বীজগণিত - পূর্বপাঠের পুনরালোচনা

Submitted by arpita pramanik on Wed, 02/16/2011 - 00:10

বীজগণিত - পূর্বপাঠের পুনরালোচনা :

বীজ গণিতের সূত্রাবলী [Algebraic Formula]

চিহ্ন সংক্রান্ত সূত্র ( Formula of Sign ) :

[tex]( + ) \times ( + ) = + [/tex]

[tex]( + ) \times ( - ) = - [/tex]  

[tex]( - ) \times ( + ) = - [/tex]

[tex]( - ) \times ( - ) = + [/tex]

 

সূচক নিয়মাবলী  (Law of Indices) :

1.  [tex]{a^0} = 1;a \ne 0[/tex]

2.  [tex]{a^m} \cdot {a^n} = {a^{m + n}}[/tex]

3.  [tex]{{{a^m}} \over {{a^n}}} = {a^{m - n}}[/tex]

4.  [tex]{(ab)^m} = {a^m} \cdot {b^m}[/tex]

5.  [tex]{\left( {{a \over b}} \right)^m} = {{{a^m}} \over {{b^m}}}[/tex]

6.  [tex]{({a^m})^n} = {a^{mn}}[/tex]

7.  [tex]{a^{ - m}} = {1 \over {{a^m}}}[/tex]

8.  [tex]{a^m} = {a^n}[/tex] হলে [tex]m = n;a \ne 0,1[/tex] বা (-1)

9.  [tex]{a^m} = {b^m}[/tex] হলে [tex]a = b;m \ne 0[/tex]

 

উৎপাদক ও সমাধান সংক্রান্ত নিয়মাবলী  (Some Laws of Factor and Solution) :

1.  x চলের কোনো রাশিমালার একটি উৎপাদক ( x - a ) হলে ওই রাশিমালার x এর স্থলে a বসালে তার মান শূন্য হবে ।

2.  x চলের কোনো রাশিমালাতে x এর স্থলে a বসালে যদি রাশিমালাটির মান শূন্য হয় , তাহলে ( x - a ) ওই রাশিমালাটির একটি উৎপাদক হবে ।

3.  x চলযুক্ত কোনো সমীকরণের x = a একটি সমাধান হলে সমীকরণটিতে x = a বসালে  সমীকরণটির উভয়পক্ষের মান সমান হবে ।

4.  x , y এবং  z  বা  একাধিক চলযুক্ত সমীকরণগুলির সমাধান x = a, y = b , z = c ইত্যাদি হলে , সমীকরণগুলিতে x = a , y = b , z = c ইত্যাদি বসালে সমীকরণগুলির উভয় পক্ষের মান সমান হবে  ।

 

বিভিন্ন সূত্রাবলি [ Different Formula ] :

1.  [tex]{(a + b)^2} = {a^2} + 2ab + {b^2}[/tex]

     [tex]{(a + b)^2} = {(a - b)^2} + 4ab[/tex]

 

2.  [tex]{(a - b)^2} = {a^2} - 2ab + {b^2}[/tex]

     [tex]{(a - b)^2} = {(a + b)^2} - 4ab[/tex]

 

3.  [tex]{(a + b + c)^2} = {a^2} + {b^2} + {c^2} + 2ab + 2bc + 2ca[/tex]

 

4.  [tex]{a^2} + {b^2} = {(a + b)^2} - 2ab[/tex]

      [tex]{a^2} + {b^2} = {(a - b)^2} + 2ab[/tex]

 

5.  [tex]{a^2} - {b^2} = (a + b)(a - b)[/tex]

 

6.  [tex]2({a^2} + {b^2}) = {(a + b)^2} + {(a - b)^2}[/tex]

 

7.  [tex]4ab = {(a + b)^2} - {(a - b)^2}[/tex]

 

8.  [tex]ab = {\left( {{{a + b} \over 2}} \right)^2} - {\left( {{{a - b} \over 2}}\right)^2}[/tex]

 

9.  [tex]{(a + b)^3} = {a^3} + 3{a^2}b + 3a{b^2} + {b^3}[/tex]

     [tex]{(a + b)^3} = {a^3} + {b^3} + 3ab(a + b)[/tex]

 

10.  [tex]{(a - b)^3} = {a^3} - 3{a^2}b + 3a{b^2} - {b^3}[/tex]

       [tex]{(a - b)^3} = {a^3} - {b^3} - 3ab(a - b)[/tex]

 

11.  [tex]{a^3} + {b^3} = {(a + b)^3} - 3ab(a + b)[/tex]  

      [tex]{a^3} + {b^3} = (a + b)({a^2} - ab + {b^2})[/tex]

 

12.  [tex]{a^3} - {b^3} = {(a - b)^3} + 3ab(a - b)[/tex]

      [tex]{a^3} - {b^3} = (a - b)({a^2} + ab + {b^2})[/tex]

 

13.  [tex]{a^2} + {b^2} + {c^2} - ab - bc - ca = {1 \over 2}\left[ {{{(a - b)}^2} + {{(b - c)}^2} + {{(c - a)}^2}} \right][/tex]

 

14.  [tex]{(a + b + c)^3} = {a^3} + {b^3} + {c^3} + 3(a + b)(b + c)(c + a)[/tex]

 

15.  [tex]{a^3} + {b^3} + {c^3} - 3abc = (a + b + c)({a^2} + {b^2} + {c^2} - ab - bc - ca)[/tex]  

*****

Related Items

সূচকের নিয়মাবলি (Laws of Index)

কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা একাধিকবার গুণ করার প্রক্রিয়াকে প্রকাশ করা হয় সংখ্যাটির মাথার ডানদিকে সংখ্যাটিকে যত সংখ্যক বার গুণ করা হয়েছে সেই সংখ্যাটি বসিয়ে। এই প্রক্রিয়াকে সূচকের নিয়ম বলে।

ব্যাপকতর ত্রৈরাশিক (Rules of Three)

ত্রৈরাশিক পদ্ধতির প্রতিষ্ঠিত সূত্রটিকে সম্প্রসারিত আকারে ব্যবহার করাকে ব্যাপকতর ত্রৈরাশিক বলে। প্রতিটি বিষয়ের মান দুটি দিয়ে ভগ্নাংশ তৈরির ক্ষেত্রে ভগ্নাংশটি প্রকৃত না অপ্রকৃত হবে তার সিদ্ধান্ত নেবার সময় ধরে নিতে হবে যে অপর বিষয়গুলির মান অপরিবর্তিত থাকছে ।

পাটিগনিত - পূর্বপাঠের পুনরালোচনা

পূর্বপাঠের পুনরালোচনা- গড় (Mean), সরল গড়, গড় মানের চেয়ে মোট কমের পরিমান = গড় মানের চেয়ে মোট বেশীর পরিমান, গড়মানকে তথ্যগুলির কেন্দ্রীয় মান বা প্রতিনিধিত্ব মূলক মান হিসাবে ধরা হয়ে থাকে ...

Mathematics Syllabus class - IX

পাটি গণিত, বীজগণিত , জ্যামিতি, অঙ্কন, পরিমিতি, পিথাগোরাসের উপপাদ্য : বিবৃতি ও প্রয়োগ, অংশীদারী কারবার ও তার বিভিন্ন সমস্যায় অনুপাত ও সমানুপাতের প্রয়োগ । ত্রৈরাশিকের ব্যাপকতর প্রয়োগ ।

Class IX Mathematics Study material

1 পাটিগনিত 1.1 পূর্বপাঠের পুনরালোচনা, 1.2 ব্যাপকতর ত্রৈরাশিক, 1.3 সরল সুদকষা, 1.4 অংশীদারী কারবার 1.5 ব্যাঙ্কের বিভিন্ন সঞ্চয় প্রকল্পের সঙ্গে পরিচিতি 2 বীজগণিত 1.1পূর্বপাঠের পুনরালোচনা 1.2 ভাগ প্রক্রিয়ার সাহায্যে গ.সা.গু. নির্ণয়