অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - আফ্রিকা

Submitted by avimanyu pramanik on Sat, 07/18/2020 - 18:38

মাধ্যমিকের নমুনা প্রশ্ন :-

১. "এসো যুগান্তের কবি"— কবির ভূমিকাটি কী হবে ?      [মাধ্যমিক-২০১৭]

উঃ- 'যুগান্তের কবি' আসন্ন সন্ধ্যায় শেষ রশ্মিপাতে দাঁড়িয়ে মানহারা মানবীকে শোনাবে সভ্যতার শেষ পুণ্যবানী' — 'ক্ষমা করো ।' 

২. "বিদ্রুপ করছিলে ভীষণকে"  — কীভাবে বিদ্রুপ করছিল ?       [মাধ্যমিক-২০১৮]

উঃ-  আফ্রিকা প্রতিকূলতার বেশ ধারণ করে অর্থাৎ 'বিরুপের ছদ্মবেশে' প্রকৃতির ভয়ংকর রূপকে বিদ্রূপ করছিল ।

৩. 'মন্দিরে বাজছিল পূজার ঘন্টা'— নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো ।      [মাধ্যমিক-২০১৯]

উঃ- অধিকরণ কারকে 'এ' বিভক্তি ।

**********

মাধ্যমিকের সম্ভাব্য প্রশ্ন :-

১. কে কার বুকের থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়েছিল ?

উত্তর:- 'আফ্রিকা' কবিতায় কবি বলেছেন যে, ভয়ংকর সমুদ্রের তাণ্ডব প্রাচী ধরিত্রীর বুক থেকে আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে গেল ।

 

***

 

Comments

Related Items

ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন - অস্ত্রের বিরুদ্ধে গান

১. "অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো" — কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন ? তাঁর একথা বলার কারণ কী ?  [মাধ্যমিক-২০১৯]

উঃ- কবি গানের দুটি পায়ে অস্ত্র রাখতে বলেছেন ।

ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন - সিন্ধুতীরে

১.  "অতি মনোহর দেশ" — এই মনোহর দেশে'র সৌন্দর্যের পরিচয় দাও ।      [মাধ্যমিক-২০১৯]

রচনাধর্মী প্রশ্নোত্তর - অভিষেক

১. "নমি পুত্র পিতার চরণে, করজোড়ে কহিলা; " — পিতা ও পুত্রের পরিচয় দাও । পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখ । [মাধ্যমিক-২০১৮]

ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন - অদল বদল

১. "অমৃত সত্যি তার বাবা-মাকে খুব জ্বালিয়েছিল  ।" — অমৃত কীভাবে বাবা-মাকে জ্বালাতন করেছিল ? অবশেষে অমৃতের মা কী করেছিলেন  ?   [মাধ্যমিক-২০১৮]

ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন - অসুখী একজন

১. "সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে ।" — কোন কোন জিনিসের কথা বলা হয়েছে  ? এই পরিণতির কারণ কী  ?  [মাধ্যমিক-২০১৮]