tex]হবে যেখানে ( c > 0)

5. a > b হলে [tex]\frac{a}{c} > \frac{b}{c}[/tex] যেখানে c > 0

প্রমাণ :- 

[tex]\begin{array}{l}
\frac{a}{c} - \frac{b}{c}\\
 = \frac{{a - b}}{c} > 0
\end{array}[/tex]

অতএব 

[tex]\begin{array}{l}
\frac{a}{c} - \frac{b}{c} > 0\\
 \Rightarrow \frac{a}{c} > \frac{b}{c}
\end{array}[/tex]

অনুরূপে প্রমাণ করা যায় , a < b হলে , [tex]\frac{a}{c} < \frac{b}{c}[/tex] হবে .

6. a > b এবং b > c হলে , a > c হবে । 

প্রমাণ :- a - c = ( a - b ) + ( b - c ) > 0 

অতএব a - c > 0 

সুতরাং a > c 

অনুরূপে প্রমাণ করা যায় , a < b এবং b < c হলে , a < c হবে । 

7. a > b হলে , [tex]\frac{1}{a} < \frac{1}{b}[/tex] হবে যেখানে ab > 0

প্রমাণ :- a > b হলে 

[tex]\begin{array}{l}
\frac{a}{{ab}} > \frac{b}{{ab}}\\
 \Rightarrow \frac{1}{b} > \frac{1}{a}\\
 \Rightarrow \frac{1}{a} < \frac{1}{b}
\end{array}[/tex]

8. খেয়াল রাখতে হবে x > 0 হলে , [tex]\frac{1}{x} > 0[/tex] হবে এবং x < 0 হলে [tex]\frac{1}{x} < 0[/tex] হবে । 

অসমীকরণ (Inequality)

 সমীকরণ কিভাবে গঠিত হয় ও কিভাবে সমাধান করা হয় তা আমরা পূর্বে জেনেছে। সমীকরণে বিভিন্ন অজ্ঞাত রাশি ( x , y , z ইত্যাদি ) বিভিন্ন জ্ঞাত রাশির সঙ্গে ' = ' চিহ্ন দ্বারা যুক্ত থাকে। যেমন 

এক চল বিশিষ্ট একঘাত সমীকরণ x = 3

দুই চল বিশিষ্ট একঘাত সমীকরণ 3x + 2y = 10

এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ [tex]{x^2} - 2x + 3 = 0[/tex]

কিন্তু সবক্ষেত্রে অজ্ঞাত রাশি ও জ্ঞাত রাশির মধ্যে সম্পর্ক সমতা দিয়ে প্রকাশ করা যায় না । সেরকম ক্ষেত্রে অসমতা চিহ্ন ব্যব্যহার করতে হয় । যেমন মনে করি আমাদের বিদ্যালয়ে 500 এর বেশি ছাত্র পড়ে । এখানে আমরা ' = ' চিহ্ন দ্বারা ছাত্র সংখ্যা বোঝাতে পারবনা । কারণ ঠিক কতজন ছাত্র বিদ্যালয়ে পড়ে তা এখানে বলা নেই । কিন্তু যদি আমরা মনে করি আমাদের বিদ্যালয়ে মোট x জন ছাত্র পড়ে তবে আমরা ' > ' চিহ্নের সাহায্যে লিখতে পারি x > 500 ।

ঠিক সেইরকম ভাবে যদি মনে করি একটি কলম এর দাম 10 টাকার কম এবং একটি খাতার দাম 20 টাকার বেশি তাহলে আমরা লিখতে পারি

x < 10 ; যেখানে x = একটি কলমের দাম 

y > 20 ; যেখানে y = একটি খাতার দাম 

এখানে প্রতিক্ষেত্রে অজ্ঞাত রাশি ও জ্ঞাত রাশির মধ্যে সম্পর্ক অসমতার চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়েছে । এরকম বীজগণিতীয় প্রতীক সম্বলিত অজ্ঞাত রাশি ও জ্ঞাত রাশির মধ্যে সম্পর্ক যদি অসমতা বা সমতা, অসমতার চিহ্ন < , > , [tex] \le [/tex] বা [tex] \ge [/tex] প্রভৃতি দিয়ে প্রকাশ করা হয় তবে তাকে অসমীকরণ বলে । উপরে বর্ণিত প্রত্যেকটি হল অসমীকরণ । 

সমীকরণ ও অসমীকরণের পার্থক্য 

(১) আমরা দেখেছে সমীকরণে সমতা চিহ্ন এবং অসমীকরণ অসমতা চিহ্ন থাকে । 

(২) একঘাত সমীকরণে একটি বীজ থাকে, দ্বিঘাত সমীকরণে দুটি বীজ থাকে অর্থাৎ অজ্ঞাত রাশির সর্বোচ্চ ঘাত যত থাকে বীজের সংখ্যাও ঠিক তত হয় । কিন্তু অসমীকরণের ক্ষেত্রে এই সত্যটা খাটে না । যেমন x < 5 হলে x এর মান হতে পারে 4 , 3 , 2 , 1 ইত্যাদি । তাহলে দেখা যাচ্ছে একটি অসমীকরণ অজ্ঞাত রাশির অসংখ্য মান দ্বারা সিদ্ধ হতে পারে । যেসব মানের জন্য ওই অসমীকরণ সিদ্ধ হয় তাদের একত্রে ওই অসমীকরণের সমাধান সেট (Solution set) বলে । 

মন্তব্য : কোনো অসমীকরণের সঙ্গে কোনো শর্ত আরোপ করা করা থাকলে সেই অসমীকরণের নির্দিষ্ট সংখ্যক সমাধান থাকতে পারে । 

সরল অসমীকরণ : 

কোনো অসমকরণে যদি একঘাত যুক্ত একটি মাত্র অজ্ঞাত রাশি থাকে তবে তাকে সরল অসমীকরণ বলে । যেমন : 2x + 3 > 7, 5x - 2 <8, [tex]2x + 10 \le 20[/tex] ।

উদাহরণ 1. x ও y দুটি ধনাত্মক অখন্ড সংখ্যা হলে [tex]2x + 3y \le 8[/tex] অসমীকরণের সমাধান সেট একটি সেটের আকারে প্রকাশ কর । 

সমাধান : এখন 

[tex]\begin{array}{l}
2x + 3y \le 8\\
 \Rightarrow 3y \le 8 - 2x\\
 \Rightarrow y \le \frac{{8 - 2x}}{3}
\end{array}[/tex]

এক্ষেত্রে x এর মান 1, 2, 3, ............হলে y এর মান হবে 1 , 2 , 3 ,...... ইত্যাদি হতে পারে । 

আবার দেখা গেল x = 2 হলে y এর মান 1হলে অসমীকরণটি সিদ্ধ হয়। x এর মান 3 ধরে দেখা গেল y এর কোনো মানই অসমীকরণটিকে সিদ্ধ করে না । 

অতএব নির্ণেয় সমাধান সেট পাশের ছকে দেওয়া হল 

x 1 1 2
y 1 2 1

উদাহরণ 2. সমাধান করো [tex]2\left( {x - 4} \right) \ge 3x - 5[/tex]

সমাধান : 

[tex]\begin{array}{l}
2\left( {x - 4} \right) \ge 3x - 5\\
 \Rightarrow 2x - 8 - 3x \ge  - 5\\
 \Rightarrow  - x \ge 8 - 5\\
 \Rightarrow  - x \ge 3\\
 \Rightarrow x \le  - 3
\end{array}[/tex]

- সমীকরণের সমাধান ।

- অসমীকরণের লেখচিত্র অঙ্কন ।

*****

Related Items

সহ-সমীকরণ

 সহ-সমীকরণ : যখন দুটি সমীকরণ যুগ্মভাবে কোনো সমস্যার সমাধানকে বহন করে তখন ওই সমীকরণদ্বয়কে বলে সহসমীকরণ । সহসমীকরণের একটিকে অপরটি থেকে বিচ্ছিন্ন করলে আলাদা আলাদা ভাবে কোনো একটি সমীকরণকে সমাধান করা সম্ভব  নয় । 

গ.সা.গু. ও ল.সা.গু.(H.C.F and L.C.M)

গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক ও লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা গ.সা.গু. ও ল.সা.গু. (Highest Common Factor and Lowest Common Multiple or H.C.F and L.C.M)

                                 গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গ.সা.গু. (Highest Common Factor or H.C.F)

বীজগণিত (Algebra)

বীজগণিত

পাটিগনিত (Arithmetic)

প্রথম অধ্যায়ঃ মিশ্রণ, দ্বিতীয় অধ্যায় : লাভ-ক্ষতি , তৃতীয় অধ্যায় : সুদকষা , চতুর্থ অধ্যায় : সমাহার বৃদ্ধি