অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - পথের দাবী

Submitted by avimanyu pramanik on Sat, 07/18/2020 - 17:50

১. "ইহা যে কত বড়ো ভ্রম তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল।" —ভ্রম'টি  কী ?      [মাধ্যমিক-২০১৭]

 উঃ- 'পথের দাবী' উপন্যাসের নাম— গদ্যাংশের নায়ক, অপূর্ব ফাস্ট ক্লাস প্যাসেঞ্জার হওয়ায় ভেবেছিল সে রাত্রিতে সুখনিদ্রার মধ্যেই পরের দিন ভামো পৌঁছে যাবে । একেই 'ভ্রম' বলা হয়েছে ।

২. "তবে এ বস্তুটি পকেটে কেন ?" — কোন 'বস্তুটি' পকেটে ছিল ?    [মাধ্যমিক-২০১৮]

 উঃ- বস্তুটি ছিল গাঁজার কলকে ।

৩. বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোলোআনাই বজায় আছে । — সরলবাক্যে পরিণত করো ।     [মাধ্যমিক-২০১৮]

উঃ- বাবুটির স্বাস্থ্য গেলেও শখ ষোলো আনাই বজায় আছে ।

৪. ভামো যাত্রায় ট্রেনে অপূর্বের কে কে সঙ্গী হয়েছিল ?       [মাধ্যমিক-২০১৯]

উঃ- একজন আর্দালী বা পিয়োন এবং অফিসের একজন হিন্দুস্তানি ব্রাহ্মণ পেয়াদা অপূর্বের সঙ্গী হয়েছিল ।

***

Comments

Related Items

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - সিন্ধুতীরে

১. "দেখিয়া রুপের কলা/ বিস্মিত হইল বালা /অনুমান করে নিজ চিতে ।"—'বালা' কী অনুমান করেছিল ?      [মাধ্যমিক-২০১৭]

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - অস্ত্রের বিরুদ্ধে গান

১. "অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো"— কোথায় অস্ত্র ফেলার কথা বলা হয়েছে ?      [মাধ্যমিক-২০১৭]

 উঃ- গানের চরণযুগলে অস্ত্র ফেলার কথা বলা হয়েছে ।

২. "রক্ত মুছি শুধু গানের গায়ে"  — কথাটির অর্থ কী ?

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - আফ্রিকা

মাধ্যমিকের নমুনা প্রশ্ন :-

১. "এসো যুগান্তের কবি"— কবির ভূমিকাটি কী হবে ?      [মাধ্যমিক-২০১৭]

উঃ- 'যুগান্তের কবি' আসন্ন সন্ধ্যায় শেষ রশ্মিপাতে দাঁড়িয়ে মানহারা মানবীকে শোনাবে সভ্যতার শেষ পুণ্যবানী' — 'ক্ষমা করো ।' 

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - আয় আরো বেঁধে বেঁধে থাকি

১. "আমাদের পথ নেই আর"— তাহলে আমাদের করণীয় কী ?       [মাধ্যমিক-২০১৭]

উঃ- পথ না থাকার দরুন আমাদের আজ একতাবদ্ধ হয়ে 'আরো বেঁধে বেঁধে' থাকতে হবে ।

 

*****

অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - অসুখী একজন

১  "শিশু আর বাড়িরা খুন হলো"—'শিশু আর বাড়িরা' খুন হয়েছিল কেন ?      [মাধ্যমিক-২০১৭]

 উঃ-  'রক্তের এক আগ্নেয়পাহাড়ের মতো' যুদ্ধের করাল থাবার আঘাতে 'শিশুরা আর বাড়িরা' খুন হয়েছিল ।

২. "ছড়ানো রয়েছে কাছে দূরে !"—কী ছড়ানো রয়েছে ?       [মাধ্যমিক-২০১৯]