অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - আফ্রিকা

Submitted by avimanyu pramanik on Sat, 07/18/2020 - 18:38

মাধ্যমিকের নমুনা প্রশ্ন :-

১. "এসো যুগান্তের কবি"— কবির ভূমিকাটি কী হবে ?      [মাধ্যমিক-২০১৭]

উঃ- 'যুগান্তের কবি' আসন্ন সন্ধ্যায় শেষ রশ্মিপাতে দাঁড়িয়ে মানহারা মানবীকে শোনাবে সভ্যতার শেষ পুণ্যবানী' — 'ক্ষমা করো ।' 

২. "বিদ্রুপ করছিলে ভীষণকে"  — কীভাবে বিদ্রুপ করছিল ?       [মাধ্যমিক-২০১৮]

উঃ-  আফ্রিকা প্রতিকূলতার বেশ ধারণ করে অর্থাৎ 'বিরুপের ছদ্মবেশে' প্রকৃতির ভয়ংকর রূপকে বিদ্রূপ করছিল ।

৩. 'মন্দিরে বাজছিল পূজার ঘন্টা'— নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো ।      [মাধ্যমিক-২০১৯]

উঃ- অধিকরণ কারকে 'এ' বিভক্তি ।

**********

মাধ্যমিকের সম্ভাব্য প্রশ্ন :-

১. কে কার বুকের থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়েছিল ?

উত্তর:- 'আফ্রিকা' কবিতায় কবি বলেছেন যে, ভয়ংকর সমুদ্রের তাণ্ডব প্রাচী ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল ।

 

***

 

Comments

Related Items

বহুরূপী

হরিদার কাছে আমরাই গল্প করে বললাম, শুনেছেন, হরিদা কী কাণ্ড হয়েছে ? উনানের মুখে ফুঁ দিয়ে আর অনেক ধোঁয়া উড়িয়ে নিয়ে হরিদা এইবার আমাদের কথার জবাব দিলেন — না, কিছুই শুনিনি । — জগদীশবাবু যে কী কাণ্ড করেছেন, শোনেননি হরিদা ? হরিদা — না রে ভাই, বড়ো মানুষের কাণ্ডের খবর আমি কেমন করে শুনব ? আমাকে বলবেই বা কে ?

হারিয়ে যাওয়া কালি কলম

কথায় বলে— কালি কলম মন, লেখে তিন জন । কিন্তু কলম কোথায় ? আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস । সবাই এখানে লেখক । কিন্তু আমি ছাড়া আর কারও হাতে কলম নেই । সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাচের স্ক্রিন বা পর্দা । আর তার নীচে টাইপরাইটারদের মতো একটা কি-বোর্ড ।

অভিষেক

কনক-আসন ত্যজি, বীরেন্দ্রকেশরী ইন্দ্রজিৎ, প্রণমিয়া ধাত্রীর চরণে, কহিলা, — "কি হেতু, মাতঃ, গতি তব আজি এ ভবনে ? কহ দাসে লঙ্কার কুশল ।"

আফ্রিকা

উদভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্ঠা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত, তাঁর সেই অধৈর্যে ঘন-ঘন মাথা নাড়ার দিনে

আয় আরো বেঁধে বেঁধে থাকি

আমাদের ডান পাশে ধ্বস / আমাদের বাঁয়ে গিরিখাদ / আমাদের মাথায় বোমারু /পায়ে পায়ে হিমানীর বাঁধ