অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন - অদল বদল

Submitted by avimanyu pramanik on Sat, 07/18/2020 - 18:02

 ১. 'অদল বদল' গল্পটি কে বাংলায় তরজমা করেছেন ?         [মাধ্যমিক-২০১৭]

উঃ-  'অদল বদল' গল্পটি বাংলায় তরজমা করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত ।

২. "এসো, আমরা কুস্তি লড়ি ।" — কে, কাকে বলেছিল  ?       [মাধ্যমিক-২০১৮]

উঃ- কালিয়া অমৃতকে বলেছিল ।

৩. 'অদল বদল' এর গল্প গ্রাম প্রধানের কানে গেলে তিনি কী ঘোষণা করেছিলেন ?      [মাধ্যমিক-২০১৯]

উঃ- গ্রাম প্রধান ঘোষণা করেন যে গ্রামের সকলে অমৃতকে 'অদল' এবং ইসাবকে 'বদল' বলে ডাকবে ।    

৪. 'ঠিক ইসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না ।'— যৌগিক বাক্যে পরিবর্তন করো ।       [মাধ্যমিক-২০১৯]

উঃ- ঠিক ইসাবের মতো জামাটি না পেলে ও কিন্তু স্কুলে যাবে না ।

*****

Comments

Related Items

"নমি পুত্র পিতার চরণে, করজোড়ে কহিলা; " — পিতা ও পুত্রের পরিচয় দাও । পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখ ।

প্রশ্ন:- "নমি পুত্র পিতার চরণে, করজোড়ে কহিলা; "  — পিতা ও পুত্রের পরিচয় দাও । পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখ । 

'এল ওরা মানুষ ধরার দল'— তাদের আগমনের আগে আফ্রিকার স্বরূপ কেমন ছিল ?

প্রশ্ন:- 'এল ওরা মানুষ ধরার দল'— তাদের আগমনের আগে আফ্রিকার স্বরূপ কেমন ছিল ?

"চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে ।" — 'তোমার' বলতে কার কথা বলা হয়েছে ? তার 'অপমানিত ইতিহাসে'র সংক্ষিপ্ত পরিচয় দাও ।

প্রশ্ন:- "চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে ।" — 'তোমার' বলতে কার কথা বলা হয়েছে ? তার 'অপমানিত ইতিহাসে'র সংক্ষিপ্ত পরিচয় দাও

"হায় ছায়াবৃতা" —'ছায়াবৃতা' বলার কারণ কী ? তার সম্পর্কে কবি কী বলেছেন সংক্ষেপে লেখো ।

প্রশ্ন:- "হায় ছায়াবৃতা" —'ছায়াবৃতা' বলার কারণ কী ?  তার সম্পর্কে কবি কী বলেছেন সংক্ষেপে লেখো

'আমাদের ইতিহাস নেই' —এই উপলব্ধির মর্মার্থ লেখো ।

প্রশ্ন:- 'আমাদের ইতিহাস নেই' —এই উপলব্ধির মর্মার্থ লেখো