উদাহরণ সহ স্তূপ পর্বতের বৈশিষ্ট্য আলোচনা কর ।

Submitted by avimanyu pramanik on Sat, 12/25/2021 - 22:15

প্রশ্ন:- উদাহরণ সহ স্তূপ পর্বতের বৈশিষ্ট্য আলোচনা কর ।

উত্তর : স্তূপ পর্বতের প্রধান বৈশিষ্ট্যগুলি হল—

১) স্তূপ পর্বতের [Block Mountain] মাথা কিছুটা চ্যাপ্টা হয়;

২) এই পর্বতের ঢাল বেশ খাড়া হয়;

৩) এই পর্বতে অনেক চ্যুতি (Fault) ও গ্রস্ত উপত্যকা [Rift Valley] দেখা যায়;

৪) স্তূপ পর্বতের  উচ্চতা খুব বেশি হয় না;

৫) এই পর্বত ভঙ্গিল পর্বতের মতো বিশাল অঞ্চল জুড়ে বিস্তৃত হয় না;

৬) সাধারণত লম্বভাবে ভূ-আলোড়নের ফলে স্তূপ পর্বতের [Block Mountain] সৃষ্টি হয়ে থাকে ।

*****

Comments

Related Items

শল্কমোচন বা গোলাকার বিচূর্ণীভবন কাকে বলে ?

প্রশ্ন:-  শল্কমোচন বা গোলাকার বিচূর্ণীভবন কাকে বলে ?

খন্ডবিখন্ডিকরণ বা প্রস্তরখন্ড বিশরণ অথবা, পিন্ড বিশরণ কাকে বলে ?

প্রশ্ন-  খন্ডবিখন্ডিকরণ বা প্রস্তরখন্ড বিশরণ অথবা, পিন্ড বিশরণ কাকে বলে ?

রাসায়নিক আবহবিকার কাকে বলে ? রাসায়নিক আবহবিকারের বিভিন্ন পদ্ধতিগুলি বর্ণনা কর ।

প্রশ্ন:-  রাসায়নিক আবহবিকার কাকে বলে ? রাসায়নিক আবহবিকারের বিভিন্ন পদ্ধতিগুলি বর্ণনা কর ।

যান্ত্রিক আবহবিকার কাকে বলে ? যান্ত্রিক আবহবিকারের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা কর

প্রশ্ন:- যান্ত্রিক আবহবিকার কাকে বলেযান্ত্রিক আবহবিকারের বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা কর ।

আবহবিকার (Weathering) কাকে বলে এবং কয় প্রকার ?

প্রশ্ন:- আবহবিকার (Weathering) কাকে বলে এবং কয় প্রকার ?