প্রীতিলতা ওয়াদ্দেদার (Pritilata Waddedar)

Submitted by avimanyu pramanik on Fri, 02/12/2021 - 11:34

প্রীতিলতা ওয়াদ্দেদার (Pritilata Waddedar):-

বিশ শতকে ব্রিটিশ-বিরোধী বিভিন্ন গণতান্ত্রিক ও জাতীয়তাবাদী আন্দোলনের ব্যর্থতার ফলে সশস্ত্র বিপ্লবী আন্দোলন যথেষ্ট সক্রিয় হয়ে ওঠে । সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বাংলার নারীসমাজ প্রথমদিকে পরোক্ষভাবে অংশ নিতে শুরু করে । বিশ শতকে ১৯৩০ এর দশক থেকে নারীরা সশস্ত্র জাতীয়তাবাদী আন্দোলনে অংশগ্রহণ করতে শুরু করেন । ব্রিটিশ সরকার পুলিশি অত্যাচার, গ্রেপ্তার, নির্বাসন প্রভৃতি নির্যাতন চালাতে থাকলেও নারীদের আন্দোলন থেমে থাকে নি । আদর্শবোধ ও আত্মবলিদানের মাধ্যমে যাঁরা নিজেদের জীবনকে চিরস্মরনীয় করে রেখেছেন তাঁদের মধ্যে বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার অন্যতম । 

সশস্ত্র জাতীয়তাবাদী বিপ্লবী আন্দোলনে দীপালি সংঘের সদস্যা প্রীতিলতা ওয়াদ্দেদার গৌরবজনক ভূমিকা পালন করেন । প্রীতিলতা ওয়াদ্দেদার ১৯১১ সালের ৫ই মে চট্টগ্রামের বর্তমান পটিয়া উপজেলার ধলঘাট গ্রামে জন্মগ্রহণ করেন। । ছাত্রাবস্থায় প্রীতিলতা ওয়াদ্দেদার ঢাকার দীপালি সংঘে এবং পরে কলকাতায় ছাত্রী সংঘে যোগ দিয়ে লাঠিখেলা, ছোরাখেলা প্রভৃতি শেখেন । এই আগ্রহ থেকেই তিনি মাস্টারদা সূর্য সেনের বিপ্লবী দলে যোগ দিয়ে ফুলতার ছদ্মনাম গ্রহণ করেন । মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে তিনি বিপ্লবী কার্যকলাপে অংশগ্রহণ করেন । প্রথমদিকে সূর্য সেন প্রীতিলতা ওয়াদ্দেদারকে কলকাতায় বৈপ্লবিক কার্যকলাপ পরিচালনার দায়িত্ব অর্পণ করেন । ১৯৩০ খ্রিস্টাব্দের ১৮ই এপ্রিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের ঘটনায় প্রীতিলতা ওয়াদ্দেদার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন । পরে মাস্টারদা সূর্য সেন চট্টগ্রামের পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব আক্রমণের পরিকল্পনা গ্রহণ করেন । মাস্টারদা সূর্য সেন এই আক্রমণের নেতৃত্বভার প্রীতিলতা ওয়াদ্দেদারের ওপর অর্পণ করেন । ২১ বছর বয়সী তরুণী বীরাঙ্গনা প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে ১৯৩২ খ্রিস্টাব্দের ২৪শে সেপ্টেম্বর ইউরোপীয় ক্লাব আক্রমণ করেন । প্রীতিলতা ওয়াদ্দেদারের নেতৃত্বে শান্তি চক্রবর্তী, কালিকিঙ্কর দে সহ ১৫ জন বিপ্লবী পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব ঘিরে ফেলেন । পুলিশ পাল্টা আক্রমণ চালালে উভয়পক্ষের মধ্যে সশস্ত্র সংঘর্ষ শুরু হয় । বিপ্লবীরা বহু ইংরেজকে হতাহত করেন, কিন্তু শেষ রক্ষা হয় নি । বিপ্লবীদের অনেকেই সংঘর্ষস্থল ছেড়ে পালাতে সক্ষম হলেও গুলিতে আহত প্রীতিলতা ওয়াদ্দেদার পুলিশের হাতে গ্রেফতার হওয়ার আগেই পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন । এভাবে দেশমাতৃকার মুক্তিযুদ্ধে প্রাণ বিসর্জন দিয়ে প্রীতিলতা ওয়াদ্দেদার ইতিহাসে চিরস্মরনীয় হয়ে আছেন । প্রীতিলতা ওয়াদ্দেদার আত্মবলিদানের মধ্যে দিয়ে প্রমাণ করেন যে দেশমাতৃকার শৃংখল মোচনের জন্য বাঙালি নারীরা আত্মাহুতি দিতে বিন্দুমাত্র পিছপা নন ।

*****

Comments

Related Items

বিশ্ববিদ্যালয় কমিশন (Indian universities Act, 1904)

লর্ড কার্জন প্রতিক্রিয়াশীল শাসক হলেও শিক্ষার ব্যাপারে তিনি খুবই উৎসাহী ছিলেন । লর্ড কার্জন স্যার টমাস র‍্যালের সভাপতিত্বে ১৯০২ খ্রিস্টাব্দে 'র‍্যালে কমিশন' গঠন করেছিলেন । এটি 'ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন' নামেও পরিচিত । স্যার টমাস র‍্যালে ছিলেন বড়লাটের কার্যনির্বাহক সমিতির আইন সদস্য । এই কমিশন ...

হান্টার কমিশন (Hunter Education Commission)

১৮৮২ খ্রিস্টাব্দে লর্ড রিপণের সময় উইলিয়াম হান্টারের নেতৃত্বে হান্টার কমিশন গঠিত হয় । এই কমিশনের কাজ ছিল দেশে ইংরেজি শিক্ষার অগ্রগতি পর্যালোচনা করা । শিক্ষার প্রসারে হান্টার কমিশনের ভূমিকা এক অভিনব অধ্যায়ের সূচনা করেছিল । হান্টার কমিশনের সুপারিশগুলি ছিল ....

উডের ডেসপ্যাচ (Wood's Despatch of 1854)

শিক্ষা সংক্রান্ত নানা সমস্যার সমাধান করার জন্য ১৮৫৪ খ্রিস্টাব্দে কোম্পানির পরিচালক সমিতির সভাপতি স্যার চার্লস উড 'শিক্ষা বিষয়ক প্রস্তাব' (Wood's Education Despatch) নামে একটি শিক্ষা নীতি রচনা করে ভারতে পাঠান । ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে চার্লস উডের সুপারিশ ...

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বিকল্প চিন্তা ও উদ্যোগ

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বিকল্প চিন্তা ও উদ্যোগ:-

মাধ্যমিকের নমুনা প্রশ্ন:-

১. ভারতে 'হাফটোন' প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন—     [মাধ্যমিক-২০১৭]

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - সংঘবদ্ধতার গোড়ার কথা

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - সংঘবদ্ধতার গোড়ার কথা:-

মাধ্যমিকের নমুনা প্রশ্ন:-

১. ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল—       [মাধ্যমিক -২০১৭]