অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - আফ্রিকা

Submitted by avimanyu pramanik on Sat, 07/18/2020 - 18:38

মাধ্যমিকের নমুনা প্রশ্ন :-

১. "এসো যুগান্তের কবি"— কবির ভূমিকাটি কী হবে ?      [মাধ্যমিক-২০১৭]

উঃ- 'যুগান্তের কবি' আসন্ন সন্ধ্যায় শেষ রশ্মিপাতে দাঁড়িয়ে মানহারা মানবীকে শোনাবে সভ্যতার শেষ পুণ্যবানী' — 'ক্ষমা করো ।' 

২. "বিদ্রুপ করছিলে ভীষণকে"  — কীভাবে বিদ্রুপ করছিল ?       [মাধ্যমিক-২০১৮]

উঃ-  আফ্রিকা প্রতিকূলতার বেশ ধারণ করে অর্থাৎ 'বিরুপের ছদ্মবেশে' প্রকৃতির ভয়ংকর রূপকে বিদ্রূপ করছিল ।

৩. 'মন্দিরে বাজছিল পূজার ঘন্টা'— নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো ।      [মাধ্যমিক-২০১৯]

উঃ- অধিকরণ কারকে 'এ' বিভক্তি ।

**********

মাধ্যমিকের সম্ভাব্য প্রশ্ন :-

১. কে কার বুকের থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়েছিল ?

উত্তর:- 'আফ্রিকা' কবিতায় কবি বলেছেন যে, ভয়ংকর সমুদ্রের তাণ্ডব প্রাচী ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল ।

 

***

 

Comments

Related Items

রচনাধর্মী প্রশ্নোত্তর - হারিয়ে যাওয়া কালি কলম

১. 'ফাউন্টেন পেন' বাংলায় কী নামে পরিচিত ? নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে ? ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো । [মাধ্যমিক-২০১৭]

রচনাধর্মী প্রশ্নোত্তর - অসুখী একজন

১. "যেখানে ছিল শহর / সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা ।" — 'অসুখী একজন' কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কীভাবে হল লেখো । [মাধ্যমিক-২০১৭]

রচনাধর্মী প্রশ্নোত্তর - আফ্রিকা

১ "হায় ছায়াবৃতা" — 'ছায়াবৃতা' বলার কারণ কী ? তার সম্পর্কে কবি কী বলেছেন সংক্ষেপে লেখো । [মাধ্যমিক-২০১৭]