অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - সিন্ধুতীরে

Submitted by avimanyu pramanik on Sat, 07/18/2020 - 18:58

১. "দেখিয়া রুপের কলা/ বিস্মিত হইল বালা /অনুমান করে নিজ চিতে ।"—'বালা' কী অনুমান করেছিল ?      [মাধ্যমিক-২০১৭]

উঃ-  প্রশ্নের উদ্ধৃত অংশে 'বালা' অর্থাৎ সমুদ্রকন্যা পদ্মা, অচেতন পদ্মাবতীকে দেখে অনুমান করেছিল এই কন্যা হয়তো ইন্দ্রশাপে স্বর্গভ্রষ্ট কোনো বিদ্যাধরী অর্থাৎ স্বর্গের গায়িকা ।

২. "কন্যারে ফেলিল যথা"  — কন্যাকে কোথায় ফেলা হল  ?        [মাধ্যমিক-২০১৮] 

 উঃ- কন্যাকে সমুদ্রমধ্যে এক দিব্যপুরীতে ফেলা হলো ।

৩. "সখী সবে আজ্ঞা দিল" — বক্তা তার সখীদের কী আজ্ঞা দিয়েছিলেন ?       [মাধ্যমিক-২০১৯]

উঃ- অচেতন চার সখীসহ পদ্মাবতীকে বসনাবৃত করে উদ্যানের মধ্যে নিয়ে যাওয়ার জন্য আজ্ঞা দিয়েছিলেন ।

****

Comments

Related Items

Madhyamik Examination (WBBSE) - 2018 Bengali (First Language)

১. সঠিক উত্তরটি নির্বাচন করো: ১ x ১৭ = ১৭ ১.১ সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান— (ক) একদিন (খ) দুদিন (গ) চারদিন (ঘ) পাঁচ দিন ১.২ তপনের মেসোমশাই কোন পত্রিকার সম্পাদককে চিনতেন ? (ক) শুকতারা (খ) আনন্দমেলা (গ) সন্ধ্যাতারা (ঘ) দেশ

নাটক

 নাটক —       ৪ নং 

১. সিরাজদ্দৌলা — শচীন্দ্রানাথ সেনগুপ্ত   

***

Madhyamik - 2013 Bengali 1st Language Question Paper

২০১৩ বাংলা — প্রথম ভাষা ( দ্বিভাজিত পাঠ্যসূচি ) সময় – ৩ ঘন্টা ১৫ মিনিট ( প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি ৩ ঘন্টা উত্তর লেখার জন্য ) [নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান -৯০ বহিরাগত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান -১০০] (নিয়মিত ও বহিরাগত পরীক্ষার্থীদের জন্য)

Previous Year Question Paper [মাধ্যমিক বাংলা]

Madhyamik Bengali Previous Year Question Papers

 

বাক্য ও বাক্যের শ্রেণিবিভাগ

বাক্য— আমরা যে কথা বলি অর্থাৎ একে অপরের সঙ্গে মনের ভাব বিনিময় করা হয় যে মাধ্যমের দ্বারা তাই বাক্য । কয়েকটি পদ পাশাপাশি বসে যখন মনের সম্পূর্ণভাব প্রকাশ করে তখন তাকে বাক্য বলে ।