মরু অঞ্চল ও উপকূল অঞ্চলে বায়ুর কাজের কারণ

Submitted by avimanyu pramanik on Wed, 07/28/2021 - 07:51

মরু অঞ্চল ও উপকূল অঞ্চলে বায়ুর কাজের কারণ :

(i) যান্ত্রিক আবহবিকারের আধিক্য : মরুভূমি অঞ্চলে দিন ও রাত্রির উষ্ণতার পার্থক্যে এবং উপকূল অঞ্চলে সমুদ্রতরঙ্গের আঘাতের শিলা যান্ত্রিক পদ্ধতিতে চূর্ণবিচূর্ণ হয়ে সূক্ষ্ম বালুকণায় পরিণত হয় । বালুকণাসমূহ প্রবল বায়ুপ্রবাহ দ্বারা বাহিত হয়ে শিলাকে ক্ষয় করে ।

(ii) আলগা ভূপৃষ্ঠ : মরু অঞ্চল এবং উপকূল অঞ্চলের ভূপৃষ্ঠ সূক্ষ্ম আলগা বালিরাশি দিয়ে গঠিত । প্রবল বায়ুপ্রবাহে এই বালিরাশি সহজেই এক স্থান থেকে অন্যস্থানে পরিবাহিত হয় ।

(iii) উন্মুক্ত অঞ্চল : মরু অঞ্চল ও উপকূল অঞ্চলে প্রাকৃতিক বাধাহীনতার কারণে বায়ু অবাধে তীব্র বেগে প্রবাহিত হয় ।

(iv) বৃষ্টিপাতের অভাব : মরু অঞ্চলে বৃষ্টিহীনতার কারণে গাছপালা জন্মাতে পারে না বলে ভূমির আবরণ আলগা হয় । ফলে বায়ু আলগা বালুকণাকে উড়িয়ে নিয়ে বাধাহীনভাবে প্রবাহিত হয়ে ভূমিরূপের পরিবর্তন ঘটায় । 

****

Comments

Related Items

পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব (Effect of wastes on environment)

পরিবেশের ওপর বর্জ্যের প্রভাব (Effect of wastes on environment) : বর্জ্য পরিবেশকে নানাভাবে প্রভাবিত করে থাকে । যেমন — (ক) ভূপৃষ্ঠস্থ জলের কলুষিতকরণ, (খ) মৃত্তিকা সংক্রমণ, (গ) দূষণ, (ঘ) লিশেট ইত্যাদি ।

বর্জ্যের উৎস (Source of waste)

বর্জ্যের উৎস (Source of waste) : বর্তমান আধুনিক নাগরিক সভ্যতায় মানুষের নানাবিধ কার্যকলাপেরপরিধিই হল বিভিন্ন ধরনের বর্জ্যের উৎসের প্রধান ক্ষেত্র । বর্জ্যের উৎসের প্রধান ক্ষেত্রগুলি হল — (১) গৃহস্থালির বর্জ্য, (২) শিল্প বর্জ্য, (৩) কৃষিজ বর্জ্য,  (৪) পৌর

বর্জ্য পদার্থের প্রকারভেদ (Types of waste)

বর্জ্য পদার্থের প্রকারভেদ (Types of waste) : বিভিন্ন কারণে পরিবেশে নানা প্রকারের বর্জ্য উৎপন্ন হয়ে থাকে । বর্জ্য পদার্থ তিন প্রকার, যেমন— (ক) কঠিন বর্জ্য, (খ) তরল বর্জ্য ও (গ) গ্যাসীয় বর্জ্য ।

বর্জ্য ব্যবস্থাপনা (Waste Management)

বর্জ্যের ধারণা (Concept of Waste) : 'বর্জ্য' কথাটির অর্থ হল 'যা বর্জনযোগ্য' । যে-কোনো কঠিন, তরল অথবা গ্যাসীয় সম্পদকে প্রাথমিকভাবে ব্যবহারের পরে যে মূল্যহীন, নষ্ট বা খারাপ হয়ে যাওয়া অব্যবহার্য বস্তু পড়ে থাকে, যা সরাসরি মানুষের কাজে না লেগে পরিবেশ দূষণ

প্রতিদিন একই সময়ে জোয়ার ভাটা হয় না কেন ?

প্রতিদিন একই সময়ে জোয়ার ভাটা হয় না কেন ?