জলবায়ু বা আবহাওয়ার উপাদান হিসাবে বায়ুচাপের গুরুত্ব কী এবং বায়ুতে জলীয় বাষ্পের তারতম্যের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কী ?

Submitted by avimanyu pramanik on Fri, 12/31/2021 - 12:01

প্রশ্ন : জলবায়ু বা আবহাওয়ার উপাদান হিসাবে বায়ুচাপের গুরুত্ব কী এবং বায়ুতে জলীয় বাষ্পের তারতম্যের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কী ?

উচ্চতার সঙ্গে বায়ুচাপের পরিবর্তন জলবায়ুর ওপর প্রভাব বিস্তার করে । আবহাওয়ার উপাদান হিসাবে বায়ুচাপের যথেষ্ঠ গুরুত্ব আছে ।

(১) বায়ুচাপের পার্থক্যই হল বায়ুপ্রবাহের মূল কারণ । কোনো স্থানের তাপমাত্রা এবং বৃষ্টিপাত সেই স্থানের  বায়ুপ্রবাহের ওপর নির্ভর করে ।

(২) বায়ু জলভাগের ওপর দিয়ে কোনো স্থানে প্রবাহিত হয়ে আসলে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ে । আবার বায়ু স্থলভাগের ওপর দিয়ে প্রবাহিত হয়ে আসলে তা শুষ্ক হয় এবং তার দ্বারা বৃষ্টিপাত হয় না । অপর দিকে 

(৩) শীতল অঞ্চল থেকে আসা শীতল বায়ু কোনো স্থানের উষ্ণতা কমিয়ে দেয়, আর উষ্ণ অঞ্চল থেকে আসা উষ্ণ বায়ু হঠাৎ কোনো স্থানের উষ্ণতা বাড়িয়ে দেয় । সুতরাং কোনো স্থানের আবহাওয়া কীরকম হবে তা নির্ধারণে বায়ুচাপের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ।

বায়ুতে জলীয় বাষ্পের তারতম্যের সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কী ?

জলীয়বাষ্প বিশুদ্ধ বায়ুর তুলনায় হালকা হওয়ায় জলীয় বাষ্পপূর্ণ বায়ুও হালকা হয়, ফলে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ুর চাপও হয় কম । তুলনায় শুকনো বায়ু ভারী হওয়ায় শুকনো বায়ুর চাপ বেশি । এইজন্য বর্ষাকালে বায়ুরচাপ কম এবং শীতকালে বায়ুচাপ বেশি হয় ।

******

Comments

Related Items

অবঘর্ষ (Abrasion) কী ?

প্রশ্ন : অবঘর্ষ (Abrasion) কী ?

অবঘর্ষ হল এক রকমের ক্ষয়সাধনকারী প্রক্রিয়া । এই ক্ষয়সাধনকারী প্রক্রিয়া (ক) নদী,  (খ) হিমবাহ এবং (গ) বায়ুর ক্ষয়কাজের দ্বারা হতে পারে ।

স্বাভাবিক বাঁধ কাকে বলা হয় ?

প্রশ্ন : স্বাভাবিক বাঁধ কাকে বলা হয় ?

থর মরুভূমি অঞ্চলে বায়ুর ক্ষয় কাজ সবচেয়ে বেশি হয় কেন ?

প্রশ্ন : থর মরুভূমি অঞ্চলে বায়ুর ক্ষয় কাজ সবচেয়ে বেশি হয় কেন ?

প্রধানত মরুভূমি অঞ্চলেই বায়ুর ক্ষয়কাজ সবচেয়ে বেশি হয় । এর কারণ হল—

নদী উপত্যকার সঙ্গে হিমবাহ উপত্যকার পার্থক্য লেখ এবং নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার আকৃতির পার্থক্যের কারণ কী ?

প্রশ্ন :- নদী উপত্যকার সঙ্গে হিমবাহ উপত্যকার পার্থক্য লেখ এবং নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার আকৃতির পার্থক্যের কারণ কী ?

নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য —

নদীর বহন কাজ কী কী প্রক্রিয়ায় সংঘটিত হয় এবং নদীর অবঘর্ষ ক্ষয় ও ঘর্ষণ ক্ষয়ের মধ্যে পার্থক্য কী ?

প্রশ্ন : নদীর বহন কাজ কী কী প্রক্রিয়ায় সংঘটিত হয় এবং নদীর অবঘর্ষ ক্ষয় ও ঘর্ষণ ক্ষয়ের মধ্যে পার্থক্য কী ?