লাভ-ক্ষতি ( Profit and Loss)
কয়েকটি সংজ্ঞা
লাভ ক্ষতি সম্পর্কে আমাদের জানতে হলে কয়েকটি বিষয় সপর্কে আমাদের জানতে হবে ।
ক্রয়মূল্য (Cost Price): যে মূল্যের বিনিময়ে কোনো জিনিস ক্রয় বা কেনা হয় তাকে ওই জিনিসের ক্রয়মূল্য বলে ।
উৎপাদন মূল্য : কোনো জিনিস তৈরি করতে যে টাকা খরচ হয় তাকে ওই জিনিসের উৎপাদন মূল্য বলে ।
বিক্রয়মূল্য (Selling Price ) : যে মূল্যে কোনো জিনিস বিক্রি করা হয় তাকে ওই জিনিসের বিক্রয়মূল্য বলে ।
মনে করি 18 জানুয়ারি কোনো বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই বছর ঠিক করা হয়েছে যে প্রদর্শনীতে ছাত্র ছাত্রীরা নিজেদের আঁকা ছবি ও নিজেদের হাতের তৈরী জিনিসপত্র বিক্রি করবে ।
একজন ছাত্রী 4 টাকা দরে 10 টি ছবি বিক্রি করল। হিসাব করলে দেখা যাচ্ছে প্রতিটি ছবি তৈরি করতে তার 2 টাকা খরচ হয়েছে ।
অতএব ওই 10 টি ছবির উৎপাদন খরচ হল 10×2=20 টাকা। সুতরাং জিনিসটির উৎপাদন মূল্য হল 20 টাকা ।
কিন্তু , ওই 10 টি ছবি বিক্রি করে সে পেল 10×4=40 টাকা। সুতরাং জিনিসটির বিক্রয়মূল্য হল 40 টাকা ।
অতএব সে ( 40 - 20 ) টাকা = 20 টাকা বেশি পেল ।
মনে করি সুজাতা 10 টি কলা কিনল 5 টাকা করে। কিন্তু কলা গুলি একটু খারাপ হয়ে যাওয়ার জন্য তাকে 4 টাকা দামে কলা বিক্রি করতে হল ।
এক্ষেত্রে সুজাতার 10 টি কলায় ক্রয়মূল্য হল 10×5=50 টাকা ।
তার 10 টি কলায় বিক্রয়মূল্য হল 10×4=40 টাকা ।
সে ( 50 - 40 ) টাকা = 10 টাকা কম পেল ।
উপরের দুটি উদাহরণ ভালো করে দেখলে দেখা যাবে প্রথম ক্ষেত্রে ছাত্রীটি ছবি বিক্রি করে 20 টাকা বেশি পেল অর্থাৎ সে 20 টাকা টাকা লাভ করল । কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে সুজাতা 10 টাকা কম পেল অর্থাৎ তার 10 টাকা ক্ষতি হল । এই দুটি উদাহরণ থেকে আমরা লাভ ক্ষতি সম্পর্কে এইরকম ধারণা পাই যে
লাভ ( Profit ) : কোনো জিনিসের বিক্রয়মূল্য যদি জিনিসের ক্রয়মূল্য বা উৎপাদন মূল্য অপেক্ষা বেশি হয় তাহলে ওই বেশি মূল্যকে ওই জিনিসের লাভ ( Profit ) বলে ।
লাভ = বিক্রয়মূল্য - ক্রয়মূল্য
ক্ষতি ( Loss ) : কোনো জিনিসের বিক্রয়মূল্য যদি জিনিসের ক্রয়মূল্য বা উৎপাদন মূল্য অপেক্ষা কম হয় তাহলে ওই কম মূল্যকে ওই জিনিসের ক্ষতি ( Loss ) বলে।
ক্ষতি = ক্রয়মূল্য - বিক্রয়মূল্য
আমরা জানি শতকরা কথাটি দ্বারা প্রতি শতে অর্থাৎ প্রত্যেক 100 তে বোঝায়। এইরূপ এক শতের উপরে যে হিসাব করা হয় , তাকে শতকরা হিসাব বলে ।
ক্রয়মূল্যের উপর শতকরা লাভ : কোনো জিনিসের মোট লাভ , 100 টাকা ক্রয়মূল্যে কত হয় তাই হল তাই হল ক্রয়মূল্যের উপর শতকরা লাভ ।
অতএব ক্রয়মূল্যের উপর শতকরা লাভ = জিনিটির উপর মোট লাভ এবং ক্রয়মূল্যের অনুপাত ×100
বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে প্রদর্শনীতে ছাত্রীটির ছবি বিক্রিতে মোট লাভ হয়েছিল 20 টাকা। ছবিগুলির উৎপাদন মূল্য ছিল 20 টাকা ।
অতএব ছবি বিক্রিতে ছাত্রীটির ক্রয়মূল্যের উপর শতকরা লাভের পরিমাণ = 2020×100 টাকা = 100 টাকা ।
অতএব ছবি বিক্রিতে ছাত্রীটির ক্রয়মূল্যের উপর শতকরা লাভের পরিমাণ 100 % .
ক্রয়মূল্যের উপর শতকরা ক্ষতি : কোনো জিনিসের মোট ক্ষতি , 100 টাকা ক্রয়মূল্যে কত হয় তাই হল তাই হল ক্রয়মূল্যের উপর শতকরা ক্ষতি।
অতএব ক্রয়মূল্যের উপর শতকরা ক্ষতি = জিনিটির উপর মোট ক্ষতি এবং ক্রয়মূল্যের অনুপাত ×100
সুজাতার কলা বিক্রিতে ক্ষতির পরিমাণ 10 টাকা ।
অতএব কলা বিক্রিতে সুজাতার ক্রয়মূল্যের উপর শতকরা ক্ষতির পরিমাণ = 1050×100 = 20 টাকা ।
অতএব কলা বিক্রিতে সুজাতার ক্রয়মূল্যের উপর শতকরা ক্ষতির পরিমাণ 20%.
বিক্রয়মূল্যের উপর শতকরা লাভ : কোনো জিনিসের মোট লাভ , 100 টাকা বিক্রয়মূল্যে কত হয় তাই হল তাই হল বিক্রয়মূল্যের উপর শতকরা লাভ ।
অতএব বিক্রয়মূল্যের উপর শতকরা লাভ = জিনিটির উপর মোট লাভ এবং বিক্রয়মূল্যের অনুপাত ×100
বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে প্রদর্শনীতে ছাত্রীটির ছবি বিক্রিতে মোট লাভ হয়েছিল 20 টাকা। ছবিগুলির বিক্রয়মূল্য হল মোট 40 টাকা ।
অতএব ছবি বিক্রিতে ছাত্রীটির বিক্রয়মূল্যের উপর শতকরা লাভের পরিমাণ = 2040×100 টাকা = 50 টাকা ।
অতএব ছবি বিক্রিতে ছাত্রীটির বিক্রয়মূল্যের উপর শতকরা লাভ হল 50%.
বিক্রয়মূল্যের উপর শতকরা ক্ষতি : কোনো জিনিসের মোট ক্ষতি , 100 টাকা বিক্রয়মূল্যে কত হয় তাই হল তাই হল বিক্রয়মূল্যের উপর শতকরা ক্ষতি ।
অতএব বিক্রয়মূল্যের উপর শতকরা ক্ষতি = জিনিটির উপর মোট ক্ষতি এবং বিক্রয়মূল্যের অনুপাত ×100
সুজাতার কলা বিক্রিতে ক্ষতির পরিমাণ 10 টাকা। সে কলা গুলি বিক্রি করেছিল 40 টাকা দিয়ে ।
অতএব কলা বিক্রিতে সুজাতার বিক্রয়মূল্যের উপর শতকরা ক্ষতির পরিমাণ = 1040×100 টাকা = 25 টাকা।
অতএব কলা বিক্রিতে সুজাতার বিক্রয়মূল্যের উপর শতকরা ক্ষতির পরিমাণ হল 25% .
মনে করি ইস্কুল থেকে বাড়ি ফেরার পথে তুমি তোমার মায়ের সঙ্গে একটি বই দোকানে গেলে । একটি গল্পের বই তোমার খুব পছন্দ হল , বইটির দাম লেখা আছে 50 টাকা অথচ বই দোকানদার তোমার কাছ থেকে নিল 45 টাকা। তুমি ভাববে বই দোকানদার 5 টাকা ক্ষতিতে তোমাকে বইটা দিল । কিন্তু না বই দোকানদার কিন্তু নিজের ঠিক লাভটা রেখেছিল। কারণ বইটার আসল দাম ছিল 40 টাকা ।
এখানে বইএ যে দামটা লেখা আছে তাকে ধার্যমূল্য বলে। দোকানদার যে ( 50 - 45 ) টাকা = 5 টাকা কম নিলো একে ছাড় বলে ।
সুতরাং ধার্যমূল্য ( Market Price ) বলতে বোঝায় যে দামটি সরকার অনুমোদিত অর্থাৎ যে দামটি আগে থেকে কোনো জিনিসের উপর ঠিক করা থাকে এবং ছাড় ( discount ) বলতে বোঝায় কোনো জিনিসের ধার্য বিক্রয়মূল্যের উপরে শতকরা হারে প্রকৃত বিক্রয়মূল্য কিছু কমানো হয়। অনেক সময় ছাড় কে কমিশন হিসাবেও উল্লেখ করা হয়।
এখানে বইয়ের দোকানদার ছাড় দিল 550×100%=10%
কিন্তু ছাড় দিয়েও দোকানদারের লাভ আছে = ( 45 - 40 ) টাকা = 5 টাকা। অর্থাৎ দোকানদার লাভ করল 540×100 টাকা = 12.5% .
একটি সাইকেল উৎপাদকের খরচ ও বিভিন্ন পর্যায়ে ক্রয়মূল্য হল
উৎপাদন খরচ | পাইকারি বিক্রেতার ক্রয়মূল্য | খুচরো ব্যবসায়ীর ক্রয়মূল্য | ক্রেতার মূল্য |
---|---|---|---|
1050 টাকা | 1260 টাকা | 1449 টাকা | 1666.35 টাকা |
(i) সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ী শতকরা কত লাভ করল ।
(ii) পাইকারি বিক্রেতা শতকরা কত লাভ করল ।
(iii) উৎপাদনকারীর শতকরা কত লাভ হল ।
(iv) একটি সাইকেল কিনতে ক্রেতাকে
*****
- 9605 views